নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

সামুতে যা চাই কিংবা সামুকে যেমন চাই।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৩৪

বাংলা ভাষার জগতে এবং ওয়েব জগতে সামুর অবদান অপরিসীম। বাঙলায় যা-ই সার্চ দেই এর অধিকা্ংশ তথ্যই দেখায় সামুর সাভার্রে। কি নেই এতে? ইতিহাস ঐতিহ্য, পরিসংখ্যান, ছবি, কাব্য-সাহিত্য, গল্প সবকিছু আছে এতে।তাই অনেকটা বাধ্য হয়ে হোলেও সামুকে ভালবাসতে হয়।তাই ভালাবাসার এই ব্লগকে আমি সুন্দর এবং পরিশীলিত দেখতে চাই। কোন দিন যদি দেখি সামুকে বন্ধ করা হয়েছে তাহলে খুবই কষ্ট পাবো। সেটা কোনভাবেই কাম্য হতে পারে না। সেই বিচারে সোনার বাংলা ব্লগ বন্ধ হয়ে যাওয়াতেও আমি কষ্ট পেয়েছি। কত প্রয়োজনীয় তথ্য মুছে গেল! ঠিক ঐ সময়ে সামুর উপরও একটা হুমকি এসেছিলো। যাক, এই সম্ভাবনা এখন অনেকটা কমে গিয়েছে।ব্লগগুলির উপর সরকারের হস্তক্ষেপ, নিয়ন্ত্রণ এ কারণেই করা হয় যখন এখানে বিতর্কিত বিষয় উপস্থাপন হয়। তাই মডারেটরদের উচিত দায়িত্বশীল ভুমিকা পালন করা। ব্লগের লিখিত নিয়মনীতি কঠোরতার সাথে রক্ষা করা।

সেই সাথে সামুর কাছে কিছু প্রত্যাশা রোইলো।

*কোন পোস্টে যদি কমেন্ট করা হয় তখন এর নোটিফিকেশন দেওয়া।

*পাল্টা কমেন্ট করা হলে তারও নোটিফিকেশন জানানো।।

* পাল্টা কমেন্টের নিচে আরো কমেন্ট দেওয়ার ব্যবস্থা রাখা।

* বিতর্কিত ও কোন পক্ষেরই প্রাধান্য না দেওয়া।

*গালাগালিপূর্ণ কমেন্ট বা পোস্ট মুছে দেওয়া।

* ব্যাক্তিগত আক্রমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

* মাল্টি নিক প্রতিরোধ করা।

আশা করি এই বিষয়গুলো বিবেচনায় এনে ব্লগের পরিবেশ সুন্দর রাখায় ভুমিকা রাখা হবে। সেই সাথে সহব্লগারদেরকেও অনুরোধ করবো বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে সুন্দর ব্লগিংয়ে ভুমিকা রাখবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.