নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরম শ্রদ্ধেয় একজন ব্যক্তিকে আমি সংসদের চলমান গালিগালাজ ও কাদা ছোড়াছুড়ি সম্বন্ধে এবং এর প্রতিক্রিয়ায় অনলাইনে জনতার পক্ষ থেকে নেতা নেতৃদের উপর বেশুমার গালাগালি করার কথা শোনালে তিনি আমাকে তার জীবনের একটি বাস্তব গল্প শোনান।সে সময় তিনি ছাত্র বয়সী ছিলেন। থাকতে আরামবাগের কোন এক মেসে। পাশের বাড়ীতে পরিবার নিয়ে অনেক ভদ্রলোকই থাকতেন। তাদের সন্তানগণ বাসার সামনে খেলাধুলা করতো। সন্তানদের পরিচয় সম্বন্ধে কারো কোন সন্দেহ থাকার কথা নয়। তারা ভদ্রঘরের সন্তান। কিন্তু মাঝে মাঝে এই ভদ্র পরিবার গুলোতে ঝগড়া-ঝাটি হলে দেখা যেত তারা একে অন্যের প্রতি এমন এমন অভিযোগ করছে যে দেখা যেত তাদের সন্তানগুলোর পিতা তারা কেউই নন। কার সাথে কার কি সম্পর্ক, কে কার পিতা, কার বউ কার সাথে পরকীয়া করে ইত্যাদি সব বের হয়ে আসত। কয়েকদিন আগে সংসদের একটি অংশ দেখে আমরা জেনে গেলাম কার ছেলের বউ খ্রিস্টান আর মেয়ের জামাই ইহুদী। তাই বলি, মাননীয় সাংসদগণ! আমরা কিন্তু এর অনেক কিছুই জানতাম না। আপনার ঝগড়া করাতেই কিন্তু আপনাদের হাড়ির খবর বেরিয়ে পড়ছে। কোনটা সত্য কোনটা মিথ্যা তা হয়তো পরে যাচাই বাছাই হবে। কিন্তু আপনাদের চরিত্রের গোপন দিকগুলো আপনারাই ফাস করে দিচ্ছেন। তাই খুব খিয়াল কইরা। আপনাদের পোশাক আপনাদের কেই বেধে রাখতে হবে।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ৩:০২
উড়োজাহাজ বলেছেন: ধুতি লুঙ্গি ছিলো কবে?
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০১৩ ভোর ৪:৩৯
মোতাব্বির কাগু বলেছেন: হেঃ হেঃ ধুতি লুঙ্গি সব খুলে গেল