নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী একটা যুদ্ধক্ষেত্র বৈ আর কিছু নয়। মানুষ মর্তে আসার প্রারম্ভেই যুদ্ধের মন্ত্র নিয়ে আসে। সত্য মিথ্যার যুদ্ধ, সুর অসুরের লড়াই। যতদিন এ লড়াই চোলবে ততদিন পৃথিবী থাকবে। উল্টো কথায় বোলতে গেলে যতদিন পৃথিবী থাকবে ততদিন লড়াই থাকবে। সুতরাং লড়াইকে ভয় পাওয়ার কিছু নেই। এটাই চিরন্তন খেলা। নির্বিবাদী হওয়া দুর্বলতা এবং কাপুরুষতার লক্ষণ। ময়দান থেকে পলায়ন। কিন্তু প্রশ্ন হোল তুমি কার পক্ষে- সত্যের না অসত্যের?
বীরেরা পৃথিবী ভোগ কোরবে। কাপুরুষ আঁটি চাটবে। ন্যায়ের পথে লড়লে পার্থিব বিজয় এবং পারলৌকিক মুক্তি। সুতরাং পথ বেছে নাও হে বীর! সিদ্ধান্ত গ্রহণ করো- তোমার পায়ের আঘাতে পৃথিবী ধূলি ধূসরিত হবে, নাকি তুমি নিজেই ধূলিতে গড়াগড়ি খাবে?
১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৯
উড়োজাহাজ বলেছেন: তুমি থেমে থাকলেও সে কিন্তু থেমে নেই। সে তার কূটচাল চালিয়ে যাবে অনবরত। তুমি নির্বিবাদের কথা বলে তার পায়ের নিচে পদানত হবে।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৮
মেহেদী হাসান '' বলেছেন: দামি কথা। কবি নজরুলের গন্ধ পাই,
আপনাকে অনুসরন করছি,
শুভ কামনা।