নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

জনপ্রিয়তায় ধস, অস্বীকার করলেন প্রধানমন্ত্রী

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৯

সর্বশেষ পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনের পর আওয়ামীলীগ সমর্থিত সব ক’জন প্রার্থীর ব্যাপক ভরাডুবির পর আওয়ামীলীগের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে সর্বমহলে যে আলোচনার সূত্রপাত হয়েছে, তার জবাবে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় “আমার কাছে তথ্য আছে- আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে” বলে গত ২৩ জুলাই যুবলীগের এক ইফতার অনুষ্ঠানে এ কথা বলে যে বিতর্কের জন্ম দিয়েছেন- এর জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়ের এ মন্তব্যকে সমর্থন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “জয় যা বলেছে, তা জরিপ ও তথ্যের ওপর ভিত্তি করেই বলেছে। এ ব্যাপারে আমার কাছেও জরিপ ও তথ্য আছে। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।” রোববার নিজ কার্যালয়ে নিহত এবং অসুস্থ, অস্বচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে অনুদানের চেক বিতরণ করার সময় একথা বলেন প্রধানমন্ত্রী। মোট ১৫৭ জন সাংবাদিক ও তাদের পরিবারের এই অনুষ্ঠানে থাকার কথা থাকলেও উপস্থিত ৫৩ জন এ দিন প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন। শেখ হাসিনা বলেন, “একটি মতামত জরিপে দেখা গেছে, আওয়ামী লীগ এগিয়ে আছে। আওয়ামী লীগের ওপর জনগণের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। ওই জরিপ অনুযায়ী নির্বাচনে আওয়ামী লীগ ভালো করবে। ক্ষমতাতেও আবার আওয়ামী লীগই আসবে।” তিনি আরও বলেন, “ডিজিএফআই, এনএসআই পরিচালিত জরিপ ছাড়াও চতুর্থ জরিপ রয়েছে। এই জরিপ দল ও তাঁর নিজের করা। দলের অবস্থান জানার জন্য এই জরিপ পরিচালনা করা হয়েছে। এতে দেখা গেছে, সব ঠিক আছে।” জয়ের বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ খোঁজায় বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “যাঁরা ষড়যন্ত্রের কথা বলছেন, তাঁদের স্বভাবই ষড়যন্ত্র করা। আর এ কারণে তাঁরা সব সময়ই ষড়যন্ত্রের কথা বলেন। তাঁরা ভালো কিছু ভাবতে পারেন না। এটাই বাস্তবতা।” আর জয়ের করা এই বিষয়টি নিয়ে গত শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আগামী নির্বাচন নিয়ে সজীব ওয়াজেদ জয়ের অলীক তথ্য অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি আগামী নির্বাচন নিয়ে কুটিল চক্রান্তের ইঙ্গিত বহন করে। তার এ ধরনের বক্তব্যে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” এছাড়াও জয়ের করা এই মন্তব্যে সাধারণ মানুষও পক্ষে বিপক্ষে নানারকম মন্তব্য করতে দেখা যায়।

সূত্র: দৈনিক নিউজ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯

মোহাম্মদ আনোয়ার বলেছেন: ১। এই জরিপ কি সিটি কর্পোরেশন নির্বাচনের আগে নাকি পরে করা ???



২। যদি আগে করা হয়, তাহলে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোতে তারা হারলো কেন ???

৩। তখন কি তাদের অবস্থা খারাপ ছিলো ???

৪। এক মাসে কি এমন ঘটলো, যার জন্য তারা এগিয়ে আছে ???



৫। যদি পরে করা হয়, তাহলে নিশ্চিত ধরে নিতে হবে, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ
সবকয়টি আসনে হারবে !!!

২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২

উড়োজাহাজ বলেছেন: হুম, ভিত্তিহীন বলেই মনে হয়। খড়কুটো ধরে বাচার আপ্রাণ চেষ্টা আর কি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.