নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

সামনে নির্বাচন আসছে। তাই এই গানটি শুনে নিতে পারেন।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০১

গানের লিরিক:



ভোট দিয়ে যা, আয় ভোটার আয়।।

মাছ কুটলে মুড়ো দেব, গাই বিয়োলে দুধ দেব,

দুধ খাবার বাটি দেব, সুদ দিলে টাকা দেব,

ঘি দিলে উকিল হব, চাল দিলে ভাত দিব।

মিটিঙে যাব না, অবসর পাব না,

কোন কাজে লাগব না:

যদুর কপালে আমার ভোট দিয়ে যা।।

ভোট দিয়ে যা, আয় ভোটার আয়।।



আমি ভোটেরও লাগিয়া ভিখারী সাজিনু

ফিরিনু গো দ্বারে দ্বারে।।

আমি ভিখারী না শিকারী গো?

ওরে হাঁ ছাড়া কেউ না বলিল না,

ক্যানভাস করিনু যারে।

সব হা করেই যে রইল দাদা,

আমি কার হা বলো বুজাই কিসে!

হা করেই যে রইল দাদা...

যত ক্যানভাসারের ভাষা, তাতেও পাইনু আশা।

বলে সেন্ট পার্সেন্ট ভোট পাব।

আমি তাহাতে Relai করি দু’হাতে বিলাই কড়ি

করি অভিনয় অভিনব।

আমি নেতা কি অভিনেতা, সেটা মালুম করিবে কে তা?

আমি এই রূপে গত বারে ফিরেছিনু দ্বারে দ্বারে,

পেয়েছিনু এই রূপই Hope গো।

মোরে ভুলাইয়া প্রলোভনে ভোট দিল অন্য জনে

মোর Deposit Money হল লোপ গো।।

আমার মান গেল Moneyও গেল

আসমান হতে পড়লাম দাদা,

আমার আশা মান, দু-ই চূর্ণ হল।

মান গেল Moneyও গেল....



আমি ভোটার পিরীতি রীতি বুঝিতে না’রি

দিনু সন্দেশ চড়াইনু মোটর গাড়ী।

দিনু উপরি গুঁজিয়া কিছু পকেটে আদর

বলি ‘রাখো যদি রাখো দাদা, মার তো মার।’

হাতে ব্যালট পেপার দিল পোলিং অফিসার,

দেখি কার খেয়ে কার প্রেমে করে অভিসার।

‘মোরে ভোট তো দিয়েছ দাদা?’, পুছিনু আসি

দেখি ধীরে ধীরে চলে যায় মুচকি হাসি,

কেহ বাহির করিল শুধু দন্তপাটি।

শেষে বুঝিলাম করিয়াছে দিনে ডাকাতি।



আমায় মেরেই যে দিল রে।

খেলে নিলে চড়লে মোটর

মেরেই যে দিল রে...

প্রেত যদি হব মোরে, শোন হে ভোটার,

ভোট যে দিবে না তার মটকাব ঘাড়।

মেরে দিব, আমায় মারলে,

যদি আশা থাকে, প্রাণে বাঁচবার যদি আশা থাকে....

যে জন সুজন ভোট দিবে মোর জন্যে

অর্ধেক রাজত্ব দিব, দিব রাজকন্যে।



দেখে নিও, তোমরা দেখে নিও,

আমর কথার খেলাপ হবে না,

আগে চাড়া দিয়ে মোরে খাড়া কর

পরে তোমরা দেখে নিও...

ভোটানন্দ দাস বলে কী মজার খেল রে

গাছেতে কাঁঠাল গোঁফে দাও তেল রে।

এমন ফল তো আর পাবে না,

পরের মাথায় ভাংতে হলে এমন ফল তো আর পাবে না।

একটা ফল তো হবেই হবে,

উর্দ্ধ ফল নয় Downfall, একটা ফল তো হবেই হবে........







এর তিন নং গান ক্রিক করুন।

অডিও লিঙ্ক

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯

সুমন কর বলেছেন: মজা পাইলাম। ;) ;) ;)

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২২

উড়োজাহাজ বলেছেন: মজা পাইলে আমারে একটা ভোট দিয়েন, করজোরে প্রার্থনা করছি। আগামীবার ক্ষমতায় গেলে আপনাকে ব্লগের মডু বানাই দিমু।

২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২১

সদয় খান বলেছেন: সিরাম হয়েছে =p~ =p~ =p~

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৪

উড়োজাহাজ বলেছেন: সিরাম হইলে একটা ভোট দিয়া যান।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৬

সদয় খান বলেছেন: ওক্কে বস B-) B-) B-)

০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

উড়োজাহাজ বলেছেন: অক্ষে

৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

সপন সআথই বলেছেন: :D

০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

উড়োজাহাজ বলেছেন: :-B

৫| ০৭ ই মে, ২০১৬ রাত ৩:২৬

মহসিন আলাম বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.