নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

‘তুমি’ এলে তাই বদলে গেল সব!

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

কাব্যে, গানে দেখি প্রেমিক-প্রেমিকা একে অপরকে নিয়ে কত কিছু কল্পনা করে। কাক্সিক্ষত মানুষটি সামনে এলে তার সবকিছু বদলে যায়। সব কিছুই তার কাছে অন্য রকম লাগে, ভালো লাগে। ‘তুমি এলে তাই’ নিয়ে বহু কবিতা ও গান রচনা হয়ে গেছে। সেই তুমি এলে বসন্তে বর্ষা আসে, চৈত্রের দাবদাহেও বৃষ্টির শীতল বাতাস ছুঁয়ে যায়। তুমি এলে বদলে যায় পুরো পৃথিবী। আর আমাদের রাজনীতির আকাশে সেই ‘তুমি’ উড়ে এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। তিনি এলেন বলে মুহূর্তে বদলে গেল সব।



হ্যাঁ, আমাদের দেশের রাজনীতিতে তিনি এসেছেন সুখের (!) বার্তা নিয়ে। একদিনের রাজনৈতিক পরিস্থিতির দিক তাকালেই আমরা দেখতে পাই ইতোমধ্যে অনেক কিছু ঘটে গেছে। তিনি আসবেন জানে বলেই বিএনপি হয়তো বা এই সপ্তাহে হরতাল ডাকে নি। কারণ তিনি এসে যদি দেখেন রাস্তায় হরতাল, গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ, পুড়ে ছাই হয়ে যাওয়া মানুষের লাশ তাহলে তিনি ভাববেন বিরোধী দল কতই না খারাপ। তিনি বিগড়ে যেতে পারেন। তাই হরতাল হয় নি। অবশ্য বিএনপি এখানে অন্য কোন ব্যাখ্যাও দিতে পারে। অপরদিকে জনগণের ত্রাহি চিৎকার, বিরোধী দলের হুঙ্কার, লাশের সারি ইত্যাদি যাদেরকে টলাতে পারে নি বিরোধী দলের তত্ত্বাবধায়ক দাবী পূরণের ক্ষেত্রে, বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতারের মধ্য দিয়ে আন্দোলনের আগুনে বিষ দেওয়া সময়েই রিমান্ড পাওয়া নেতাদের রিমান্ড বাতিল হয়ে গেল শুধুমাত্র ‘তুমি’ এলে বলেই। অপরদিকে সাত সাগর আর তের নদী পাড়ি দিয়ে তিনি এলেন বলেই কি দীর্ঘ সাত বছর যাবত পরবাসী, মিডিয়ায় কোটি কোটি বার প্রচারিত কথিত দেশের সবচাইতে ‘বড় চোর(!)’ তারেক জিয়াকে সমঝোতার জন্য মামলা থেকে খালাস পাইয়ে দেওয়া হলো? যদিও এটা আমার অভিমত নয়। স্বয়ং বিবিসির মত প্রভাবশালী সংবাদ মাধ্যম বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশনে কয়েকজন ফেসবুক ব্যবহারকারীর এরকম মতামতই তুলে ধরেছেন। অপরদিকে ‘তুমি’ এলে বলেই কি এতদিনের অস্পৃশ্য ঘৃণীত ৭১এর রাজাকারদের নিয়ে স্বাধীনতার চেতনাধারীদের মিলনমেলা জমে উঠল?

হ্যাঁ, সেই ‘তুমি’ হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত নিশা দেশাই বিসওয়াল। গত ১৬ নভেম্বর শনিবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। এসেই তিনি একে একে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী থেকে শুরু করে প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে বৈঠকে মিলিত হয়েছেন। এর সূত্র ধরে পরস্পর দা কুমড়া সম্পর্কিত রাজনৈতিক দলগুলো এক ঘাটে জলও খেলেন। হাসাহাসি করলেন।



বাংলাদেশে সফররত নিশা দিশাই বিসওয়ালের সম্মানে রোববার সন্ধ্যায় মজীনার গুলশানের বাসভবনে এ মিলনমেলা বসে। আওয়ামী লীগ নেতাদের মধ্যে এতে অংশ নেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, বিমান ও পর্যটন মন্ত্রী কর্নেল (অব.) এম ফারুক খান, মু্িক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী, জনপ্রশাসন উপদেষ্টা এইচটি ইমাম, দলের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, এমপি শাহরিয়ার আলম প্রমুখ। বিএনপি নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক, রিয়াজ রহমান প্রমুখ। রাজনীতিকদের মধ্যে আরো ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি (জাপা) মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ। আরো ছিলেন সাবেক তথ্য কমিশনার মোহাম্মদ জমির, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর সাবেক সভাপতি এজে আজাদ, আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আফতাবুল ইসলাম, সামিট পাওয়ার এর এমএ আজিজ খান, ট্রান্সকম এর লতিফুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী, হোসেন জিল্লুর রহমান, রোকেয়া আফজাল রহমান, সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নেইল ওয়াকার এবং নেদারল্যান্ড, কানাডা (ভারপ্রাপ্ত), ইউরোপিয়ান ইউনিয়ন ইত্যাদি দেশের রাষ্ট্রদূতগণ।



কথা হোল যদি মার্কিন দেশের উচ্চ পর্যায়ের একজন কিংবা দুই জন মানুষ এলেই রাজনীতিবিদদের এত পরিবর্তন এসে যায়, সমস্ত বিভেদ ব্যবধান ভুলে একঘাটে জল খান, ‘আপসহীন নেত্রী’ আপসকামী হয়ে যান আর ‘আয়রন লেডি’ কুসুমের মত কোমল হয়ে যান তাহলে তাদের পক্ষ থেকে দুই একজন সব সময় থেকে গেলে ক্ষতি কি?



কিন্তু কথা হচ্ছে তারা চলে গেলেই যে আবার তারা আগের চরিত্রে ফিরে যাবেন না তার কোন গ্যারান্টি আছে কী? দুই দিন পরেই আবার নিশ্চয় যে যার অবস্থানে ফিরে যাবেন। আবার শুরু হবে সরকারী দলের দমন-পীড়ন আর বিরোধী দলের হরতাল-অবরোধ, জ্বালাও-পোড়াও কর্মসূচী। রাজনীতিবিদদের অতীত চরিত্র অন্তত তাই বলে। ২০০৭ সালের কথিত ওয়ান ইলেভেনের মাধ্যমে সেনাবাহিনীর প্রত্যক্ষ সমর্থনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের কঠোর পদক্ষেপের পর, অর্থাৎ রাজনীতিবিদদের উপর চলা পেষণের পর আশা করা হয়েছিল যে তারা এবার সংশোধন হয়ে রাজনীতি করবেন; কিন্তু বাস্তবতায় আমরা এর বিপরীত চিত্রই দেখতে পেয়েছি। এর দীর্ঘ বিবরণে যাব না। প্রশ্ন হলো, এবারেও সাগরের ওপার থেকে আসা কাক্সিক্ষত সেই ‘তুমি’র মন্ত্রণা কি তাদেরকে সেই স্বভাবজাত চরিত্র বদলানোর পক্ষে যথেষ্ট? সময়ের ব্যবধানে তারা আবার বেঁকে বসবেন না, সেই সন্দেহ কিন্তু জনতার মনে রয়েই যায়। এমনকি সেই ‘তুমি’ এসে কাকে কোন কু-মন্ত্রণা দিয়ে যাচ্ছেন না বা কারা সে মন্ত্রণা গিলছে তা নিয়েই তারা উৎকণ্ঠিত।

আপাতত তা না জানা গেলেও আশা করা যায় আগামী কয়েক দিনের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে। কারণ, আমরা তৃতীয় বিশ্বের কথিত দরিদ্র দেশ বলে কথা! প্রথম বিশ্বের গুরুদের উপদেশবাণী তথা নির্দেশাবলী শিরোধার্য হিসেবে মেনে নিতে হয়। নইলে যে আমাদের রক্ষে নেই! দৈনিক নিউজ

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬

রাজীব বলেছেন: কেমনে কি?

২| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬

রাজীব বলেছেন: কেমনে কি?

৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৭

রাজীব বলেছেন: বাংলাদেশ নিয়ে লড়াই চলছে ভারত ও যুক্তরাস্ট্রে, আবার যুক্তরাষ্ট্রের মন্ত্রী ভারতীয়!!

কেমনে কি??

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

উড়োজাহাজ বলেছেন: নিশা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী । তিনি ভারতীয় বংশোদ্ভূত। আর ভারতীয় বংশোদ্ভূত মানেই ভারতীয় নয় একথা বুঝতে হবে।

তবে এজন্য খেলাটা মিলে মিশেই হওয়ার সম্ভাবনা রয়েছে।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
কিন্তু এর মাঝে কৌশলগত সহিংসতা-নাশকতা চলছেই ...
শিতাকুন্ডে গেরিলা কায়দায় ক্ষনে ক্ষনে মালবাহী ট্রাকে আগুন দিয়ে জানজট শৃষ্টি করে অতিগুরুত্বপুর্ন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অচল করে দেয়া হয়েছে।

রেলেও চলছে নাশকতা
জামাত-শিবিরের দুবৃত্ত্বরা কুমিল্লায় ট্রেন লাইনের বোল্ট কেটে ফেলে বড় ট্রেন দুর্ঘটনা ঘটানোর জন্য। কিন্তু রেলওয়ের বিচক্ষনতায় একটি বড় দুর্ঘটনায় প্রানহানী এড়ানো সম্ভব হয়েছে।

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

উড়োজাহাজ বলেছেন: জামাত শিবিরের অস্তিত্বের প্রশ্ন জড়িত কি না! তাছাড়া এসব নিম্ন শ্রেণীর কর্মীদের কাজ।
তাছাড়া উপর লেভেলের এই সম্মিলনের মেয়াদ্ও কিন্তু দুই চার দিনে বেশি নয়। অলরেড়ি কুকুরের লেজ আবার বাঁকা হতে শুরু কোরে দিয়েছে সর্বদলীয় সরকারের জন্য মন্ত্রীদের শপথের মাধ্যমে।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৪

জেনারেশন সুপারস্টার বলেছেন: আবার কখন আসবে :-< |-)

১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২

উড়োজাহাজ বলেছেন: এ্ইখানে দেখে নেন আরো দরকার আছে কি না!
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.