নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

বিবিসির একটি প্রতিবেদন: ভারতে স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাব প্রকট

২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

কয়েককদিন আগে ভারতের মঙ্গল অভিযানের নেপথ্যে যা কিছুটা সংযোজন বিয়োজন করে ভারতের মঙ্গল অভিযান, গরীবের ঘোড়া রোগ শিরোনামে কয়েকটি পত্রিকায় ছাপা হয়। দু:খের বিষয় হচ্ছে যে এই লেখাতে কয়েকজন পাঠক ফোন করে এবং বিভিন্নভাবে ভারত বিরোধী বক্তব্য হিসেবে আখ্যা দেয়। কিন্তু পুরো লেখাটায় ভারতকে ছোট করা আমার উদ্দেশ্য ছিল না। বা দেশ হিসেবে কোন ভূ-খন্ডের প্রতিই আমার বিদ্বেষ নেই। আমার উদ্দেশ্য ছিল যে দেশের লোকে শৌচারগার ব্যবহারের অভ্যাস নেই কিংবা যথেষ্ট শৌচাগার নেই সেই সাথে ৩৩ শতাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করে তারা কেন মঙ্গলে ৪৬০কোটি রুপি ব্যায় করে অভিযান চালাবে। তাদের কাছে কি দারিদ্রতা হ্রাস এবংযৌতুকের ভয়ে দৈনিক ২০০০ কন্যা সন্তান হত্যার চেয়ে মঙ্গলাভিযান বেশি প্রায়োরিটি পাওয়া উচিত?



যাই হোক, গতকাল বিবিসি বাংলা ভারতে সেনিটেশন ব্যবস্থা নিয়ে একটি

প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি পড়ার পর আমার মনে হলো আবারো তাদেরকে এই প্রশ্নটি করা যায়। একই গ্রহের বাসিন্দা হিসেবে তাদেরকে বলা যায় মঙ্গলে যাওয়ার আগে মানুষকে শৌচাগার ব্যবহারের প্রতি সচেতন করে তুলুন।



নিচে প্রতিবেদনটি তুলে ধরা হোল:

আজ (মঙ্গলবার) বিশ্ব শৌচাগার দিবসে বিশ্ব ব্যাঙ্ক বলছে, প্রায় সোয়াশো কোটি মানুষের দেশ ভারতে অর্ধেকেরও বেশি মানুষ শৌচাগার ব্যবহার করেন না – তাদের মূত্র বা মলত্যাগের মতো কাজগুলো সারতে হয় খোলা আকাশের নিচেই।

স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাবকে ভারতের মতো অনেক উন্নয়নশীল দেশেই অপুষ্টি ও শিশুমৃত্যুর একটা বড় কারণ বলে চিহ্নিত করেছে বিশ্ব ব্যাঙ্ক।

কিন্তু ভারতের অর্থনীতি যেখানে বিগত দুই দশকে প্রভূত উন্নতি করেছে, সেখানে কেন এখনও দেশের এত মানুষকে খোলা আকাশের নিচেই শৌচাগারের কাজ সারতে হচ্ছে?

বস্তুত ভারতে শৌচাগারের ব্যবহার নিয়ে বিশ্ব ব্যাঙ্ক যে তথ্য দিয়েছে, তা রীতিমতো চমকে দেওয়ারই মতো।

গোটা দুনিয়ায় আড়াইশো কোটিরও বেশি মানুষের কোনও শৌচাগার নেই – আর তার মধ্যে একশো কোটিকেই মলত্যাগ করতে হয় চার দেওয়ালের বাইরে।

এদের মধ্যে অন্তত ষাট কোটিই ভারতে, যেটা এ দেশের জনসংখ্যার ৫৩ শতাংশ।

"প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যাওয়াটাই এসব মানুষের অভ্যাস আর বহু বছরের সেই অভ্যাসটা পাল্টানো খুব কঠিন।"

সুস্নাত চৌধুরী, গবেষক

শৌচাগারের অভাবে বাইরে মলত্যাগ করতে যেতে হচ্ছে, আর তা মৃত্যু ডেকে আনছে অসংখ্য শিশুর। কিন্তু মুশকিল হল – স্বাস্থ্যসম্মত একটা শৌচাগারের অভাব যে একটা সমস্যা ও বিরাট স্বাস্থ্যগত ঝুঁকি, বহু ভারতীয়র মধ্যে এখনও এই সচেতনতাই তৈরি হয়নি।

শৌচাগার ব্যবহারের অভ্যাস নিয়ে গবেষণা করেছেন সুস্নাত চৌধুরী। তিনি বলছেন ভারতে ধনী-দরিদ্র, শহর-গ্রাম নির্বিশেষে অনেকেই এই একই মানসিকতার শরিক।

''শুধু গ্রামে নয়, মুম্বাই শহরেও একটু ভেতরের দিকেই খোলা রাস্তায় বা সমুদ্রের ধারেও লোককে মলত্যাগ করতে দেখা যায়।''

মি: চৌধুরী বলছেন, জরিমানার ভয় দেখিয়ে বা দেবদেবীর ছবি-ওলা টাইলস লাগিয়ে ভারতে মানুষকে প্রকাশ্য স্থানে মূত্রত্যাগ থেকে বিরত রাখার চেষ্টা করতে হয়।

এর থেকে বোঝা যায়, ভয়ে বা ভক্তিতেই মানুষকে এ কাজ থেকে আটকানোর চেষ্টা করতে হয় – কিন্তু খোলা আকাশের নিচে মল-মূত্রত্যাগ করার ব্যাপারটা আসলে তার ভেতরেই আছে।



ই অভ্যাস থেকে যে দূষণ ঘটছে সে বিষয়ে মানুষ সচেতন নয়

অর্থাৎ কোটি কোটি ভারতীয়র মধ্যে এই ধারণাটা এখনও মজ্জায় মজ্জায় ঢুকে আছে যে মলত্যাগ বা মূত্রত্যাগ বাইরে করলে সমস্যা কিছু নেই।

সামাজিক লজ্জা সংকোচ তো অনেক দূরের কথা, এই অভ্যাসের জন্য যে জল দূষিত হচ্ছে, ডায়রিয়া বা আরও অন্যান্য রোগ উন্নয়নশীল বিশ্বে প্রতি বিশ সেকেন্ডে একটি শিশুর মৃত্যু ডেকে আনছে, সেটাও তারা জানেন না।


আসলে ভারতে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে গরিব মানুষেরও আর্থিক স্বাচ্ছল্য হয়তো বেড়েছে, কিন্তু শৌচাগার তৈরি করাটা তাদের অগ্রাধিকারেই পড়ে না।

সুস্নাত চৌধুরী বলছেন, ''দেশের প্রত্যন্ত এক জেলার চাষীর হাতে ফসল বেচে কিছু টাকা এলে তিনি হয়তো বাড়িতে শৌচাগার বানানোর আগে একটা রঙিন টিভি কেনার কথাই ভাববেন।''

''তার কারণ আর কিছুই নয়, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যাওয়াটাই এসব মানুষের অভ্যাস আর বহু বছরের সেই অভ্যাসটা পাল্টানো খুব কঠিন।''

বাংলাতে চলতি কথায় প্রাত:কৃত্য করতে যাওয়াকে বলে মাঠ সারতে যাওয়া ... যেখানে মাঠে মলত্যাগ করার ব্যাপারটা ভাষার মধ্যে পর্যন্ত ঢুকে আছে, সেখানে মানুষের অভ্যাস পাল্টানো মোটেই সহজ নয়, বলছিলেন মি: চৌধুরী।

বিশ্ব ব্যাঙ্ক-সহ সরকারি ও বেসরকারি বহু সংস্থা ভারতে এখন ঠিক এই কঠিন চ্যালেঞ্জটারই মোকাবিলার চেষ্টা করছে, আর দেশের রাজনীতিতেও বিতর্ক চলছে শৌচালয় না দেবালয় – কোনটা বেশি জরুরি।

আর এই আবহেই আস্তে আস্তে আরও বহু ভারতীয় তাদের আজন্মলালিত অভ্যাস পাল্টাচ্ছেন, চার দেওয়ালের ঘেরাটোপে আর ছাদের নিচে তারা মূত্র বা মলত্যাগ করতে শিখছেন – ধীরে ধীরে।











মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

প‌্যাপিলন বলেছেন: আপনার সকল যুক্তির সাথে পূর্ণ সহমত তবে, ভারতের লোকজন রাস্তায়, খোলা মাঠে, বিচে, ছাদে যেখানে ইচ্ছে হাইগা টয়লেট বানানোর খরচ বাচাইয়া সেই টাকায় মঙ্গলে যাক, না স্যামসাং গ্যালাক্সি কিনুক তাতে আপ্নের (+আমগো) এত মাথাব্যাথা কেন। আমগো টয়লেটেতো ওরা হাগতে আসেনা.. :-P :-P

২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

উড়োজাহাজ বলেছেন: এইভাবে দেখছেন কেন? শত হলেও তো তারা আমাদের প্রতিবশেী। তাছাড়া এদের নেতা-নেতৃদের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের দেশের নেতা-নেত্রীরা দেশ চালান।
মাথা ব্যাথার কারণতো আছেই। তাদের দেশের খাদ্যপণ্য, কাপড়চোপড় আমরা ব্যবহার করি। এতে গুয়ের জীবানু থাকলে তাদের মত আমরাও আক্রান্ত হবো বৈকি! আমরা সেখানে বেড়াতে গেলে হাগব কোথায় ভেবে দেখেছেন?

২| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

আমিজমিদার বলেছেন: পর্যটকগো প্রতি উপদেশঃ ভারতে যাবার আগে দেশে ভালমত হাইগা যায়েন।

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

উড়োজাহাজ বলেছেন: হাসাইলেন। তবে কথায় যুক্তি আছে।

৩| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

অনেকের মধ্যে একজন বলেছেন: ভাই ভালো মানুষরা যখন কোন দেশের একটা বিপির্যয় দেখে তখন সেটা নিয়ে তামাসা বানাই না বা ব্যাংগো করেনা। বরং সেটা কিভাবে সমাধান করা যায় সেই দায়িত্বে নিজে থেকে এগিয়ে আসে। যেমন আমার দেশের অনেক শিশু তার মৌলিক চাহিদা গুলোর কিছুই পাইনা তখন সে বেচে থাকার জন্য বিভিন্ন পেশাদারি কাজে জড়িয়ে পড়ে। এগুলা নিয়ে তো আপনাদের মত মানুষদের ভাবনা চিন্তা নাই। আসলে এগুলা আপনাদের ভাব্বার সময় কোথায় আপনারা তো কোন দেশ কি করেছে সেটা দেখা নিয়ে ব্যাস্ত। যাই হোক এসব শিশুদের কথা চিন্তা করে ইউনিসেফের মত প্রতিষ্ঠান গুলা। যাই হোক এদের দেখে হলেও হিংসা করা একাটু কমান। আপনার যদি তাদের টয়লেট নিয়ে সমস্যা মনে হয় তাহলে বাংলাদেশ থেকে একটা বাজেট পাশ করান ইন্ডিয়াতে টয়লেট বানানোরর জন্য।

আপনার কথা অনুযায়ি বাংলাদেশ যদি দারিদ্র সারা জীবনেও মেটাতে না পারে তাহলে কোন দিন বাংলাদেশ থেকে সাটালাইট উতখেপিত হবেনা। সারা জীবন বিদেশের সাটালাইট ভাড়া করেই চলতে হবে? ইন্ডিয়া বা বাংলাদেশের মত দেশ থেকে দারিদ্র বিমচন করা এত সোজা না। তাহলে কি করতে হবে যেকোন ধরনে গবেশনা থেকে বিরত থাকিতে হবে? ঠিক যেমন্টা বাংলাদেশ!


২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

উড়োজাহাজ বলেছেন: প্রথম কথা হচ্ছে, আমি ভারতকে নিয়ে তামাশা করিনি। প্রায়োরিটি কোনটাতে থাকা উচিত শুধু তাই বলেছি এবং সে ব্যাপারে ভারতের করনীয় কি তাও বলেছি।
আর আপনার সম্ভবত বুঝতে ভুল হচ্ছে। আমি মোটেও হিংসা করিনি। আমার মূল লেখাটা মনে হয় আপনি পড়েন নি।
যাদের টয়লেট বানানোর যোগ্যতা নেই তারা খামোখা আঞ্চলিক আধিপত্যের জন্য স্যাটেলাই বেশি জরুরি নয়। আবহাওয়ার জন্য স্যাটেলাইট ভিন্ন কথা। কিন্তু মঙ্গলে রকেট পাঠানো ভারতের কী এত জরুরত পড়েছে?

বাংলাদেশ ভারত থেকে দারিদ্রতা দূর করা খুবই সম্ভব যদি নেতাদের চরিত্র বদলানো যায় আর প্রায়োরিটি মেইনটেইন করা হয়। ধন্যবাদ।

৪| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

জগ বলেছেন: অনেকের মধ্যে একজন বলেছেন: আপনার যদি তাদের টয়লেট নিয়ে সমস্যা মনে হয় তাহলে বাংলাদেশ থেকে একটা বাজেট পাশ করান ইন্ডিয়াতে টয়লেট বানানোরর জন্য।

/:) /:) /:)

ভাদা Identified

(ভাদা = ভারতীয় দালাল)

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

উড়োজাহাজ বলেছেন: কাউকে খামোখা কোন একটা ট্যাগ জুড়ে দেওয়া আমার পছন্দ নয়। এতে নিজেদের মধ্যে বিভেদ বাড়ে।

আর অনেকের মধ্যে একজনকে বলবো: বাংলাদেশের সে সামর্থ নেই।

৫| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

অনেকের মধ্যে একজন বলেছেন: @জগ তোমার @@@।
কমেন্টের রিপ্লাই দেও। হিজরার মত এক্ট করো কেন?

আমি তো ঠিকই বলেছি। আমাদের তাদের সমস্যা তে এতুই যখন জলছে তাহলে অবস্যাই আমাদের বাজেট পাশ করা উচিত

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

উড়োজাহাজ বলেছেন: অফ যান ভাই ক্যাচাল কইরেন না। ক্যাচালে ক্যাচাল বাড়ে।

৬| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

অনেকের মধ্যে একজন বলেছেন: সাটালাইট শুধু আবহাওয়ার জন্য!!!!!!!!!!!!

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

উড়োজাহাজ বলেছেন: ভারতের সর্বশেষ পাঠানোটা অবশ্যই নয়।

৭| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

পথহারা সৈকত বলেছেন: এতে গুয়ের জীবানু থাকলে তাদের মত আমরাও আক্রান্ত হবো বৈকি! আমরা সেখানে বেড়াতে গেলে হাগব কোথায় ভেবে দেখেছেন? :P :P :P :P

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫

উড়োজাহাজ বলেছেন: চিন্তার ব্যাপার!

৮| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

শাহরিয়ার খান রোজেন বলেছেন: বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশকেই (যে যা পারে) ভারতের জন্য টয়লেট বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল।

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

উড়োজাহাজ বলেছেন: চৈতন্যবোধই যথেষ্ট। তাদের টাকা সঠিক পথে কাজে লাগালেই পারে।

৯| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৪

লোডশেডিং বলেছেন: ভারতীয়রা টয়লেট বানানোর টাকা খান বাবাদের সিনেমার টিকিটে উড়ায়। এটা যেদিন বন্ধ হবে সেদিন এরা টয়লেট বানাবে।

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

উড়োজাহাজ বলেছেন: সঠিক, সঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.