নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপরের ছবিটির দিকে তাকান। এটি গতকাল অর্থাত ২ ডিসেম্বরের দৈনিক আমাদের সময়ের পেছনের পাতায় প্রকাশিত একটি ছবি। ছবিটির দিকে তাকালে দেখতে পাবেন অণ্প বয়সী দুটো ছেলের হাতে এ্যাববড় বড় রাম দা আর লাঠি। অথচ তাদের এক্সপ্রেশনটা মোটেই মানানসই নয়। একজন তো রীতিমত হাসছে। দেখেই বোঝা যায় ছবিটি পোজ দেওয়া। আসলে এ থেকে আমাদের জাতির বিবেকগণ কি ম্যাসেজ দিতে চাচ্ছেন, সাধারণ মানুষ জানে কী? এই হিট কামাই ও পিলে চমকানো কাটতি বাড়ানোর সংবাদে কী আমাদের সমাজের ভিত্তি ভেংঙ্গে পড়বে না? জাতীর বর্তমান সঙ্কট তৈরির ক্ষেত্রে কী তাদের ভূমিকা অস্বীকার করতে পারবে?
অথচ তারাই কিনা জাতীর বিবেক!!
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯
উড়োজাহাজ বলেছেন: আসলে পত্রিকার কাটতি বাড়ানোর একটি কৌশলমাত্র। কিন্তু জাতির বিবেকগণ ভেবে দেখছেন যে এতে সন্ত্রাসী কার্যকলাপ কমার পরিবর্তে বেড়েই চলেছে। বাসযোগ্য পৃথিবীটাকে বসবাসের অযোগ্য করে তোলা হচ্ছে অবচেতন মনেই।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০২
সেমিবস বলেছেন: এইরাম রামদা জীবনেও কোন ছবিতে দেহি নাই, মনে হয় বালা পয়সার বিনিময়ে বানাইচে
০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
উড়োজাহাজ বলেছেন: তাই মনে হয়।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
বাংলার আকাশ বলেছেন: আমরা কতো বোকা তাই না ? আমি একবার এটিএন বা্ংলায় দেখছিলাম মহাখালির ফ্লাই ওভার এর অপ্রয়জনিয়তা বুঝানোর জন্য এক সুনাম ধন্য সাংবাদিক একটা রিক্সা উঠিয়ে দিয়েছিল ...
জাতির দর্পন না জাতির শত্রু !! ওদের ডাম্পিং করা হোক।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
উড়োজাহাজ বলেছেন: ডাম্পিং করা হোক মানলাম। কিন্তু তাদের হাতে বহুত ক্ষেমতা।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছী :
আমাদের সময় ছি:
শুধূ তারাই কেন আজকের সব মিডিয়া যেন উঠেপড়ে লেগেছে বিরোধী দলের ন্যায্যদাবীকে এক অপরাধ হিসাবে ট্রিট করাতে!
অথচ সরকার যে সংবিধান লঙঘন করে যা খুশি তাই করছে, আদালতের রায়ের আংশিক মেনে আংশিক না মেনে আদালত অবমাননা করে দেশের ত্রাহি মধূসুদন অবস্থা করছে- তা নিয়ে স্পিকটি নট!!!
আবার সময় বদলালে এই গিরগিটিরাই সবার আগে দৌড়ে যাব!!
কে কোন াল ছিড়েছে তাই জানিয়ে সুবিধা পেতে!!! ছি:
আর এদের যারা বিবেক বলে তাদের বোধকরি এদের সম্র্পকে কোন ধারনাই নেই!!
অথবা
নিজেরাই আতেল সাজতে নিজেদের বিবেক বলিয়ে আত্মতৃতপ্তির চেষ্টা করে!!!!!!
০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
উড়োজাহাজ বলেছেন: পত্রিকার নামটা খেয়াল করুন। আমাদের সময়, মানে সব সময়ই তাদের। এরা এরশাদের চেয়ে বেশি পল্টি খেতে পারে। এরশাদ এদের কারণে এরশাদ হতে পেরেছে। শুধু তাই নয়, তাদের ভূমিকার কারণেই রাজনীতি এত সক্রিয় মাত্রা পেয়েছে। এরাই এই ঘুণে ধরা সভ্যতার বাহন।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১
রক্ত পলাশী বলেছেন: জাতীয় বিবেকে পোকা ধরেছে ...।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৭
উড়োজাহাজ বলেছেন: দুর্গন্ধ বের হলে কিন্তু সরাতে হবে।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩
ঢাকাবাসী বলেছেন: এই ছবিটা ছাপাবার জন্য ঐ পত্রিকাটি মনে হয় ভালই মাল পেয়েছে! আর মালই সব।