নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তসারশুন্য বাহ্যিক পরিপাটি মানুষগুলো যখন রাস্তা দিয়েছ ছুট চলে
তখন আমি দাড়িয়ে চেয়ে থাকি।
লক্ষ্য করি তাদের চলনবলন।
চেয়ে থেকে যেন পড়তে পারি তাদের ভেতরটা।
কি শুন্যতা! কি নির্লিপ্ততা!
শুধু নিজের কাজের তাগিদে অসীম ব্যস্ততা।
হন্যে হয়ে ছুটে চলা মানুষগুলোর দিকে উপলিব্ধি করি
এর পেছনের রহস্য।
না, শুধুই নিজের স্বার্থ চিন্তা, নিজকে নিয়ে ভাবনা।
নিজের ঘর- কন্যা, সংসার। এর বাইরে কিছুই নেই।
এভাবে যখন দেখি মনে হয় এরা মানুষ নয়,
অনুভুতিহীন কোন প্রানীকেই আমি দেখছি।
যে কিনা একটি জীব। আঘাত দিলে ব্যথা পায়,
খাবার না পেলে পেট চো চো করে জানান দেয়।
জৈবিক আর সকল চাহিদা মেটাতে তাগিদ অনুভব করে।
কিন্তু তবুও তারা মানুষ নয়। ভেতরে শুন্যতা। অন্তসারহীন।
মানুষ, তবুও মানুষ নয়।
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৩
উড়োজাহাজ বলেছেন: আসলেই একটা কঠিন প্রশ্ন: আমরা কি মানুষ?
২| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৭
সরদাররকস্ বলেছেন: মন ভাল নেই
একটু অতীতে ঘুরে আসুন
http://www.youtube.com/watch?v=1vRi1rszvak
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫১
উড়োজাহাজ বলেছেন: মন ভাল আছে। অনেক দিন আগের ঘটনা এটা। তবে তার আবেদন একটুও ফুরিয়ে যায়নি।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৫
সমূদ্র বালক বলেছেন: মাইনকা চিপায় পরছি রে ভাই।আমজনতা হ ওয়া যেন আজন্ম পাপ!
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫৩
উড়োজাহাজ বলেছেন: হরে ভাই! দু:খটাইতো এখানে। ব্রিটিশরা আমাদেরকে ফকির করে দিয়ে গেছে। তারা এখন রাজার হালে আছে আমাদের কাছ থেকে লুট করা মাল দিয়ে। আবার তারাই আমাদেরকে সব সময় ছবক দেয় বড় বড় বয়ান ছাড়ে।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৪
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: আমার মনে হয় আপনি মানুষ না।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
উড়োজাহাজ বলেছেন: হয়তো বা তা, কিন্তু এমনটি মনে করার কারণটি প্রকাশ করলে কৃতার্থ হতাম।
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০১
অন্ধবিন্দু বলেছেন:
কবি আল মাহমুদ লিখেছিলেন-
নরম গদি কোশন আসন চশমা পরা চোখ
লোক ঠকানো হিসেব লেখে, কম্প্যুটারে শ্লোক।
বাংলাদেশের কপাল পোড়ে ঘূর্ণিঝড়ে চর
মানুষ গড়ার শাসন দেখে বুক কাঁপে থরথর।
‘হায়রে মানুষ রঙিন ফানুস’- গান শোননি ভাই ?
মানুষ হবার ইচ্ছে আমার এক্কেবারে নাই।
আপনার অনুভূতিতে যে মানুষের কথা উঠে আসলো। তা দেখে আমি নিজেরে প্রশ্ন করছি- আমি কী মানুষ !