নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

আমাকে খুন করো, কিন্তু গুম করো না

০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:২৮

আমার বিরুদ্ধে যদি তোমার এতই ক্রোধ জন্মে থাকে তবে তুমি আমাকে খুন করো। আমার রক্ত দিয়ে তুমি স্নান করে নাও। চরিতার্থ করো তোমার আপন জিঘাংসাকে। কিন্তু তুমি আমার দেহকে গুম করো না। তুমি যদি আমাকে খুন করো তবে আমি তা মেনে নেব। মেনে নেব এটাই প্রচলিত সমাজ ব্যবস্থায় অনেকের মতই আমারও স্বাভাবিক নিয়তি। কিন্তু যদি গুম করো তবে তা আমি মেনে নিতে পারবো না। কেননা, আমার অপরাধ এ জগতের। তুমি যদি আমাকে খুন করে গুম করে ফেলো তবে আমি পর জনমে তার দায় বহন করে প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াতে পারবো না। তুমি আমাকে খুন করো। কিন্তু আমার দেহখানাকে আমার প্রিয়জনের কাছে ফিরিয়ে দিও, যাতে তারা আমার দেহের যথাযথ সৎকার করতে পারে। তারা নিশ্চিত হতে পারে যে, আমি আর ফিরে আসছি না কোনদিনই। তাহলে আমার জন্য তাদেরকে অপেক্ষা করে পথ চেয়ে বসে থাকতে হবে না আমার ফিরে আসার আশায়। আমার জন্য মাঝ রাতে কারো ঘুম ভাঙবে না। সামান্য আওয়াজে কিংবা কারো পদধ্বনিতে কাউকে উৎকর্ণ হয়ে অপেক্ষা করতে হবে না মধ্য রাতে দুয়ারে কড়া নাড়ার আশায়। আমি মাঝ রাতে কাউকে হতাশ করতে চাই না। আমি চাইনা কেউ আমাকে দীর্ঘ দিন সামান্যতম দীর্ঘশ্বাসের সাথে স্মরণ করুক।



তুমি আমাকে খুন করো। কিন্তু গুম করো না। কেননা আমি অন্তত এইটুকু আশা করি যে আমার প্রিয়জন আমার সমাধির পাশে বসে দু ফোটা অশ্রু বিসর্জন দেবে। অশ্রু না হয় নাই দিল, অন্তত এক তোড়া রজনীগন্ধাতো তার কাছে আশা করতে পারি! সে জানুক, আমি এখানেই শুয়ে আছি। জানুক, সময়ের ব্যবধানে সেও আমারই পাশে নিশ্চিত গন্তব্যে ফিরে আসছে। নিতান্তই যদি আমার খুনকে তোমার বেঁচে থাকার তাগিদে আড়াল করতে হয়, যদি সমস্ত আলামত নষ্ট করতে তুমি বাধ্য হও, তবুও তোমার কাছে করজোরে মিনতি আমার, অন্তত আমার রক্তমাখা ছেড়া জামাটুকু ফিরিয়ে দিও আমার স্বজনদের নিকট। তারা নিশ্চিত হোক আমি আর আসছি না কোন দিনই। শেষ বারের দেখাটাই শেষ দেখা ছিল। শেষ বারের কথাটুকুই শেষ কথা ছিল। শেষ বারের সেই শেষ কথাটুকু মনে রেখেই তারা কাটিয়ে দিক জীবনের বাকিটা সময়। আমাকে গুম করো না।



আমাকে ভাসিয়ে দিওনা অথৈ জলে। আমাকে মাছের খাবারে পরিণত করো না। যদি খুন করে আমাকে ভাসিয়েও দাও তবুও আমার দেহের সাথে চব্বিশটি ইট বেধে দিও না। আর যদি একান্ত দিতেই হয় তবে আমার পেটটাকে এফোঁড়-ওফোঁড় করে দিও না। কেননা, আমার লাশটা ভেসে উঠতে দিও। আমার মুখ খানা দেখে শনাক্ত করা যায়। সেখান থেকে উঠিয়ে নিয়ে যেন আমার দেহখানা কবরে রাখা যায়। আমি এ জনমের পাপ সে জনমে বয়ে বেড়াতে চাই না। আমি কারো অশ্রুপাত চাই না। আমাকে নিয়ে ঘৃণিত রাজনীতি হোক তাও চাই না। আমি প্রেত হয়ে বাঁচতে চাই না। আমি মাঝরাতে কারো ক্লান্ত দেহের ঘুম ভাঙ্গাতে চাই না। আমি নিজেকেও চাই ঘুমিয়ে রাখতে। আলমে বারযাখ পর্যন্ত। একটানা নির্বিঘ্ন ঘুম।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

শামিম ফেরদৌস রাজিব বলেছেন: গুমকে সৎকার হিসেবেই নেন, তাহলে আর সমস্যা হবে না। মনে করবেন সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই তারা সতকার করে দিচ্ছে।

০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

উড়োজাহাজ বলেছেন: আপনি বললেই হলো? আমি সতকার চাই। যথাযথ সতকার। আমি শকুনের খাবার হতে চাই না।

২| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

জেরিসেল বলেছেন: আপনার লেখাটা কেমন যেন আমার চোখের কোনে জলের আভাস পেলাম.....

মাঝে মাঝে ভাবি,ঘুনে ধরা এই সমাজে আমার নিয়তি কি?

০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১২

উড়োজাহাজ বলেছেন: কান্নায় লাভ নেই, কান্নায় হবে না এক নদী যমুনা।

পথ খোজেন। পথ আছে। কিন্তু সে পথ গ্রহণে আমরা ইচ্ছুক নই।

৩| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

জেরিসেল বলেছেন: আপনার লেখাটা কেমন যেন আমার চোখের কোনে জলের আভাস পেলাম.....

মাঝে মাঝে ভাবি,ঘুনে ধরা এই সমাজে আমার নিয়তি কি?

০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

উড়োজাহাজ বলেছেন: মুছে দেব নাকি?

৪| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

মেমননীয় বলেছেন: মামার বাড়ীর আবদার পাইছেন!

০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১১

উড়োজাহাজ বলেছেন: তাহলে আমাকে গুম করা হবেই?

৫| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

কন্সট্যান্ট শেখ বলেছেন: ++++++ দিয়ে গেলাম।

০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

উড়োজাহাজ বলেছেন: এই + প্লাস দিয়ে কি আমি কি আমি গুম হওয়া থেকে মুক্তি পাব ভাই?

৬| ০৮ ই মে, ২০১৪ রাত ১২:০৬

কন্সট্যান্ট শেখ বলেছেন: এজন্যই কমেন্টটা গুম করে দিয়েছি ;)

০৮ ই মে, ২০১৪ রাত ২:০৩

উড়োজাহাজ বলেছেন: আপনি একটা গুমী।

৭| ০৮ ই মে, ২০১৪ রাত ১:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: বর্তমান সময়ের একটি আলোচিত বিষয় নিয়ে সুন্দর একটা লেখা।। কিছু মনে না করলে একটা কথা বলি,লেখাটায় কিন্তু বেশ আবেগ চলে এসেছে।
খুন হলে তবু পরিবার-পরিজনসহ আত্মীয়স্বজনরা কেদে কেটে য্ত্ন সহকারে বিদায় দেয় কিন্তু প্রতিটি মুহুর্তে কাদে না যা গুমের বেলায় ঘটে।।

০৮ ই মে, ২০১৪ রাত ২:০২

উড়োজাহাজ বলেছেন: হুম, আবেগ না থাকলে এ লেখাটার কোন মানে হতো না। তাই ইচ্ছেকৃত আবেগ যুক্ত করেছি।

৮| ০৯ ই মে, ২০১৪ সকাল ১০:৫৯

ভাবছি ........ বলেছেন: Brother, good write up. I have posted your write up in my social networking site at night. I didn't use your name, i just wrote, collected from somewhereinblog.

০৯ ই মে, ২০১৪ সকাল ১১:৪২

উড়োজাহাজ বলেছেন: যাক, নিজের বলে আবার চালিয়ে দিবেন না। তবে লিঙক শেয়ার করতে পারেন। কেননা এটাতে আমার ওয়ালেও আছে।

৯| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:২২

একজন ঘূণপোকা বলেছেন: আমাকে খুন করো, কিন্তু গুম করো না


এইটা এখন সবার কামনা, একে বলে মন্দের ভালো :(

০৯ ই মে, ২০১৪ সকাল ১১:৪৩

উড়োজাহাজ বলেছেন: সেটুকুও কি পাওয়া যাবে।

১০| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:৫৬

একজন ঘূণপোকা বলেছেন:

লেখক বলেছেন: সেটুকুও কি পাওয়া যাবে।

পাওয়া যে যাবে না, তা তো ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে।

০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:২৪

উড়োজাহাজ বলেছেন: |-) |-) |-)

১১| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৩

এস আই সাহেব বলেছেন: আফসোস এসব কথা একটি গণতান্ত্রিক স্বাধীন দেশে শুনতে হচ্ছে।

০৯ ই মে, ২০১৪ দুপুর ১:০৯

উড়োজাহাজ বলেছেন: গণতান্ত্রিক! স্বাধীন!! হোয়াট হেল আর ইউ সেয়িং? স্বাধীনতার আপনি কি বোঝেন? আমরা কি মোটেও স্বাধীন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.