নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো এখানেও ভাল লাগবে না একদিন
ফুরিয়ে যাবে সব স্বাদ
জিহ্বাটা হয়ে যাবে পাথরের মত ভারী
হয়তো এখানেও একদিন সন্ধ্যা নামবে
সাঁঝ বাতি টিম টিম করে দেবে আলো
ঔজ্জ্বল্য হারাবে প্রকৃতি তার
যেমন করে পাতা ঝরে নেমে আসে শুষ্ক শীতের কাল
যেমন করে প্রিয়ার কালো চোখ ঘোলা হয়ে যায়
যেমন করে মাথার চুল ঝরে হয়ে যায় খোলা মাঠ
হয়তো একদিন ভুলে যাব তোমাদের কথাও
হাঁটবো নতুন কোন পথে
স্মৃতিরা অনরণন জাগাবে না আমার
আর প্রতিবারই দিঘীর জলে সাদা হাঁস দেখে পুলকিত হবো
সদ্য জন্মানো বাছুরের সজীবতায় মুগ্ধ হবো
হয়তো আরেকবার জন্ম নেবো এখানেই
ফিরে আসবো নতুন করে নতুন বেশে
আগের স্মৃতি সব ভুলে গিয়ে আবার নতুন জন্ম নেবো এভাবেই
কে জানে, হয়তো এর আগেও এখানেই এসেছিলাম অন্য কোন বেশে
আরো একবার, কিংবা বহুবার!
২| ০৫ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৫২
সচেতনহ্যাপী বলেছেন: কবিতা আমার বোধগম্য ছিল না কোন কালেই। খেয়াল করলেই দেখতে পারবেন এই ব্যাপারটায় আমি কোন মন্তব্য করার সাহস দেখাই না। আশা করি আমার এই অপারগতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
৩| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১:০২
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:৩১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতায় ভালো লাগা