নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ থেকে মিয়ানমার তার সীমিত সংখ্যক রোহিঙ্গা নাগরিকদেরকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। প্রায় এক দশক পর রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন শুরু হওয়ার কথা আগামী দুই মাসের মধ্যে। ২০১১ সালে নাগরিকত্ব পাওয়া দুই হাজার চারশত পনের জনকে প্রথম দফায় ফিরিয়ে নেবে মিয়ানমার। গত রবিবার বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তটি অবশ্যই বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক। কারণ, বাংলাদেশ দীর্ঘদিন থেকেই মিয়ানমার থেকে উচ্ছেদ হওয়া রোহিঙ্গাদের নিয়ে ভোগান্তি পোহাচ্ছিল। বাংলাদেশ একটি ক্ষুদ্র দেশ। নিজের জনসংখ্যার ভারে এমনিতেই দেশটি নুব্জ। এ দেশকে নিজের নাগরিকের চাহিদা পূরণে হিমশিম খেতে হয়। অধিকন্তু পার্শ্ববর্তী দেশ থেকে উদ্বাস্তু হওয়া জনসংখ্যা এ সমস্যাকে আরো বাড়িয়ে তোলে। তাছাড়া উদ্বাস্তু হওয়া এসব ভীনদেশি নাগরিকগণ বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অপরাধী কর্মকাণ্ডের সাথে জড়িত বলেও অভিযোগ রয়েছে। যার কারণে বাংলাদেশ সব সময়ই মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে মিয়ানমার যেন তার নাগরিকদেরকে নিজ দেশে ফিরিয়ে নেয়। কিন্তু মিয়ানমার বরাবরই এ ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছে। অধিকন্তু রোহিঙ্গাদেরকে নিজ দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকারও করে আসছিল। তাই এবারে প্রায় আড়াই হাজার রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে রাজি হওয়ায় বাংলাদেশ প্রীত বোধ করছে। এ জন্য আশা করা যাচ্ছে প্রায় তিন দশক ধরে প্রতিবেশী এই দেশটির সাথে রোহিঙ্গা শরণার্থী নিয়ে সৃষ্ট তিক্ত সম্পর্কের দ্রুত অবসান ঘটবে। বলা আবশ্যক, শুধুমাত্র রোহিঙ্গা শরণার্থী সমস্যার কারণেই দেশ দু’টোর মধ্যে সাথে উষ্ণ সম্পর্ক সৃষ্টিতে অন্তরায় হয়ে আছে।
রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের এই নমনীয় আচরণের কারণে বাংলাদেশের জন্য তা স্বস্তিদায়ক হলেও বিষয়টি নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। এর প্রথম কারণটি হচ্ছে, ঠিক যে কারণে রোহিঙ্গারা শরণার্থী হয়েছে সে কারণটির সমাধান এখনো নিশ্চিত হয়নি। রোহিঙ্গারা সকলেই সংখ্যালগু মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। কিন্তু সে দেশের সংখ্যাগুরু বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদেরকে সহজভাবে গ্রহণ করছে না। প্রায় এক হাজার বছর যাবত রোহিঙ্গারা তাদের ভিটে-মাটিতে বসবাস করে আসলেও শুধুমাত্র মুসলিম হওয়ায় তাদেরকে বাংলাদেশি নাগরিক বলে অভিযুক্ত করা হচ্ছে। দুঃখজনক বিষয় এই যে এটা শুধু উগ্রবাদী বৌদ্ধরাই নয়, মিয়ানমার সরকারও এমনটাই মনে করে থাকে। তাই নির্বিবাদী বলে পরিচিত বৌদ্ধরা যখন মুসলিম রোহিঙ্গাদের উপর পাশবিক কর্মকাণ্ড চালায় তখন সে দেশের প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করে না। এই সুযোগে একদিকে রোহিঙ্গারা যেমন নির্যাতিত হয়, ধর্ষিত হয়, বাড়ি-ঘর ছেড়ে অথৈ সাগরে, অজানার পথে পাড়ি দেয়, তেমনি শান্তি প্রিয় বলে পরিচিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের গায়েও উগ্রতার তকমা লাগে। প্রকৃতপক্ষে মিয়ানমার সরকার যদি রোহিঙ্গাদের ব্যাপারে নিরপেক্ষ আচরণ করত এবং যে কোন উগ্রবাদী সাম্প্রদায়িক আচরণের ব্যাপারে কঠোর ভূমিকা পালন করত, তবে নিশ্চয় এই অবস্থার সৃষ্টি হতো না।
দ্বিতীয়ত, মিয়ানমার এবার শুধু সীমিত সংখ্যক রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। বাকিদের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয় নি। তবে সবচেয়ে বড় আশঙ্কাটি হচ্ছে সরকার সংখ্যালগু বৌদ্ধদেরকে নিয়ন্ত্রণ করতে প্রায়ই ব্যর্থ হয়। যে কারণে কিছুদিন পরপরই উগ্রবাদীদের আক্রমণের মুখে নতুন নতুন রোহিঙ্গারা উদ্বাস্তু হয়ে পড়ে। তাই মিয়ানমার যতদিন নিজ নাগরিকদেরকে উদ্বাস্তু হওয়ার মুখ থেকে রক্ষা না করতে পারে ততদিন তারা অন্য দেশের জন্য বোঝা হয়েই থাকবে। আর প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশই বেশি সমস্যার মুখোমুখি হবে। এ ক্ষেত্রে মিয়ানমারকে সমস্যার গোড়ায় হাত দিতে হবে। অন্যথায় এটা না মিয়ানমারের মর্যাদার উন্নতি ঘটাবে, না অন্যদের সমস্যার স্থায়ী সমাধান হবে।
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৫
উড়োজাহাজ বলেছেন: বর্তমান কথিত সভ্যতার সকল দেশই মূলত একটা না একটা সমস্যায় আক্রান্ত। কারো এই সমস্যা তো, কারো ঐ সমস্যা। আর শান্তিতে নোবেল? নোবেল এখন আসলেই নো-বেল!
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৪
হরিণা-১৯৭১ বলেছেন: রোহিংগাদের উচিত মায়েশিয়া ও ইন্দোনেশিয়া চলে যাওয়া।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৩
উড়োজাহাজ বলেছেন: কোনটা উচিত তা তারা নিজেরাই সিদ্ধান্ত নিক। সেটাই তাদের জন্য্ ভাল।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৯
একজন ঘূণপোকা বলেছেন:
একটাও ফিরয়ে নিবে না, কথার কথা কইসে
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৬
উড়োজাহাজ বলেছেন: হুম, আপনার কথাও উড়িয় দিতে পারছি না।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৯
উড়োজাহাজ বলেছেন: হুম, আপনার কথাও উড়িয় দিতে পারছি না।
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৪
সচেতনহ্যাপী বলেছেন: শান্তি প্রিয় বলে পরিচিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের গায়েও উগ্রতার তকমা, এবং এটা ভাল ভাবেই বার্মার গায়ে এটেছে। এমনকি অবিসংবাদীত নেত্রী অং সাং সু কির গায়েও(ইনি আবার নোবেল শান্তি তকমায় ভূষিত)।
নোবেলের মত মহৎ পুরষ্কারটাও যত্রতত্র বিলানো হচ্ছে,রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে।।
এর মোহ থেকে কি বার্মা বেড়িয়ে আসতে পারবে??