নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার প্রতি এই যে আমার মোহ,
অথবা এই শরীর জুড়ে বয়ে চলা দ্রোহ,
জানি একদিন নেয়ে- ঘেমে, সবই যাবে থেমে,
চিন্তাগুলোও একদিন যাবে জমে।
শিরদাঁড়া বেয়ে নেমে যাবে ঠাণ্ডা প্রবল স্রোত,
রাগ হলেও কাঁপব না ঘোৎ ঘোৎ।
আজকে আমার ভাল লাগে যা,
তার সাথে কাল বাঁধবে শত্র“তা।
যে চোখে আজ স্বপ্ন আবীর মাখা,
কাল সেখানে ভীড় জমাবে গভীর হতাশা।
আজ আমি যা করছি অবলীলায়,
দেখব সেদিন কালের আয়নায়,
অনুতাপে পুড়বে আমার মন,
এই ভেবেই কাটাই আমি ক্ষণ।
অথচ তাকে রুখতে পারি না,
তোমার প্রতি মোহ আমার ছাড়তে পারি না,
কালতো জানি আসবে নতুন দিন,
তোমার স্মৃতিও হয়ে যাবে লীন।
তবু তোমার প্রতি কেন এত মোহ,
শরীর জুড়ে কেন এ বিদ্রোহ?
১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭
উড়োজাহাজ বলেছেন: ধন্যবাদ।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮
জুয়েলইসলাম বলেছেন: চমৎকার কবিতা লেখেছেন
১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭
উড়োজাহাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪
জাহিদ জুয়েল বলেছেন: কালতো জানি আসবে নতুন দিন,
তোমার স্মৃতিও হয়ে যাবে লীন
ভাল লেখেছেন।
১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮
উড়োজাহাজ বলেছেন: থ্যাংকস।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২১
অবাকবিস্ময়২০০০ বলেছেন: + ++