নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

এই মানুষগুলোকে বাঁচিয়ে তুলতে কী খুব বেশি কিছু করতে হবে?

১৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৩২

একটু ইচ্ছা, সামান্য কিছু উদ্যোগ, খানিকটা আন্তরিকতা বাঁচিয়ে দিতে পারে সাগরে ভাসতে থাকা অনেকগুলো মানব সন্তানদের। খুব বেশি টাকার দরকার নেই। এই ক'টা মানুষকে আশ্রয় দিলে কোন দেশ অর্থনীতিতে ধসে পড়বে না। এমনকি তাদেরকে আশ্রয় দিলে নিজেদের ভাগও খুব একটা কমে যাবে না। তোমরা যা অপচয় করছো তার অতি সামান্য অংশ দিলেই তারা তাতে ডুবে যাবে। যে বিরানভূমিগুলো খালি করে রেখেছ সেখানে তাদেরকে ছেড়ে দিলে তারা হারিয়েই যাবে। তখন স্যাটেলাইটের ক্যামেরা দিয়ে তাদেরকে খুঁজে বের করতে হবে। তাছাড়া এরা পরিশ্রম করে নিজেরাই স্বাবলম্বী হতে পারবে। তোমাদের উপর তাদেরকে চিরকাল নির্ভরশীল হয়ে থাকতে হবে না। নিজেরাই যোগাড় করে নিতে পারবে নিজেদের খাবার। তাদের জন্য এখন শুধু প্রয়োজন একটু আশ্রয়। প্রয়োজন শুধু অথৈ সাগর থেকে ডাঙায় উঠে আসতে বন্দুকের নলকে একটু অবনত করা, উদ্ধত ব্যাটনকে খানিকটা শান্ত হতে দেওয়া। সামান্য এতটুকু সুযোগ কি তারা পাওয়ার অধিকার রাখে না? যদি এতটুকুই না করতে পার তবে নিজেদের কীভাবে মানুষ হিসেবে দাবী করছো? কেনইবা মসজিদ, মন্দির, গীর্জা আর সিনাগগে অর্থ দান করছো? স্রষ্টাকে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর ঘুষ দিয়ে জান্নাত/স্বর্গ বাগিয়ে নেওয়ার ধান্দা করছো?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.