নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

অন্যের দোষ খুজেঁ লাভ নেই, পরিত্রাণের উপায় খুঁজুন

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৪

আমাদের ভালোই একটা বিমার হইছে। কেউ বলবে ডাক্তার খুব খারাপ, এরা কসাই। টাকা ছাড়া সেবা দেয় না। এরা অমানুষ। সাংবাদিকরা এইসব নিয়া পত্রিকায়/টিভিতে রিপোর্ট করবে। এইবার ডাক্তারগণও সাংবাদিকদের অপকর্মের তালিকা, মিথ্যা সংবাদ, হলুদ খামের ফিরিস্তি তুলে ধরে অনলাইনে কিস্তি লেখা শুরু করবে। বলবে ডাক্তার হইতে কতটাকা ব্যয় করতে হইছে, জানেন মিয়া?

যাত্রীরা লিখবে বাস চালক/মালিকের বিরুদ্ধে, আর এরা দোষারোপ করবে যাত্রীদের। বলবে সব জায়গায় ঘুষ-টুস দিয়া আসতে পারে, ভাড়া দেওয়ার সময় যত নকশা শুরু হয়। পাঁচ টাকা দিয়া মনে হয় গাড়িটাই কিনে নিছে! গাড়ি কি মিয়া পানি দিয়া চলে? তেল লাগে না?
অন্য দিকে বড় গাড়ির চালক ছোট গাড়িকে মনে করবে ঝামেলা। বলবে ওদের কারণে গাড়ি চালানো দায়। আবার ছোট গাড়ির চালক বলবে বড় গাড়িওয়ালাদের দাপটে রাস্তায় গাড়ি চালানো দায়।

কারখানার মালিক বলবে শ্রমিকার সব ফাকিঁ বেতন নিতে চায় আর শ্রমিকরা বলবে- শালা! মালিক রক্তচোষা। এত টাকা ইনকাম করে দেই কিন্তু বেতন দিতে চায় না।

উকিল বলবে মক্কেল খারাপ, মক্কেল বলবে উকিল অতিরিক্ত টাকা লোভী। দুই টাকার কাজ করতে একশ টাকা চেয়ে বসে।
দোকানদারের কাছে ক্রেতা খারাপ, অতিরিক্ত দামাদামী করে আবার ক্রেতার কাছে দোকানী খারাপ। কারণ, অতিরিক্ত মূল্য দাবি করে হকচকিয়ে দেয়।মুখরক্ষার জন্য হলেও কাছাকাছি একটা দাম বলতে হয়।

পত্রিকা/টিভিতে একমাত্র সাংবাদিকরাই সকলের হাড়ির খবর তুলে ধরতে পারেন। এ জন্য ইনাদের একটা অংশ মানুষকে হুমকি-ধামকি দিয়ে টাকাও আদায় করেন। নয়তো সবকিছু ফাঁস করে দেওয়ার হুমকি দেন। ব্যবসায়ী থেকে শুরু করে আতি নেতা-পাতি নেতা সকলেই এদেরকে তোয়াজ করে চলেন। কারণ, ইনাদের প্রত্যেকেরই তলে কাঁচা। সাংবাদিকদের প্রতি অভিযোগ আছে যে ইনারা কর্পোরেট কোম্পানীর হয়ে চাকুরি করেন এবং মালিকের স্বার্থ রক্ষা করে চলেন। তো ইনাদেরকে ট্যাক্কা দিতে এখন অনলাইন জগত উন্মুক্ত হয়ে গেছে। শুধু ইনারাই লিখবেন, অন্যরা উনাদের তোয়াজ করে চলবে তা কী করে হয়? এ জন্য এখানে, অনলাইনে সবাই সবার বিরুদ্ধে লিখতেছে। এই লেখালিখি পড়ে দেখলাম- কার বিরুদ্ধে কার অভিযোগ নেই? সবার বিরুদ্ধেই সবার অভিযোগ আছে। প্রত্যেকে প্রত্যেকের কাছে ধরা খাচ্ছে। এর কারণ কী?

এর কারণ হচ্ছে আমাদের পুরো সমাজটাই দূষিত হয়ে গেছে। সর্বত্র পঁচন ধরেছে। প্রত্যেকে পেশায় পূর্ণতা পেতে হলে তাদেরকে প্রচুর পরিমাণে টাকা পয়সা অবৈধ পথে ব্যয় করতে হয়, ঘুষ দিতে হয়। আবার তাদেরকে সেই টাকা উঠাতে গিয়ে অন্যের গলায় ছুরি ধরে ঘুষ খেতেও হয়। জীবন-যাত্রার সাথে তাল মিলিয়ে চলতে গেলে বেতনের অতিরিক্ত টাকা উপার্জন না করলে হয় না। গিন্নির থাকে কালো মুখ। থাকে খোটা-খামচি, অন্যের বউয়ের গয়নার হিসেব। তখন বৈধ-অবৈধ চিন্তা করে পারা যায় না। অবৈধ পথে পা বাড়াতেই হয়।
আসল কথা হলো আমরা একটা পাকে পড়ে গেছি। বিপাকেও বলতে পারেন। এখন এ ওকে দোষ দিয়ে, ও একে দোষ দিলে লাভ হবে না। যত দোষ ধরবেন তত কাদায় আটকে যাবেন। আরো বেশি জড়িয়ে যাবেন। এখন উচিত ঠাণ্ডা মাথায় চিন্তা করে এ থেকে পরিত্রাণের পথ খুজেঁ বের করা। পারস্পরিক দোষাদোষী নয়।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:৫৯

আর জে নিশা বলেছেন: সমস্যা ও সমাধান আপনার ব্লগে দেওয়া আছে ।

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ২:০৪

উড়োজাহাজ বলেছেন: অনেকেই সেটা দেখে না।

২| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ২:০৮

আর জে নিশা বলেছেন: উপায় নাই গোলাম হোসেন !!!

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ২:১৮

উড়োজাহাজ বলেছেন: পাকের মাঝখানে থেকে এই কথাটাকে আপাতত সত্য বলেই মনে হয়। কিন্তু উপায় অবশ্যই আছে। যখন তীরে এসে পৌছবেন তখন বলবেন, এই তো উপায়!!
এত হতাশ হবেন না ভাই। নিরন্তর সংগ্রাম এখানে চলবেই। আপনাকে আমাকে অর্থাৎ নিজেকে ন্যায়ের পক্ষে রাখতে হবে।

৩| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ২:২৪

আর জে নিশা বলেছেন: শিক্ষা, চিকিৎসা ও আইনের আশ্রয় এখন শুধু বিত্তবানদের পক্ষেই সম্ভব ।

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩৮

উড়োজাহাজ বলেছেন: খুবই সত্য কথা বলেছেন।

৪| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২৯

বাংলার জামিনদার বলেছেন: যে আগে ভাল হবে সে হবে সবচেয়ে লোকসানভোগী। তাহলে কে হবে বলেন????

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৪৪

উড়োজাহাজ বলেছেন: হুম। ভাল পয়েন্ট তুলে ধরেছেন। কিছু মানুষকে লোকসান দিয়েই শুরু করতে হবে। এ জন্যই তারা হবে মহামানব। তাদের সম্মান হবে অসীম। লাভ লোকসান বড় কথা নয়। বড় কথা কে বেশি ত্যাগ করতে পেরেছে।

৫| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুম,,,জটিল বিষয় গো বন্ধুবর,এই চিকেন মস্তিষ্কে ঢুকবেনা
ডানহাত বলে বামহাত খারাপ আর বামহাত বলে ডানহাত,আমি বলি মশাই মাথা এবং শরীরখানাতো দুই হাতের মাঝখানেই
সংঘর্ষে যেই মরুক জ্বলনতো মোর শরীরেই........
অত চিন্তা করতে পারবোনা মশাই,হাত আমার দুটোই চাই,দুহাত দিয়েই স্নান সারবো,ময়লা আর ক্ষত পরিস্কার করবো
ইশ্‌শ্‌শ্‌.....দেখুন দেখি কান্ড!!! ছোট মুখে বড় কথা বলেই যাচ্ছি,এই হলো মূর্খজনের অভ্যাস,সুযোগ পেলেই লেকচার।
এই চুপটি করলুম
ক্ষেমা ঘেন্না করে দেবেন ;)

০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৩

উড়োজাহাজ বলেছেন: কি বলি আজ ভেবে না পাই :(

৬| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:

টেস্ট

০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১২

উড়োজাহাজ বলেছেন: থ্যাংক্যু।

৭| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৮

রাশেদুজ্জামান বলেছেন: আগে আমি নিজে ত্যাগী হই, তারপর অন্যজন এমনিতেই আমাকে অনুসরণ করবে। তাকে বলার প্রয়োজন হবে না।

০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৮

উড়োজাহাজ বলেছেন: ঠিক।

৮| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৯

হামিদ আহসান বলেছেন: ঠিকই বলেছেন ভাইডি ........

০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯

উড়োজাহাজ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.