নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহরের দেয়ালে- পোস্টারে তোমার মুখ, তাতে লেখা প্রায় দৈববাণী
তুমি মোদের নেতা, ত্রাতা, তুমি মোদের কল্যাণকামী
তোমা বিনে আছে কি উপায়, তাই তোমাকে সয়ে যাই
ঘাড়ের উপর একটা মাথা, সাধ্য কি তোমার পাণ্ডাদের ক্ষেপাই
তোমার হাসি মাখা মুখ আর দৈববাণীর মোহে
আমি ভুলে থাকি না পাওয়ার বেদনা, পানি ঢালি বিদ্রোহ
তোমার লোক দেখানো দেশপ্রেম আর সুন্দর সুন্দর বুলি
বমন উদ্রেক করায় আমার নাড়ী-ভুড়ি উঠে আসে ঠেলি
তোমার অজস্র প্রতিশ্রুতি চোখে লাগে কাটার মত
কিন্তু তবুও তুমি পিছু লেগে রও সদা আঠার মত
দেয়াল থেকে দেয়ালে তোমার মুখ, কোথাওবা বিলবোর্ড
কত দূর গেলে তোমাদের এড়ানো যাবে কেউ জানেনা খোঁজ
আটান্ন হাজার বর্গমাইলের এই বাংলা জুড়ে আজ তোমাদেরই দাপট
প্রায় ঈশ্বরতুল্য ভাব নিজেদের, আমার কাছে একেকটা পাপেট
©somewhere in net ltd.