নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৫% লোকের কাছে ৫০০ ডলার অতিরিক্ত নেই!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৫

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২০ কোটি অর্থ্যাৎ বাংলাদেশের জনসংখ্যার চেয়ে বেশি মানুষ ৫০০ ডলার বিপদের সময় যোগাড় করতে পারে না ।

৫০০ ডলার খুব বেশি টাকা নয় , ৪০-৪৫ হাজার টাকা। বেশিরভাগ আমেরিকান এক বেতন থেকে আরেক বেতনে চলে । এর মাঝে কোন জরুরি অবস্থা যেমন গাড়ি মেরামত , হাসপাতাল বা অন্য কোন ইমার্জেন্সি দেখা দিলে তারা সেটা যোগাড়করতে পারে না । এই হলো গ্রীডি সিষ্টেম অথবা পুঁজিবাদী চরমপন্থার চমৎকার উদাহরণ । তিন বছর আগেও পৃথিবীর মোট সম্পদের অর্ধেক ছিলো মাত্র ৩০০ জন ধনকুবেরের হাতে বর্তমানে তা মাত্র ৬২ জনের হাতে কুক্ষিগত। বিশেষজ্ঞরা বলছেন খুব দ্রুতই পৃথিবীর অর্ধেক সম্পদ মাত্র ৩০ জনের হাতে চলে আসবে। এই হলো পুঁজিবাদী অর্থনীতির স্বাভাবিক ফল।

চুম্বক যেমন চতুর্দিক থেকে লোহার গুড়াগুলো আকর্ষণ করে নিয়ে আসে নিজের ক্ষেত্রের দিকে তেমনি পুঁজিবাদী অর্থনীতিতে ধনকুবেররা সমাজের সমস্ত অর্থ শোষণ করে নিয়ে দরিদ্রদেরকে আরও দরিদ্র করে দেয়। এই চুম্বকের আয়তন যত বড় হয় ততই তার আকর্ষণ ক্ষমতা দ্বারা অধিক লোহার গুড়া নিজের দিকে টানে, তেমনি ধনকুবেরদের সম্পদ যত বাড়ে তত দ্রুত গতিতে সে সমাজের অর্থ নিজের দিকে টেনে নেয়। সমাজের সব অর্থ গিয়ে জমা হয় তার তহবিলে। আর অধিকাংশ মানুষ বাস করতে থাকে দারিদ্রসীমার নিচে। এই হচ্ছে বর্তমান পুঁজিবাদী অর্থনীতির নেট ফল।
সূত্র : নরসিংদী বার্তা

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৩

প্রবাসী ভাবুক বলেছেন: যদি তথ্যটি সত্য হয় ভয়ঙ্কর বিষয়!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২

উড়োজাহাজ বলেছেন: সূত্র হিসেবে যে সংবাদের লিংকটি দিয়েছি সেখানে এ সংক্রান্ত একটি ভিডিও আছে। দেখতে পারেন।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৪

গোধুলী রঙ বলেছেন: সুদের ভিত্তি হলো টাকা, টাকায় টাকা আনে, তাহলে যার টাকা নাই তার কি যাবে, যার টাকা আছে তার টাকার বাচ্চা পয়দা করতে, গরীব মানুষের কিডনি, বউ, পোলা, মাইয়া, বসতভিটা সব শুদ্ধু বন্ধক দিতে হয়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩

উড়োজাহাজ বলেছেন: একদম সঠিক কথা। যার সম্পদ নেই তার আত্মা বিকিয়ে দিতে হবে।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩২

আদম_ বলেছেন: কেমন যেন শান্তি শান্তি লাগলো পোস্ট টা পড়ে। স্যাডিস্ট হ্যাপিনেস।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪

উড়োজাহাজ বলেছেন: ভালো না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫

উড়োজাহাজ বলেছেন: ঘুটের পোড়া দেখে গোবরের হেসে লাভ নেই। কারণ দুদিন পরে তারও পরিণতি একই। আমরাও পুঁজিবাদের চাষাবাদ করছি।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

গোধুলী রঙ বলেছেন: আদম_ বলেছেন: কেমন যেন শান্তি শান্তি লাগলো পোস্ট টা পড়ে। স্যাডিস্ট হ্যাপিনেস

রিসিশন শুরু হলে ভ্রাতা আপনিও তা থেকে বাচতে পারবেন না, বাচার একমাত্র উপায় গ্রামে গিয়ে ফসল ফলিয়ে, বীজ সংরক্ষন করে আবার ফলিয়ে জীবন যাত্রা কন্টিনিউ করা, কাপড় বলতে গাছের পাতা দিয়া লজ্জাস্থান ঢাকা। আর ইউ রেডি ফর দ্যাট ব্রাদার?

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: অবসর এ গেলে থাকা খাওয়া নিয়া ভাবতে হয় না। এডুকেশান, মেডিকেল, হউসিং, ফুড কোন কিছু নিয়াই ফাইট করতে হয় না ওদের।
আর আপনি যাদের কথা বলছেন এরা আমেরিকার লোয়ার ক্লাস সিটিজেন, আমাদের লোয়ার ক্লাস কারা জানেন?
ফকির ও মিসকিন।
ভাল লেখার জন্য ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

উড়োজাহাজ বলেছেন: যারাই হোক, তাদের সংখ্যাটা কিন্তু ৬৫%!

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

আরইউ বলেছেন: হা হা হা। উন্নত বিশ্বে জীবনযাত্রা ভিন্ন। এখানকার মানুষ আজ-কে নিয়ে বাঁচে, সেভিংস বিষয়টা অনেকের মাথায়ই থাকেনা। ক্রেডিট কার্ড, হেলথ ইন্স্যুরেন্স, হোম লোন, কার লোন, এই লোন-সেই লোন। দে প্যে ট্যাক্স এন্ড গেট ইটস রিটার্ন হোয়েন ইটস টাইম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

উড়োজাহাজ বলেছেন: জীবন ধারাটা কতটুকু স্বস্তি ও অসস্তিজনক- একটু জানালে কৃতজ্ঞ হই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.