নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন মানুষ, ভালোবাসি মানুষের সাথে মিশতে।পছন্দ করি মানুষকে জানতে।

আতাউল্লাহ আহমাদ

আমি একজন সাধারন মানুষ সবার সাথে মিশতে পছন্দ করি ।

আতাউল্লাহ আহমাদ › বিস্তারিত পোস্টঃ

সঙ্গীনি চাই

২১ শে জুন, ২০১৭ রাত ২:১৪

আতাউল্লাহ আরাবী

মনের মত বান্ধবী চাই
করতে জীবন সঙ্গীনি
দুই হৃদয়ে থাকবে সদা
বন্ধুত্বের বন্ধনী
মনের কথা বুঝবে আমার
থাকবে আমার হয়ে
কুড়ে ঘরে থাকতে রাজী
ঐ যে দূরের গায়ে
আমি তাহার প্রিয় হব
সে হবে মোর প্রিয়া
ভালোবেসে আদর করে
করব তাকে বিয়া
গোপন হয়ে আছে সেজন
কোনবা অচিন পুরে
তাকে আমি হন্য হয়ে
খুজছি বিশ্ব ঘুরে।
৪-৫-২০১৪

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৭ রাত ২:৩২

সচেতনহ্যাপী বলেছেন: ভাল লাগলো।। লিখে যাবেন আশা করি।।

২২ শে জুন, ২০১৭ রাত ১:১২

আতাউল্লাহ আহমাদ বলেছেন: ধন্যবাদ দোয়া করবেন যেন আরো লিখতে পারি

২| ২১ শে জুন, ২০১৭ ভোর ৪:০০

দেশী পোলা বলেছেন: হুজুর হইয়া এই রকম কবিতা ইন্টারনেটে লেখলেন! /:)
শরমিন্দার ব্যাপার

২২ শে জুন, ২০১৭ রাত ১:১৩

আতাউল্লাহ আহমাদ বলেছেন: কেন ভাই এটা কি অশ্লীল কিছু। এযে মনের আকুতি

৩| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:২২

অচল অধম বলেছেন: সেই সাথে আমারটাও খুইজেন।

২২ শে জুন, ২০১৭ রাত ১:১১

আতাউল্লাহ আহমাদ বলেছেন: যদি পাইয়া যাই যানামু,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

৪| ২১ শে জুন, ২০১৭ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।

২২ শে জুন, ২০১৭ রাত ১:২০

আতাউল্লাহ আহমাদ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

৫| ২২ শে জুন, ২০১৭ রাত ১:১২

গেম চেঞ্জার বলেছেন: সঙ্গীনি পাইসেন?

২২ শে জুন, ২০১৭ রাত ১:২৩

আতাউল্লাহ আহমাদ বলেছেন: হা ভাই,,,,,

৬| ২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:০০

শায়মা বলেছেন: আমি তাহার প্রিয় হব
সে হবে মোর প্রিয়া
ভালোবেসে আদর করে
করব তাকে বিয়া


হায় হায় বিয়ের আগেই আদর!

নাউজুবিল্লাহ!


ভাইয়া তোমার ছবি দেখে তোমাকে অনেক ধার্মিক ভেবেছিলাম! :(

৭| ২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৮

নতুন বলেছেন: শায়মা বলেছেন: আমি তাহার প্রিয় হব
সে হবে মোর প্রিয়া
ভালোবেসে আদর করে
করব তাকে বিয়া


হায় হায় বিয়ের আগেই আদর!

নাউজুবিল্লাহ!
B-))

৮| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ২:৪৯

দেশী পোলা বলেছেন: হুজুর কি কিছু পাইছেন? ইদানীং এইসব জ্বালাময়ী কবিতা লেখা বন্ধ কইরা দিলেন কেনু?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.