নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন মানুষ, ভালোবাসি মানুষের সাথে মিশতে।পছন্দ করি মানুষকে জানতে।

আতাউল্লাহ আহমাদ

আমি একজন সাধারন মানুষ সবার সাথে মিশতে পছন্দ করি ।

আতাউল্লাহ আহমাদ › বিস্তারিত পোস্টঃ

কছিু কাব্য

২২ শে জুন, ২০১৭ রাত ১:২৮

আতাউল্লাহ আরাবী

সতী নারী সাজে রাত্রী বেলায় স্বামীর খুশির তরে,
বেহায়া নারী, দিবসে সাজিয়া থাকেনা আপন ঘরে।

লায়লার প্রেমের দাবি সবাই করতে পারে,
লায়লাতো স্বীকৃতি দেয়না সবার তরে।

মরিবার তরে এসেছি জগতে বাচিবার তরে নহে,
লক্ষ বছরের সাক্ষ্য পৃথিবী একথাই শুধু কহে।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৭ রাত ১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:
বাহ!

২| ২২ শে জুন, ২০১৭ রাত ২:০০

ইমরান নিলয় বলেছেন: কি করলে এরকমভাবে লিখতে পারবো?
কিছু পরামর্শ দিয়া কৃতজ্ঞ করবেন।

২২ শে জুন, ২০১৭ রাত ২:১৯

আতাউল্লাহ আহমাদ বলেছেন: নির্জনে বসে ভাবুন আর লিখুন ,,,,,,,,,,,,,,,,,,,,,,, একদিন পারবেন ।

৩| ২২ শে জুন, ২০১৭ রাত ২:০৪

রাবেয়া রাহীম বলেছেন: সতী নারী সাজে রাত্রী বেলায় স্বামীর খুশির তরে,
বেহায়া নারী দিবসে সাজিয়া থাকেনা আপন ঘরে।


এই দুই লাইন নিয়ে অনেকক্ষণ ধরে চিন্তা করতেছি কিন্তু কিছু বুঝে আসতেছেনা।

এমন কবিতা এডমিন যদি এলাউ করে তবে ভবিষ্যতে এই ব্লগের অবস্থা শোচনীয় ১০০ ভাগ ।

২২ শে জুন, ২০১৭ রাত ২:১৪

আতাউল্লাহ আহমাদ বলেছেন: কিল্লাই গো,,,, না বুঝার কি হল ? এত চিন্তার কি আছে ?

৪| ২২ শে জুন, ২০১৭ রাত ২:০৬

নাগরিক কবি বলেছেন: খুব সুন্দর কবিতা।

রাবেয়া রাহিমের কথায় কিছু মনে করবেন না। কত জনে কত কথা বলবে। আপনি লিখে যান।


২২ শে জুন, ২০১৭ রাত ২:২৩

আতাউল্লাহ আহমাদ বলেছেন: ধন্যবাদ,,,,,,,,,,,,,,,,,,,,,

৫| ২২ শে জুন, ২০১৭ রাত ২:১১

রাবেয়া রাহীম বলেছেন: নাগরিক কবি বলেছেন: খুব সুন্দর কবিতা।

রাবেয়া রাহিমের কথায় কিছু মনে করবেন না। কত জনে কত কথা বলবে। আপনি লিখে যান।


নারি দিবস বেহায়া ????

তাকে কিছু বুঝানো উচিত

২২ শে জুন, ২০১৭ রাত ২:২৯

আতাউল্লাহ আহমাদ বলেছেন: রাবেয়া রাহিম ভুল বুঝেছে,,,,,,,,,,এখানে বলা হয়েছে বেহায়া নারী দিনে সাজিয়া নিজ ঘরে থাকেনা । উল্টা সমঝিলিরে রাম,,,,,,,

৬| ২২ শে জুন, ২০১৭ ভোর ৬:২৮

কলাবাগান১ বলেছেন: আপনার নিজের লুংগী ঠিক আছে তো ??? নারীর পর্দা নিয়ে আপনাদের এত চিন্তা...আপনি সতি তো

৭| ২২ শে জুন, ২০১৭ সকাল ৮:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে হুজুর, তবে একটু নারী সমালোচনা রয়ে গেছে।

আমরা নারীর পোষাক শালিনতার দোষ না ধরে নিজেদের দোষ খুঁজতে শিখতে পারলেই সমাজ পৃথিবীর অনেক কলঙ্ক মুছে যেতে পারে।

আপনার কবিতা সুন্দর হয়, চলুক অবিরাম।

৮| ২২ শে জুন, ২০১৭ সকাল ১১:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক ভালো লাগলো।

৯| ২২ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৩

ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.