নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

তৈলাক্ত কথন

০৯ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৬


''তেলাতেলিতে ভরে গেছে আমার সোনার দেশটা
সিদ্ধি লাভে করছে সবাই তেল মাখানোর চেষ্টা ।
কেউ মাখছে সরিষা সাথে হরেক তেলের শিশি
কেউবা আবার জলপাই-বাদাম কেউ তিল-তিশি ।

আমলকীর তেলে নাকি আমলা পটে ভালো
কেরোসিনের তেলে দ্যাখ জ্বলে কেমন আলো ।
কদুর তেলে ঠাণ্ডা মাথা সয়াবিনে নাকি পুষ্টি
পাম ওয়েলে ফুলে ওঠে আম জনতার গুষ্টি ।

সরিষা তেলে তুষ্ট সাধু নারিকেল তেলে বধূ
বিজ্ঞাপনের কথায় দ্যাখো ঝরে কত মধু !
মোসাহেবের কথার তেলে তুষ্ট মালিক রাজা
রসাতলে দেশটা দিয়ে যেন খাচ্ছে সবাই গাঁজা ।

তেল ছাড়া পদোন্নতির চিন্তা কর মাটি
উন্নতি চাইলে আজই কেন তেলের বাটি ।
সূর্যমুখীর তেলে কমে হাড়ের জোড়ায় ব্যথা
তেল ছাড়া সোনার দেশে বাঁচার চেষ্টা বৃথা ।

কর্তা মশাই সামনে এলে সালাম ঠুকি সাচ্চা
আড়াল হলেই বলি তারে চুতমারানির বাচ্চা ।
তেল মেখে বলি তারে স্যার মানুষ বড় ভালা
স্বার্থে যদি আঘাত লাগে লুকিয়ে বলি শালা ।

তবু কর্তা মশাই ভালবাসেন, বাসেন ভালো তেল
নাটের গুরু আমরা জানি তেল মাখানোর খেল ।
তেলা মাথায় তেল দেওয়াই এই দুনিয়ার রীতি
ভগবানও একই সুরে গাইছে দ্যাখো গীতি !


তেল নিয়ে কত কথা কত নাটক কাব্য
তেল নিয়ে মাথা ব্যথা তেল মানুষের ভাব্য ।
তেল ছাড়া জীবন অচল তেল লাগে নিত্য
তেল মেখে নিজের পরের ভরে তোল চিত্ত ।''

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
রচনাকালঃ ২৬ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ ।
ছবিঃ ইন্টারনেট ।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৯

চাঁদগাজী বলেছেন:


ইহাকেও রচনা করতে হয়?

০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৭

রুদ্র আতিক বলেছেন: হুম, তৈল সমাচার আর কি !

২| ০৯ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: তৈল মর্দনে মজা পাইলাম।
বেশ খাসা হয়েছে কবিতা।

০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৮

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, তবে ইহাও তৈল মর্দন নয় তো ?

৩| ০৯ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৯

রুদ্র আতিক বলেছেন: তেলাতেলির রাজ্যে স্বাগতম, ধন্যবাদ

৪| ০৯ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

আনু মোল্লাহ বলেছেন: বেশ সুস্বাদু লিখা।

০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪০

রুদ্র আতিক বলেছেন: একটু তেল মাখিয়ে নিন, স্বাদ বৃদ্ধি পাবে ! ধন্যবাদ

৫| ০৯ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

আরোগ্য বলেছেন: কবিতাটা পুরো তেল চিটচিটে হয়ে গেছে।

০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪১

রুদ্র আতিক বলেছেন: সমস্যা নাই, নাকে একটু নারিকেল তেল মাখিয়ে নিন, দেখবেন চিটচিটে ভাব কমে গেছে ! ধন্যবাদ

৬| ১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তেলাতেলির রাজ্যে স্বাগতম, ধন্যবাদ

হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.