![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একসময় লাশ হবে সবাই।
যেভাবেই হোক,
বিছানায় শুয়ে, অথবা চলন্ত রাস্তায় ছিটকে পড়ে,
একসময় লাশ হবে সবাই।
কেউবা মাটিতে পঁচে গলে যাবে,
কেউবা ছাই হয়ে উড়ে যাবে,
কেউ আবার দুমড়ে মুচড়ে একদলা মাংসপিন্ড হয়ে পড়ে থাকবে,
অথবা অথৈ জলে থৈ না পেয়ে একসময় ফুলে ফঁপে ভেসে উঠব কেউ কেউ।
কিন্তু লাশ হবে সবাই।
একসময় না একসময়।
©somewhere in net ltd.