নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালাখি করা আমার পেশা নয়, বলতে পারেন এক পপ্রকার নেশা হয়ে দাড়িয়েছে। পড়া লেখার পাশাপাশি বিভিন্ন বিষয় বস্তু নিয়ে লেখার চেষ্টা করি। অহংকারী ব্যক্তি কে একদম এড়িয়ে চলি। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। নিজেকে সব সময় ছোট মনে করি।

নবিন ব্লগার

আমি খুব-ই শান্ত থাকি। মানুষের উপকার করার চেষ্টা করি।

নবিন ব্লগার › বিস্তারিত পোস্টঃ

প্রতারণার প্রতিশোধ

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:১০


আবিদ মধ্যবিত্ত পরিবারের সন্তান, সবে মাত্র একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে  একটি কোম্পানিতে ম্যানাজার পদে জয়েন করেছে। মোটামোটি তার পরিবার চলার মত একটা এমাউন্ট সে পায়।

তার পাশের ফ্লাটে একটি মেয়ে থাকে, মেয়েটির নাম রিয়া। বেসরকারী টিভি চ্যানেলে কাজ করে। মেয়েটি সব সময়ই আবিদকে ফলো করে। সেই দিন আবিদ বৃষ্টির কারণে অফিসে যেতে পারছে না দেখে রিয়া একটি ছাতা এনে দেয়। তখন থেকে কথা বলতে বলতে তাদের মাঝে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে।

রিয়া আবিদ কে আগে থেকেই ভালবাসতো, এখন আবিদও রিয়াকে ভালবেসে পেলে।
কিছুদিন পর তারা বিয়ে করে ফেলে। খুব সুখেই আছে তারা, রিয়ার ভালবাসায় কোনো কমতি নেই। আবিদ অফিস থেকে ফিরতে একটু দেরী হলেই রিয়া অভিমান করে মুখ ফুলিয়ে থাকতো।
আবিদও তাকে কম ভালবাসে না। তার একটু সর্দি হলেও আবিদের চিন্তার অন্ত থাকতো না।

ইদানীং রিয়া কেমন জানি হয়ে যাচ্ছে , আগের মত আর সুন্দর করে তার সাথে কথা বলে না। অফিস  থেকে দেরীতে গেলেও তাকে কিচ্ছু বলে না। এখন রিয়া কে  ফোনে ও ওয়েটিং এ দেখতে পায় আবিদ, জিগ্যেস করলে তার বন্ধুদের কথা বলে পাশ কাটিয়ে যায় রিয়া।

আজ রিয়ার বার্থডে, তাই আবিদ অফিসে না গিয়ে রিয়া কে সারফ্রাইজ দেওয়ার জন্যে মার্কেট থেকে অনেক কিছু ক্রয় করে। আর একটি কেক নিতেও ভুলে নি আবিদ।আবিদ বার্থডে সেলিব্রেট করতে বাসায় ঢুকতেই রিয়াকে বিছানায় একটি ছেলের সাথে আপত্তিকর অবস্হায় দেখতে পায়। তখন আবিদ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে, কি করবে কিছুই বুঝতে পারতেছে না। হাত থেকে সব পড়ে যায় তবে কেক কাটার ছুরিটি হাতে রয়ে যায়।

সে কিছু না ভেবেই তার প্রাণের প্রিয়া রিয়াকে খুন করে ফেলে। আর ছেলেটি তখন পালিয়ে যায়। তার চোখের সামনে তার ভালবাসার নিথর দেহ পড়ে আছে, অথচ তার কোনো আফসোস ও লাগতেছে না।তার বাসার কাজের বুয়াও তাকে বলেছিল যে, স্যার ম্যাম একটি ছেলের সাথে প্রায় সময়ই বাসায় আপত্তিকর অবস্হায় দেখতে পাই, ওই দিন আবিদ আরো বুয়াকে থ্রেট দিয়েছিল। তাই সে আজ প্রতারণার প্রতিশোধ নিয়েছে। কি দোষ করে ছিল সে, কি অপরাধ-ই বা করেছিল,  যে রিয়া তার সাথে প্রতারণা করলো????

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২১

বিজন রয় বলেছেন: +++++

২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৪

নবিন ব্লগার বলেছেন: *****

২| ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জমেনি...

২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৫

নবিন ব্লগার বলেছেন: সামনে থেকে ভাল লেখার চেষ্টা করবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.