নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সাহিত্যচর্চা

আতিকুর রহমান ফরায়েজী

আমি আতিকুর রহমান ফরায়েজী। মোঃ জহুরুল ইসলাম ও মোছাঃ চাঁদমণি খাতুন-এর তিন পুত্রের মধ্যে বড়। বাবা-মায়ের দেওয়া নাম মোঃ আতিকুর রহমান। বংশীয় ঐতিহ্য অনুষ্ঠানের পর নামের শেষে ফরায়েজী যুক্ত করি। ১৯৯১ সালের ২০ এপ্রিল, বাংলা ০৭ বৈশাখ ১৩৯৭ সালে বাংলাদেশের প্রথম রাজধানী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার নওদাবন্ডবিল গ্রামে পিতার বাসভবনে জন্মগ্রহণ করি। বর্তমানের এই রঙ্গ তামাসাময় এবং নিরস সাহিত্যের বাইরে থেকে পরিকল্পিতভাবে সাহিত্য চর্চায় নিজেকে জড়িয়ে রেখেছি। শৈখিন চারুশিল্পিময় আমি অবসর সময় কাটাতে পছন্দ করি- গান শোনা ও সংগিত চর্চায়।

আতিকুর রহমান ফরায়েজী › বিস্তারিত পোস্টঃ

আহবান

০৯ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৯



পৃথিবী আমারে মরণ সমরে ডাক দিয়েছে;

অচীনলোকের অন্ধপুরি বন্ধকরি রুদ্ধশ্বাসে টান দিয়েছে।

ঝঞ্ঝাতরী, রুদ্ধদোয়ার বন্ধাকরি, সন্ধাবিহার আলোক পানে;

তিমীর বিদীর স্বর্গপানে মর্তমুখর মর্মতানে

সপ্ত সুরের পঞ্চ গানে আজকে আবার বান দিয়েছে।

পৃথিবী আমারে ধ্বংশলীলায় আজ সায় দিয়েছে।



অন্ধকারে বন্ধ যারা বন্ধি যে আর রইবে নারে,

মরণসম শাসন ওদের কোমল হৃদয় সইবে নারে।

ভাঙবে আজি ভাঙার খেলা সকাল হতে সন্ধা বেলা।

মর্তপানে আসবে ছুটে স্বর্গ হতে স্বপ্নভেলা।

কন্টকুসুম পড়বে টুটে আপনি যারা উঠছে ফুটে।

বন্ধারাতে নিরব সুরে জাগায় যারা ভূবন তুরে -

শেষ বেলাতে আসতে ওদের বেলা হলো এমনি করে।

দেখতে খেলা আশা যাওয়ার মধ্য বেলা ভার দিয়েছে।

তাইতো আজি সকল দাবি ধুলায় পড়ে সাজ নিয়েছে।

ধরিত্রী আমারে অমর গানের আজ তার দিয়েছে।



নবীন মালার রঙিন কলি মন মাতানো মধুর করি

উঠবে ফুটে দোয়ার পাশে সুপ্ত নূরে জগৎভরি।

মুক্তি পাগল সন্ধামণির মানিকজোড়া ভূবনভরা -

হাসির সুরে হাসবে আজি প্রভাতবেলা;

নতুন করে সুর ফিরে আজ বাঁধবে বাসা স্বর্গস্থানে।

পুরানো সব রংমাখা সাজ ফেলবে ছুড়ে নরকপানে।-



সুরের যারা আছিস পাগল আয় ছুটে আয় বাজবে মাদল,

মুক্তিতে আজ উঠবি ভরি; জগৎতরি পাবে খুজে নতুন বাদল।

মুক্তি দেবার কঠিন ত্রাসে ধুকিস নে আর

দেখনা চেয়ে উর্দ্ধপানে কেমন মধুর রং দিয়ে

মুক্তিমাতা নবীনবরণ সাজ নিয়েছে !

বিশ্বমাতা আমারে মুক্তিতে আজ ডাক দিয়েছে।



২৫ বৈশাখ ১৪২১

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.