![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আতিকুর রহমান ফরায়েজী। মোঃ জহুরুল ইসলাম ও মোছাঃ চাঁদমণি খাতুন-এর তিন পুত্রের মধ্যে বড়। বাবা-মায়ের দেওয়া নাম মোঃ আতিকুর রহমান। বংশীয় ঐতিহ্য অনুষ্ঠানের পর নামের শেষে ফরায়েজী যুক্ত করি। ১৯৯১ সালের ২০ এপ্রিল, বাংলা ০৭ বৈশাখ ১৩৯৭ সালে বাংলাদেশের প্রথম রাজধানী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার নওদাবন্ডবিল গ্রামে পিতার বাসভবনে জন্মগ্রহণ করি। বর্তমানের এই রঙ্গ তামাসাময় এবং নিরস সাহিত্যের বাইরে থেকে পরিকল্পিতভাবে সাহিত্য চর্চায় নিজেকে জড়িয়ে রেখেছি। শৈখিন চারুশিল্পিময় আমি অবসর সময় কাটাতে পছন্দ করি- গান শোনা ও সংগিত চর্চায়।
আজ প্রসন্ন এ রাত।
সম্মুখে শুধু আঁধার প্রভাত।
আজিকেরে দেখিবার তরে-
কেন মিছে বারে বারে
ছিন্ন মুকুল, মুছে যাওয়া ভূল
হৃদয় নদীর একুল ওকুল
উতাল বরে!
জানি তারে দেখিবনা আর
কেনদিন, কোন কালে।
তবু পলে পলে
নিদারুন অনল বহ্নিনলে
পুরিবে যে হৃদয়,
তার সব কি হবে ক্ষয়?;
আজি নিশিথের সুনির্মল এ বাতাশ
করিবে কি সেদিন কোলাহল?;
জাগাইবে কি তারে,
যে হৃদয় ডুবে গেছে
আজিকের এ অন্ধকারে?।
জানি তারে দেখিবনা আর
কেনদিন, কোন কালে।
যে কুকু গেয়ে গেছে গান
মÍব্ধ এ অদ্ধকারে।
যে নদী হারায়ে তার পথ
থমকি দাড়িয়েছিল
বলেছিল কথা,
এঁকেছিল ভালবাসর কথা
অন্ধপারাবারে।
সে সব মিলে যাবে সেদিন
আলোকজয়ৎসবে।
জানি তারে দেখিবনা আর
কোন দিন কোন কালে।
তবু পলে পলে
থাকিবে মোর মনে
এ অন্ধকার ঘোরের নিস্তব্ধ নির্জনাটাকু
এ স্তব্ধ তিমির কেটে গেলে।
২১ শ্রাবণ ২৪২১
২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৯
আতিকুর রহমান ফরায়েজী বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩১
জুন বলেছেন: সুন্দর
২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৯
আতিকুর রহমান ফরায়েজী বলেছেন: ধন্যবাদ
৩| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে --- যে সুন্দরের তুলনা শুধুই এই কবিতা। ছবিটাও দারুন। কবির জন্য শুভকামনা রইল
২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫০
আতিকুর রহমান ফরায়েজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে সুন্দর লাগলেই আমার স্বার্থকতা।
৪| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪০
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালোলাগা রইলো লেখা এবং উপস্থাপনায় ...
শুভকামনা রইলো লেখকের জন্য ...
২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫১
আতিকুর রহমান ফরায়েজী বলেছেন: ধন্যবাদ।
৫| ২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
বাংলার পাই বলেছেন: চমৎকার।
২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭
আতিকুর রহমান ফরায়েজী বলেছেন: ধন্যবাদ
৬| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন ।
২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭
আতিকুর রহমান ফরায়েজী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৯
অতঃপর জাহিদ বলেছেন: ছবি দুইটা দারুণ!