নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সাহিত্যচর্চা

আতিকুর রহমান ফরায়েজী

আমি আতিকুর রহমান ফরায়েজী। মোঃ জহুরুল ইসলাম ও মোছাঃ চাঁদমণি খাতুন-এর তিন পুত্রের মধ্যে বড়। বাবা-মায়ের দেওয়া নাম মোঃ আতিকুর রহমান। বংশীয় ঐতিহ্য অনুষ্ঠানের পর নামের শেষে ফরায়েজী যুক্ত করি। ১৯৯১ সালের ২০ এপ্রিল, বাংলা ০৭ বৈশাখ ১৩৯৭ সালে বাংলাদেশের প্রথম রাজধানী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার নওদাবন্ডবিল গ্রামে পিতার বাসভবনে জন্মগ্রহণ করি। বর্তমানের এই রঙ্গ তামাসাময় এবং নিরস সাহিত্যের বাইরে থেকে পরিকল্পিতভাবে সাহিত্য চর্চায় নিজেকে জড়িয়ে রেখেছি। শৈখিন চারুশিল্পিময় আমি অবসর সময় কাটাতে পছন্দ করি- গান শোনা ও সংগিত চর্চায়।

আতিকুর রহমান ফরায়েজী › বিস্তারিত পোস্টঃ

aviaryo.com ফেসবুকের বিকল্প বাংলাদেশী সামাজিক যোগাযোগ মাধ্যম

২৬ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৯



পশ্চিমা দুনিয়ার মতো বাংলাদেশে দারুণ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে চীনে এগুলো নিষিদ্ধ৷ তারা গড়ে তুলেছে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম৷ নিজস্ব সামাজিক মাধ্যম আছে দক্ষিণ কোরিয়ায়ও৷ কিন্তু বিকল্প কোনো প্ল্যাটফর্ম নেই বাংলাদেশের। এর আগে অনেকেই চেষ্টা করেছেন ফেসবুকের বিকল্প যোগাযোগ মাধ্যম তৈরি করার। কিন্তু সেগুলোর অভিজ্ঞতা ছিল তিক্ত।

এরই প্রেক্ষিতে উন্নতমানের সার্ভার এর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস নিয়ে aviaryo.com নামে সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করেছে চুয়াডাঙ্গার ছেলে আতিকুর রহমান ফরায়েজী।

aviaryo.com -এ অবিকল ফেসবুকের মতো অভিজ্ঞাতা পাবেন ইউজাররা, এটাই দাবি যোগাযোগ মাধ্যমটির উদ্যোক্তার। তিনি বলেন- আমি প্রায় ২ বছর ধরে এটি নিয়ে কাজ করছি। আমি চেষ্টা করেছি- ব্যবহারকারীদের যেনো এখানে কোনো রকম সমস্যার সম্মুখিন হতে না হয়। আমরা নিজেরা বেশকিছু দিন এই প্লাটফর্ম ব্যবহার করে দেখেছি। ব্যবহারকারীদের কী ধরনের সমস্যা হতে পারে সেটা বোঝার চেষ্টা করেছি। আমার মনে হয় ব্যবহারকারীরা aviaryo.com ব্যবহারে অনেক সাচ্ছন্দবোধ করবে।

শুরু থেকেই এর ব্যবহারকারীরা পাচ্ছেন নতুন নতুন সব ফিচার। আর তথ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে যোগাযোগের সব চাহিদাই মেটাতে চান এর উদ্যোক্তা। পেজ, গ্রুপ, ছোট ছোট গেম, অনলাইন মার্কেটপ্লেসসহ বিভিন্ন ফিচারের সুবিধা নিয়ে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে।

aviaryo.com এর মোবাইল অ্যাপ নিয়ে কাজ চলছে কিছুদিনের মধ্যই মোবাইল অ্যাপ প্লে স্টোরে পাওয়া যাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.