নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশি, এখানে সবার লেখনি পড়ে অবাক হই আর নিজে ও লিখার চেষ্টা করি

আতোয়ার রহমান বাংলা

আমি বাংলাদেশি, এখানে সবার লেখনি পড়ে অবাক হই আর নিজে ও লিখার চেষ্টা করি

আতোয়ার রহমান বাংলা › বিস্তারিত পোস্টঃ

ড্রাগন ফ্রুট ক্যান্সারের ঝুঁকি কমায়

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

ক্যান্সার একটি মারাত্নক ব্যাধি, একে মরণব্যাধি ও বলা চলে। সম্প্রতি কিছু থেরাপি আবিষ্কৃত হয়েছে, কিন্তু অনেক ব্যায়বহুল হওয়ায় তা এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। আমাদের দেশেও অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে। ভয়ানক ক্যান্সারকে প্রতিরোধ করা সম্ভব!

ছবি: ফ্রী সাইট থেকে নেওয়া
জ্বি, একটি ফল, যাতে রয়েছে ক্যারোটিন এবং লাইকোপিন যা ক্যান্সার এর ঝুঁকি কমায়। মহা ঔষধ জাতীয় ফলটির নাম ড্রাগন ফ্রুট, যা কেজি প্রতি মাত্র ৫০০-৬০০ টাকায় পাওয়া যায়! নামটা শুনতে ভয়ংকর লাগলেও ফলটি কিন্তু দেখতে অনেক সুন্দর আর এর গুনাগুণ ও অনেক। আসলে এর বাইরের ত্বকের যে স্কেল রয়েছে তা ড্রাগনের ন্যায়, তাই এর নাম দেয়া হয়েছে ড্রাগন ফ্রুট।
এই ফলটিকে ভিটামিনের আধারও বলা যায়, কেননা এতে রয়েছে একাধারে ভিটামিন সি, বি-1, বি-2 এবং বি-3! আবার এটি ক্যালসিয়াম, লৌহ, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস সম্বৃদ্ধ। এছাড়া এটি প্রোটিন এবং ফ্যাটি এসিডেরও উৎস!
ড্রাগন ফ্রুটে রয়েছে প্রচুর পরিমানে ক্যালসিয়াম যা শরীরের হাড় মজবুত রাখে এবং লৌহ যা শরীরে অক্সিজেন সরবরাহে সাহায্য করে। আর ভিটামিন সি ঐ ফল থেকে আয়রন শোষনের ক্ষমতা বাড়ায়। এটি ওজন কমাতে এবং ত্বক সুন্দর করতেও কার্যকরী ভূমিকা পালন করে।
ড্রাগন ফ্রুট অধিক পরিমানে ফাইবার সম্বৃদ্ধ যা ডায়াবেটিকস নিয়ন্ত্রনে সাহায্য করে।
যেহেতু এতে পর্যপ্ত পরিমান ভিটামিন ও খনিজ পদার্থ বিদ্যামন, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

স্বাস্হ্য সম্পর্কিত এরকম আরও খবর পেতে দেখতে পারেন Daily Health News

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

টিয়া রহমান বলেছেন: ওয়াও! দারুণ একটা খবর দিলেন। আমার ড্রাগন ফ্রুটটি খেতে একদমই ভালো লাগে না। তবে এখন থেকে খাবো।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।

আমি কি এই গুরুত্বপুর্ণ পোষ্টটি রিপোষ্ট করতে পারি? আবার ও ধন্যবাদ।

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

আতোয়ার রহমান বাংলা বলেছেন: টিয়া আপু অনেক ধন্যবাদ আমার লিখা পড়ার জন্য। অবশ্যই আপনি রিপোষ্ট করতে বা শেয়ার করতে পারেন।

২| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

ফেনা বলেছেন: খুবই ভাল একটা পোষ্ট।
আপনার এই লেখাটা জানাও ডট কম এর লাইফ স্টাইল, সবাস্থ্য পাতায় দিবার অনুমতি চাইছি। জানাবেন।
সুস্থ ও সুন্দর থাকুন।

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

আতোয়ার রহমান বাংলা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। অবশ্যই আপনি পোষ্টটি শেয়ার বা রিপোষ্ট করতে পারবেন।

অনেক দেরিতে রিপ্লাই দেয়ার জন্য সরি। আসলে বৃহস্পতিবার ৮ টার পরে আজ কেবল পিসিতে বসলাম।

৩| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

ফেনা বলেছেন: ড্রাগন ফ্রুট ক্যান্সারের ঝুঁকি কমায়

১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৫

আতোয়ার রহমান বাংলা বলেছেন: ভাই, লিংকটা কাজ করছে না। তবে আমি ঐ সাইটে গিয়ে লিখাটা পড়ে এসেছি।

৪| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

ফেনা বলেছেন: ধন্যবাদ।

১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

আতোয়ার রহমান বাংলা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.