![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।
পবিত্র কালামে পাকে আছে, তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যারা সত্য ও ন্যয়ের পথে মানুষকে ডাকবে।
কাজেই ইসলামী দল অবশ্যই থাকবে।
যারা বলে ইসলামী দল বা রাজনীতি ইসলামে নেই তারা বোকার সর্গে বাস করছে। জেনে বুঝে ইসলাম সম্পর্কে কমেন্টস করা উচিত। আমাদের একজন সম্মানীত মন্ত্রী সম্প্রতী নিজের মনগড়া মত দিয়ে ইসলামকে ব্যাখ্যা করতে যেয়ে মুসল্লীদের দ্বারা লাঞ্চিত হয়েছেন। এটা সত্যই দু:খজনক। এটা অপ্রত্যাশিত। কিন্তু যারা এমন পর্যায়ের ব্যাক্তি তাদের কথাবার্তা একটু তথ্যবহুল হওয়া দরকার।
গনতন্ত্রে সবদলই অংশ গ্রহন করবে। জনগন যাকে খুশি তাকে ভোট দিয়ে বাছাই করবে। আর আল্লাহ চাহেত যে বেশী ভোট পাবে সেই সরকার গঠন করবে। কাজেই এখানে অমুক দল থাকবেনা তমুক দল নিষিদ্ধ এটা গনতন্ত্রের খেলাপ।
বাংলাদেশের মানুষ যদি ইসলামী দল পছন্দ করে তবে ইসলামী দল নির্বাচিত হবে। না করলে না। তাদের রাজনৈতিক ময়দানে অংশগ্রহন অবশ্যই যু্ক্তিযুক্ত। তাদেরকে কেউ প্রতিহিংসা বসত বা নিজেদের নৈতিক আদর্শ চুতির কারনে ভয় করে ভোটে হারার ভয়ে নিষিদ্ধ করার পায়তার বা দাবি যেনো মামুর বাড়ীর আবদার।
যারা রাজাকার মানবতা বিরোধী তাদের বিচার শুদ্ধ ও স্বচ্ছ হতে হবে। এতে কারো আপত্তি নেই। দেশ প্রেমিক জনতা মীরজাফরদের বিচার চায়। তবে ছল চাতুরী করে কাউকে আসামী বানিয়ে নয়। তথ্য প্রমানের ভিত্তিতে প্রমান করে তবেই বিচার করতে হবে। আর এক্ষেত্রে ইসলামী দলকে টার্গেট করে বিচার করা ঠিক নয়। হ্যা কোন কোন ইসলামী দলে যুদ্ধাপরাধী থাকতে পারে। তাই বলে সব ইসলামী দল বা পুরো দল কে দোষারপ ঠিক নয়। এতে শুধু প্রতিহিংসাই প্রাকশিত হয়। মোট কথা যুদ্ধাপরাধ ইস্যুতে ইসলামী দল নিষিদ্ধের পায়তারা করা কখনোই উচিত হবে না।
হ্যা কোন দল যদি যুদ্ধাপরাধের বিচার এর বিরোধীতা করে তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে সব দলকেই। নিরপেক্ষ ও সুষ্ঠ বিচার করার পর তার বিরুধিতা যুক্তিযুক্ত নয়। তবে বিচার এ যদি সমস্যা থাকে তার বিরোধিতা শুধু নয় এর বিরুদ্ধে জনমত গঠন করা সকল দলেরই কর্তব্য।
ইসলামী দলগুলোর বেশীর ভাগই নিরপেক্ষ বিচারের পক্ষে। তারা শুধু রাজনৈতিক প্রতিহিংসা চিরতার্থের হাতীয়ার হিসেবে যেনো বিচার না হয় এর বিপক্ষে। আর যুদ্ধাপরাধ বিষয়ে ইসলামী দলকে শুধু টার্গেট করা ঠিক নয়। অনেক অমুসলিমও আছে যারা রাজাকার ছিল।
ইসলাম যেহেতু শান্তীর কথা বলে তাই প্রকৃত ইসলামী দলগুলো শান্তীই চায়। কাজেই ঢালাও ভাবে ইসলামী দল নিষিদ্ধ করার দাবি করা ঠিক নয়।
২| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০
কলাবাগান১ বলেছেন: ব্রেইন ওয়াসড .....
জামাতিদের হাতে আমার দেশের মা-বোন-ভাইদের রক্ত লেগে আছে.. তাই বাংলাদেশের ক্ষমতায় তারা কখনই যেতে পারবে না..
মিসরে ইসলামিস্ট পার্টি ব্রাদারহুডের হাতে তাদের দেশের লোকের রক্তে রাংগানো হাত না থাকাতে এবার ক্ষমতায় এসেছে
৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
শিক কাবাব বলেছেন: লিংকটা একটু দেখো।
যারা সত্য ও ন্যয়ের পথে মানুষকে ডাকবে।
বাংলাদেশে ইসলামি দল গুলো কি সত্য ও ন্যায়ের পথে ডাকছে, নাকি ভোটের জন্য মানুষের মাথা ফাটাচ্ছে? ভোট মানেই মন্ত্রী এম্পি, মন্ত্রী এম্পি মানেই বস্তা বস্তা টাকা।
আর যারা ইসলামি দলের তেনা (নেতা) আছে তারা অবুঝ বাচ্চাদেরকে দিয়ে জিহাদ করায়, বেহেস্তে পাঠায়। কিন্তু তেনারা কেন রাস্তায় জিহাদ করে না? তেনাদের কি বেহেস্তে যেতে মন চায় না?
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
আতা স্বপন বলেছেন: বাংলাদেশের প্রচলিত ব্যবস্থাটা যে এমন তাই তাদের ভোট চাইতে হয়। সিসটেম চেইঞ্জ হলে তারাও চেইঞ্জ হবে। ইসলামী রাজনীতি যারা করে তারা সকলেই টাকার পিছনে ছোটে এটা ঠিক নয়। কেউ কেউ থাকতে পারে। আল্লাহ ভাল খারপা দুটোই সৃষ্টি করেছেন। তালাশ করুন সহি মনে। ভাল দল অবশ্যই আছে। কারন যেখানে খারাপ আছে তার আসে পাসে ভাল থাকবেই।
যেখানে আধার সেখানেই আলো। আল্লাহচাহেতো দেখা পেয়ে যেতে পারেন।
ধন্যবাদ ভাই।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
সোনালী প্রান্তর বলেছেন: তাফসির আর শানে নুযুল উল্লেখ করুন ।
আগে তো যারা সত্য ও ন্যয়ের পথে মানুষকে ডাকবে উনারা কোন দলে ছিলেন জানাবেন কি ?
৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
শিক কাবাব বলেছেন: ইসলাম বিরোধীরতারতো প্রশ্নই উঠে না। আমিও চাই বাংলাদেশে ইসলামিক আইন প্রতিষ্ঠা হোক। কিন্তু এ জন্য উপযুক্ত ও পরহেজগার শাষক দরকার। কিন্তু বাংলাদেশে তেমন কেউই নাই। সবাই টাকা আর ক্ষমতার নেশায় জর্জড়িত।
৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
অপর্না হালদার বলেছেন: Khub valo laglo. Satti kathai bolaysayn.....
Jato Dhaysay Islami Dal asay sakol dayshaye shanti asay...
Tai Islami Dal nesedho kara jabay na.....
যারা বলে ইসলামী দল বা রাজনীতি ইসলামে নেই তারা বোকার সর্গে বাস করছে।
বাংলাদেশে আজ যে বিচার হচ্ছে তা খুবই খারাপ লাগে অনেকের নিকট...... তাইনা লেখক ভাই । এদের বিচার করার প্রয়োজন হয়ত আপনার নিকট নেই.....
একটা অনুরোধ সবার নিকট....
ইসলামের সাথে গোলাম আজম, নিজামী, সাঈদী এদের মিলাবেন না । ইসলাম একটি সত্যিকার শান্তির ধর্ম । কিন্তু এরা সাধারন মানুষের বিশ্বাসের সাথে বিশ্বাস ঘাতকতা করে আর ধর্মের নামে ব্যবসা শুরু করেছিল যার বিচার তাদের পেতেই হবে । এই জামানায় বা আখেরাতে ।
এই সকল নরপশুদের সাথে ইসলামকে মিলালে ধর্মের অবমাননা করা হয় বলে মনে করি ।.... নবীজির কথাই এটা যে, শেষ জামানায় সকলে ইসলামের কথা মুখে মুখে বলবে কিন্তু পালন করবে না, রাস্তার মোড়ে মোড়ে মসজিদ থাকবে কিন্তু সবাই নামাজ পড়বে না, মসজিদ নিয়ে হানাহানি হবে । ইত্যাদি .... তাই সকলকে অনুরোধ করবো প্রকৃত ইসলাম থেকে অর্থাৎ কোরআন নিজে সঠিক অর্থসহ পড়ুন । প্রকৃত জানা মানুষের নিকট থেকে ইসলামের মর্মার্থ উপলব্ধি করতে চেষ্টা করুন ।
যদি কোন ভুল কথা বলে থাকি তাহলে শুধরে দিবেন । কিন্তু বাজে মন্তব্য করবেন না । যদি খুব খারাপ লাগে তাহলে ডিলিট করে দিবেন ।
সকলের জন্য শুভ কামনা রইল ।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
আতা স্বপন বলেছেন: ভাই আসসালামু আলাইকুম।
গোলাম আজম নিজামী সাইদী যদি অপরাধী প্রমান হয় অবশ্যই তাদের বিচার আমি চাই। এটা ঠিক নয় আমি যুদ্ধাপরাধীদের বিচার আমি চাই না। আমি শুধু বলছি প্রমান সাপেক্ষে। যেহেতু এটা বিচার। ফয়সালার বিষয়। মহনবী সা: জেনার আসামীকেও প্রমানের অভাবে ছেরেদিয়েছেন। তাদেরকে শুধু লেয়ান করিয়েছেন। লেয়ান হল একজন আরেকজনকে ধংস হবার অভিশাপ দেয়া আল্লাহর নামে। কেউ কেউ মনে করেন বিচার না করে সন্দেহ ভাজনদের সরাসরি ফাসিতে ঝুলিয়ে দিলে কি লেঠা শেষ। এটা কখনো ইসলামী বলেন বা আন্তর্জাতিক বলেন কোন আদালতে গ্রহন যোগ্য নয়। জামায় ইসলামী স্বাধীনতা বিরোধী দল সবার জানা। স্বাধীনতার বিরুধীতার বিচার হলে তাদের বিচার অবশ্যই হতে হবে। তবে মানবতা বিরোধী অপরাধ কারা কারা করেছে তা তদন্ত করে বের করে করতে হবে। কারন এখানে বিচার করা হচ্ছে। বিচার মানে সত্য-মিথ্যা যাচাই। যদি জানেনই কে অপরাধী তাকে বিচারর করার দরকার কি? আমার একটিই কথা একটি ইসলামী দল অপরধী হলে অন্যগুলো নিষিদ্ধ হতে হবে এটা ঠিক নয়।
আর আপনি বলছেন আমি জামাযাতকে ইসলামের সাথে মিলাচ্ছি। আমি মিলাই না।ইসলামী নাম থাকায় তারা ইসলামী দল হিসেবে পরিচিত। তারা কতটুকু ইসলাম মানে বা মানে না তা আমার জানার বিষয় নয়।
সকল দল যদি থাকে ইসলামী দলও থাকা উচিত।
আমার বক্তব্যকে বিকৃত করবেন না । কোন মন্তব্য না বুঝলে সে সম্পর্কে বলূন। ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে কমেন্টস করার জন্য। আল্লাহ আপনার সহায় হোন।
৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
আমড়া কাঠের ঢেকি বলেছেন: তায়মুরনা বিল মায়রুফি অতান হাউনা আনিল মুনকারি ও তুউমিনুনা বিল্লাহ
কিন্তু এমন দল বাংলাদেশে কোথায়?..
সবতো জনগনের জান মাল ধংসের খেলায় মত্ত!!..
৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১
আহসান২০২০ বলেছেন: ভালো একটা রাজনৈতিক দল থাকতেই পারে তার নীতি যদি গনমানুষের উন্নয়নকল্পিত হয়। হউক সেটা ইসলামপন্থী, হিন্দুপন্থী বা বৌদ্ধপন্থী। আর বাবা বা স্বামীর নাম বাণিজ্যে ভরপুর, সন্ত্রাসী লালন করে, গন মানুষের টাকা মেরে খেয়ে যারা উপরে উঠতে চায়, তাদের নিষিদ্ধ করা উচিত। কারণ দেশটা কারো বাবার বা স্বামীর উত্তরাধিকার করা সম্পত্তি নয়। এই দেশে বাস করার অধিকার যেমন তাদের আছে, আমারও আছে। অতীতে কে কি করেছে, সেটা অতীতই হয়ে গেছে। স্বাধীনতার ৪২ বছর পর দেশকে পিছনে টেনে নিয়ে যাওয়ার কোন যৌক্তিকতা দেখি না। বর্তমানে কি হচ্ছে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেলেই দেশের শাসন, উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষাকরা যাবে। আমরা বর্তমান বিশ্ব থেকে অনেক দুর পিছিয়ে আছি।
৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
রাফা বলেছেন: কেনো ইসলামি দল না থাকলে কি বাংলাদেশ থেকে ইসলাম বিদায় নেবে?
১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
আিলমুল বলেছেন: অরন্নে রোদন। দেশে ভাই মুসলমান নামধারি মালুয়ান ই বেশি। আপনার কথা শুনার মানুষ ই ত দেখি না। বাংলাদেশের হিন্দুরা অনেক বেশি নিরাপদ ইসলামের জন্য। বাংলাদেশে ইসলামের প্রধান শত্রু মুসলমান নামধারি মালুয়ান গুলান।
পোস্ট এ প্লাস।
১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
আমি সাজিদ বলেছেন: রাফা বলেছেন: কেনো ইসলামি দল না থাকলে কি বাংলাদেশ থেকে ইসলাম বিদায় নেবে?
১২| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
আমি সাজিদ বলেছেন: বাংলাদেশে ইসলামী দল গুলা ধর্ম নিয়ে রাজনীতি করেছে।
এদের নিষিদ্ধ করা উচিত।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
আতা স্বপন বলেছেন: ধর্ম ভিত্তিক দল ধর্ম নিয়েই রাজনীতি করবে। এটাই স্বাভাবিক। তবে কথা হলো ধর্মকে পুজি করে বা ধর্মের অপব্যবহার করে করেকিনা। যা করে অন্য দলগুলো যেমন- লাইলাহা ইল্রাহ ........মালিক তুই আল্লাহ। আবার লা ইলাহা ইল্লালাহ ....... এ বিসমিল্লাহ। এটা ঠিক নয়। আল্লাহ ও তার রুসুলের পথে মদিনাসনদের আলোকে দেশে রাজনিতি করা উচিত
১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
অপর্না হালদার বলেছেন: ধন্যবাদ আতা স্বপন ভাই আমার মন্তব্যের সুন্দর ও গোছানো জবাব দেবার জন্য ।
শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০
টুটুল২০০৮ বলেছেন: ইসলামি দলগুলো তাদের গ্রহন যোগ্যতা হারাচ্ছে তাদের দোষে। তাদের সেই মেধা দৃঢ়তা নেই নিজেদের কে উপস্থাপন করার এটা দুঃখ জনক।