নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিকতা যার মধ্যে আছে সেই আল্লাহকে পায়

আতা স্বপন

আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।

আতা স্বপন › বিস্তারিত পোস্টঃ

জামায়াত-শিবিরের প্রতি হঠাৎ পুলিশের নমনিয়তা, ঘটনা কি?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

গত কাল নরায়নঞ্জে পুলিশ জামায়াত-শিবিরের কাছে ছিল অসহায়ের মত। ঢাকায় পুলিশ পাহারায় শিবিরের মিছিল হয়েছে। আজ পত্রিকায় দেখলাম শর্ত সাপেক্ষে জামায়াতকে সভা সমাবেশ করার অনুমতি দেয়ার চেষ্টা চলছে। আর আজকের লেটেষ্ট খবর হল পুলিশের কাছ থেকে জামায়াত বায়তুলমু কারাম এ আগামীকাল সকালে বিক্ষোব করার অনুমতি পেয়েছে। আজ আবার বেনজির সাহেব শিবির দেখলে গুলি করারা কথা অস্বীকার করলেন। পুলিশ হঠাৎ এতো নমনিয় কেন হলো। ঘটনাটা কি?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

মদন বলেছেন: পুলিশ-জামায়াত সমঝোতায় ঢাকায় লাঠি মিছিল
পুলিশের সঙ্গে সমঝোতা করে রাজধানীতেও বিনা বাধায় মিছিল করেছে জামায়াত-শিবির। বরাবরের মতো গতকাল শনিবারও মিছিলের সময় তাদের নেতা-কর্মীদের হাতে ছিল লাঠি। এ ধরনের মিছিল দেখে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চালকরা যানবাহন সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত এমন চিত্র দেখা গেছে কাকরাইল, নয়াপল্টন ও মতিঝিল এলাকায়।
এর আগে গত বৃহস্পতিবার হরতালের দিনও জামায়াত-শিবির এভাবে পুলিশের সঙ্গে সমঝোতা করে রাজশাহী, খুলনা ও চাঁদপুরে মিছিল করে। গতকালও রাজশাহীতে এ ধরনের মিছিলের খবর পাওয়া গেছে।

পুলিশ ডর খাইছে নাকি টাকা খাইছে???

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

মোঃ রাব্বী সাইদ শিকদার বলেছেন: চিন্তার বিষয় !!!

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

বিডি আমিনুর বলেছেন: পুলিশ ভয় পায়ছে !!

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

নাযীর আহমদ বলেছেন: :|

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সিদ্ধান্ত দেয় সরকার
মগর মাইর যা সব যায় তো পুলিশের জানের উপ্রে দিয়া ;)

তাই সমঝোতাই ভাল। তা ডরে হোক বা টাকায়ই হোক ;)

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

কলম.বিডি বলেছেন: যেভাবেই হোক, শান্তি আসুক। এই ছা-পোষা বেচারারা শিবির ঠ্যঙ্গায় আর কি পায়, ফাঁকতালে নিজেরা আহত হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.