নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিকতা যার মধ্যে আছে সেই আল্লাহকে পায়

আতা স্বপন

আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।

আতা স্বপন › বিস্তারিত পোস্টঃ

ভোটার খেল ঝাঁটা

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ২:১৬


কি হল এটা
কেন লাগল গিটটা
ঝাড়ুদার নির্বাচনে
ভোটার খেল ঝাঁটা।

নির্বাচন কমিশণার
নাই তার পজিশন আর
ভয়ে ভয়ে জুবুথুবু
আমলা টাইপ আচরন তার

এটা কি ভোট
না একতরফা দাপট
নিজেকে অযথা ছোট করা
গড়া ইমেজে ছেড়াবেড়া।

এমনিতেইতো জয় হতো
কেন কি দরকার?
শুধু শুধু ভিন্নপথে
হাত নোংরা করার।

কেন অযথা হানা হানি
ব্যলটা বাক্স টানাটানি
অযথ যত নাটকবাজি
ভোট নিয়ে যত কাহিনি।

জনগনতো বোকা নয়
তবুও তা ভাবা হয়
যাই খুশি করে কেউ
এখন আর পায় না জয়।

এটা কি ভালো হল?
আন্দোলনের ইস্যু হল
আবার হয়তো অগ্নী শিখায়
জ্বলতে হবে তোমায় আমায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৩৩

আমি মিন্টু বলেছেন: এখানেও বিএনপির ভোট চুরির কথা লেখা আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.