![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।
আবুল মাল মালের বাবা
আরেক অর্থ মহা হাবা
সেতো একটা আবুল
আবার খায় মাল
তাইতো টালমাতাল।
মাল যা আছে পেটে, চান্দিতে নাই
ভিতরের একশেনে,বলেন যা ইচ্ছা তাই।
এই বলেন আপ
এই বলেন ডাউন
মুহিত নামে মুহিত করে
হয়ে যায় ক্লাউন।
নামের সাথে এমন মিল
মন্ত্রী যে ঐ মালের
পেটে শুধু ভেট আর ভেট
মাল যে জনগনের।
এখন সে ভেট ম্যান
ভেট ভেট প্যন প্যন
ভেট দাও সবে
শিক্ষাদিক্ষায় এখন থেকে, ভেটে দিতে হবে।
মালটা তার হেব্বি চয়েজ
নামের সাথে যায়
মদ বলে তার কেন
দামটা যে কমায়।
ঐ মালটা ভেট মুক্ত
শিক্ষার ছার নাই
পেটে যে বহুত ক্ষিধা
ভেট দাও সবাই।
ভেট ম্যান ভেট চায়
দোষের কিছু না
পন্যে সবাই ভেট দিবে
এটাই বিবেচনা।
মাল মন্ত্রীর মালের ধান্দা
শিক্ষায় কি জন্য
সাফ কথা ভেট দেব না
শিক্ষ নয় পন্য।
©somewhere in net ltd.