![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।
হায়রে আমার
ডিজিটাল বাংলাদেশ
তথ্য প্রযুক্তিতে
এনালগি নির্দেশ।
বন্ধ নাই গুলি বোমা
সন্ত্রাস অনাচার
বন্ধ শুধু
স্কাইপি ইমো টুইটার!
ডিজিটাল কি তবে?
একঘরেই হবে?
একে একে এভাবে?
এনালগ চাপাতি আর
জংগী ছুরির জোয়ার
ভাসিয়ে নিল কি তবে
ডিজিটাল স্বপ্ন পারাবার ?
এনালগ লম্ফ ঝম্ফ
হয় না বন্ধ
কোন ঠাসা ডিজিটাল
কেন চোখ অন্ধ?
বন্ধ হয না সন্ত্রাস
বন্ধ হয় না খুনাখুনি
যোগাযোগ মাধম্য তবে বন্ধ কেন?
বল না আজ শুনি।
ধরতে চাইলে
সন্ত্রাসিদের ধর
বন্ধ করতে চাইলে তাদের,
কাড়াবন্দি কর।
ডিজিটাল বান্ধব বল,
তথ্যে কেন কাড়া?
এটাতো নয়
ডিজিটাল এর ধারা।
তথ্যর মোকাবিলা
তথ্য দিয়েই সম্ভব
তা না করলে বৃথা
ডিজিটালের গৌরব।
উম্মুক্ত থাকনা
ডিজিটাল বাতায়ণ
তথ্যের সমিরনে
করতে দাও অবগাহন।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: লেখাটি বিদ্বেষমূলক। এটি কোনো প্রতিবাদী লেখা নয়। মনে হচ্ছে রসিকতা করার জন্য লেখা হচ্ছে। আর ডিজিটাল বাংলাদেশ গড়তে এতোসব ইমো-ভিমো লাগে না। তবে আমিও কোনোকিছু বন্ধ করার বিপক্ষে। ২২ দিন "ফেসবুক" বন্ধ রাখার বিপক্ষে। কিন্তু আমাদের তাচ্ছিল্য করে কোনোকিছু প্রকাশ না করাই ভালো।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩
আতা স্বপন বলেছেন: @সাইয়িদ রফিকুল হক - ইমো ভিমো
জব্বর ছন্দ
নয়তো মন্দ।
ডিজিটাল সব নিয়েই
তথ্যও তার অঙ্গ
বন্ধুতুমি ভুল বুঝনা
এটা সত্য, নয় রসিকতা রঙ্গ।
সত্য কথা তিতা হয়
ভাবছ তুমি বিদ্বেষ
আসলে তা ক্ষোভ প্রকাশ
নয় অন্যকিছু বিশেষ।
তুচ্ছ তাচ্ছিল্য
ভাবছ তুমি মিছে
সরাসরি বলি কথা
চুগলখুরি তা নাই পিছে।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯
কাজী নজরুলের ছাত্র বলেছেন: ভালো লাগল।