নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিকতা যার মধ্যে আছে সেই আল্লাহকে পায়

আতা স্বপন

আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।

আতা স্বপন › বিস্তারিত পোস্টঃ

R Tv কার সন্তান? জম্মদিন পালন করে কে?

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

R Tv ১১ তম জম্মদিন পালিত হল- জম্ম দিন পালন করল কে ? পিতা- মাতা নয় । এমনকি পালক পিতাও নয় । কে তাহলে? চোর হাইজাকার লুটেরার দল। জম্মদিন পালন করে আজ। সত্যই কি বিচিত্র এই দেশ। যুবকের স্বপ্ন আরটিভি আজ হায়নাদের দখলে। লক্ষ কোটি মানুষের স্বপ্ন চুরি করে আজ মজা লুটছে তস্করের দল। আর যুবকের পাওনা দাররা ঘুরে মরছে সরকারের দারে দারে তাদের ন্যয়্য পাওনার জন্য। তাদের টাকায় যে প্রতিষ্ঠন গড়ে উঠেছে আজ তাদের বিপদের দিনে তা কোন কাজে আসছে না। লুটেরাদের করাল গ্রাসের থাবায় আজ বন্দি যুবকের স্বপ্ন, লাখ মানুষের স্বপ্ন। তাই আজ এখনই সময় এই লুটেরাদের বিরুদ্ধে সোচ্চার হবার। আসুন জম্মদিনের এই ক্ষনেসরকারকে জানাই আমাদের অধিকার হরনের ইতিহাস। আসুন তার কাছে ইনসাফ চাই। আসুন আওয়াজ তুলি ফিরিয়ে দাও আর টিভি। (যে কোন সরকারি সাইটে বা ফেসবুক পেইজে ঢুকে যেকোন ইমেজের মন্তব্যে আর,টিভি ফিরিয়ে দেবার পক্ষে লিখুন)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

বিদেশ পাগলা বলেছেন: প্রিয় ভাইয়া , দুঃখ জনক যে সকলে তেলো মাথায় তেল ঢালে আর রুক্ষ মাথায় ভাঙ্গে বেল । স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াদা করেছেন যে এবার ---- যুব কর্মসংস্থান সোসাইটি (যুবকের) এর কিছু টাকা হলেও ফেরত দিবেন । কোথায় তার ওয়াদা ? ৩টি কমিশন হলো কিন্তু তার ফলাফল কি ? সরকার ব্যর্থতার পরিচয় দিয়াছে চাটার দল দালালদের জন্য । বরং ---যুবকের কর্মকর্তাদের দায়িত্ব দিলেও মনে হয় বর্তমান অবস্থার চাইতে ভালো করতে পারতো । অথবা ---যুবকের অনুমোদন সম্পুর্ণ রুপে দিয়ে সরকারী প্রশাসক নিয়োগ দিয়ে অন্তত জনস্বার্থে প্রতিষ্ঠান চালু রাখতে পারতো ।
সকল মাছে গু খায় শুধু ঘাড়ো মাছের দোষ হয় । দূর্নীতি বাংলাদেশে কোথায় হয় না ? দেখাতে পারবেন ? যতো দোষ নন্দ ঘোষের ! দয়া করে আমার লিখা ----“ দেশের জাতীয় স্বার্থে পুনবাসন দরকার ” দেখুন ।
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.