![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।
খাদিজা তুমি ক্ষমা করো গো……….। আজকের জমানায় বিচার পাইতা না গো।
সরকারী ছাত্র সংগঠন বইলা কথা। হেগ লগে পারতা না গো। হেরা যাই করুক ।
পুত পবিত্র ছাওয়াল। ওরে সন্ত্রাসি কওন যাইব না গো। জাতীয় প্রেমিক কওন লাগব গো।
জাফার ইকবার স্যার এর সার্টিফিকেট এরাতো মিসগাইডেড। এদের শাস্তি অন্যায়। এরপর আর কি কওনের থাকে গো বইন। এরা সবাই আরবের খোরমা খেজুর হইয়া গেছেগো। তাগো কি দুষ হইতে পারে গো। আহারে কি দরদ হেগো লাইগা………………তুমি কোপ খাইলা তোমার লাইগা দুইডা আহ অুহও করলনা গো।
কে কয় বদরুল সন্ত্রাসী
ওতো জাতীয় প্রেমিক
অমন ভাল ছাওয়াল ডারে
করিস কেন ধিক ধিক?
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫১
চাঁদগাজী বলেছেন:
ছাত্রলীগ ভয়ংকর, এতে ভুল নেই; মানুষকে নিজ অবস্হান থেকে ছাত্র রাজনীতিতে বাধা দিতে হবে।
আপনি কোনটাতে, পকেটে রগ-কাটার যন্ত্র নিয়ে হাঁটেন?