![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।
এ যেন চোরের হাটবাজার
ব্যংক কেলেংকারি, রিজার্ভ চুরি
আরো চাউল চুরির কারবার
এ যেন চোরের হাট বাজার।
এক চোরায় কয় আরেক চোরারে
এই টাইমে কেউ কি চুরি করে?
নিজে করল ব্যাংক ডাকাতি
পরকে বলে বারংবার।
এতো দেখি চোরের হাট বাজার।
চোরে চোরে কোলাকুলি
জনতায় পায় খালি থলি।
আবার চেয়ারম্যনারা বলে, বড় চোরা
চুরির গুদামেে চাউলের পাহার
এ যেন চোরের হাট বাজার।
২| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৭
নেওয়াজ আলি বলেছেন:
৩| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: চালদের ক্ষমা করে দেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৫
সাইন বোর্ড বলেছেন: রেকর্ড কবে হচ্ছে ? প্যারোডি হলেও দারুণ জমবে মনে হচ্ছে ।