![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।
কবর পুরের যাত্রী সবাই
আগে পরে রওনা
কে আগে কে পরে?
চৌকাধের পালকি চরে,
নাইয়র যাবে ভাবো না।
কবর পুরের টিকেট দিবে
টিকেট মাষ্টার একজনা
ধনী গরিব বাদশা ফকির
ওলি আল্লাহ বুজর্গ পীড়
আজরাঈল কাউকে ছারবেনা।
কবর পুরে খালী হাতে
কেউ যেন যেওনা
সাওয়ালের জবাব নিও
ইমান আমলে সেজে যেও
কাফন শুধুই নিওনা।
কবর পুরের যাত্রী ওগো
সত্যি ভুলে থেকনা
কবর আযাব ভয়ংকর
সাপ বিচ্ছুর আঁধার ঘর
কে কিভাবে আপ্যায়িত ?
কেউ জানেনা।
কবর পুরের যাত্রী তুমি
নামাজ রোজা ছের না
যাকাত কর
হজ্ব কর
ইমান ছাড়া মরনা।
কবর পুরে যাত্রী ও ভাই
নবীর পথে এসো না
গোমরাহী বেদাতি হয়ে
হালাল বলে হারাম খেয়ে
উদর পূর্ন করনা ।
কবর পুরের যাত্রী শোন
আল্লহ স্মরনে মজনা
ধমনীর তন্ত্রে তন্ত্রে
গেঁথে নাও হৃদয় যন্ত্রে
লা শরিক আল্লাহ বন্দনা।
২| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবচে চরম সত্য মৃত্যু
আর তাকেই সবচে বেশী এড়িয়ে চলে মানুষ!
মৃত্যুকে স্মরণ রাখলে দূর্নীতি হতো না। মন্দ কাজ করতো না।
কিন্তু এটাকে ভুলতেই তাই সাজায় কত আয়োজন! মানুষ কি বোকা!!!!
৩| ২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: কবিতা দারুন হয়েছে।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৬
নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দ বুনন ।