নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিকতা যার মধ্যে আছে সেই আল্লাহকে পায়

আতা স্বপন

আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।

আতা স্বপন › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরের নাই ঈশ্বর

১৮ ই মে, ২০২০ রাত ১১:১১

সৃষ্টি আছে স্রষ্টা নাই।
বলে শুধু নাস্তিক রাই।
কোন সূত্রে বলে
পাওয়ার ছারা বল যন্ত্র খানা চলে।

বিজ্ঞান এ অজ্ঞান
নাস্তিক রাই শুধু
গাছ ছারা ফল খায়
আরো খায় কদু।।

তাই ডোন্ড মাইন্ড
নাস্তিকরা ব্লাইন্ড।

স্রষ্টা ওদের এমন করেছে
আমাদের কি ক্ষমতা আছে।

ওদের আস্তিক করি
তারাও আসবে পথে,
আগে যাক মরি।

আস্তিক মরলে যদি,
জান যায় সব ভুল
তাতে তার কি ক্ষতি হল,
বল রে বেভুল।

নাস্তিক মরার পরে
কিতাবের কথা দেখে সত্য
তার কি উপায় হবে
ভাব আল্লাহর ভৃত্য।

নাস্তিক নিয়ে ভাবার
আছি কি কোন দরকার

নাই তো,
নাই নাই নাই
তাকে জানাই আস,
বাই বাই বাই।

আপন মত নিয়ে
ডুবুক ঘোলা পানি খেয়ে।

বলার কথা বলছি তাই
আমরা সবাই আস্তিক ভাই

নাস্তিকতা ভাবনায়,
মরনে নাস্তিক ধরা খেল
নরকের কিট, মরে নরকে
কি এল গেল।।

বিশ্বাস ইমান
নৈতিকতার ছোয়া
রিতিনিতি রসম নিয়মে
সাজিয়েছে দুনিয়া

আজ যদি বিয়ে না হয়
তুমি কুকুর সমান
মায়ের বোনের খালা চাচীর
কেউ কি পেত মান?

সুন্দর স্রষ্টা
সুন্দর নিয়মে
গড়েছেন বিশ্ব
থেক না আর ভ্রমে।

ঈশ্বর বলেছে
তার নেই ঈশ্বর
তিনি আদি অকৃতিম
একমাত্র মহা শক্তিধর।

একথা নাস্তিকে
যতই তুমি বল
অন্ধ মুখ বধির সে
কি করে ভাবলে,নাস্তিক তা মেনে নিল।

ছিলা গালা
লোক তারা
তাদের ভাবনায়
লেগেছ কারা


নাস্তিকতায় বরকত
এগুলোও খোদার দান
যাতে তাদের ক্রিয়াকর্মে
তারা থাকে পেরেসান্

ধার্মিক রাই সুখি
এটাই হল সত্য
ঈশ্বর আছেন থাকবেন সদা
এটাই সুখের পথ্য।








মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২০ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২| ১৮ ই মে, ২০২০ রাত ১১:৪১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুন্দর লিখেছেন।সমস্ত সৃষ্টির একজন স্রষ্টা আছে।স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে না।এই নিয়মেরও ব্যাতিক্রম আছে।আল্লাহকে সৃষ্টি করেছেন আল্লাহ নিজে।

১৯ শে মে, ২০২০ রাত ১২:৫৪

আতা স্বপন বলেছেন: এটা কিতাবে নাই যে স্রষ্টা সৃষ্ট। কাজেই আদী থেকেই আছেন। তাকে কেউই সৃস্টি করেনি।

৩| ১৯ শে মে, ২০২০ রাত ১২:১৬

অজ্ঞতা বিরোধী এসিড বলেছেন: ঈশ্বরবাদ আপনি ছড়াতেই পারেন কিন্তু "ডোন্ট মাইন্ড, নাস্তিক ব্লাইন্ড" কথাটি কি অফেন্ডিং হয়ে যাচ্ছে না?

১৯ শে মে, ২০২০ রাত ১২:৫১

আতা স্বপন বলেছেন: নাস্তিক ব্লাইন্ড কথাটি নাস্তিকদের গায়ে লাগার কথা না কারণ তারা আস্তিকদের কাথাকে তো কোন পাত্তাই দেন না। এখন তাদের কে আস্তিকরা যাই বলুক কি আসে তাদের। আস্তিকের সংখ্যাই জগতে বেশী। কাজেই ঈশ্বরবাদ ছড়ানোর কিছু নাই। এটা নিয়া আলোচনা পর্যালোচনার বিষয়। নাস্তিকতা নাস্তিকরা ছড়াচ্ছে। কারণ তারা সংখ্যায় খুবই নগন্য। তাদের দল ভারী কারা প্রয়োজন আছে। আস্তিকদের নাই।

৪| ১৯ শে মে, ২০২০ রাত ১:৩৭

সুপারডুপার বলেছেন:



ভাই,

রাবেয়া বসরীর একটি কবিতা 'Reality' - র কয়েকটা লাইন বলি ,

In love, nothing exists between heart and heart.
Speech is born out of longing,
True description from the real taste.
The one who tastes, knows;
the one who explains, lies.
How can you describe the true form of Something


আস্তিকতা লজিক্যালি ঈশ্বরের ঈশ্বর বা ঈশ্বরের নাই ঈশ্বর , এইগুলো কনসেপ্টে বোঝা সম্ভব না। এটি একান্ত গভীর গভীর অনুভূতির ব্যাপার। ভালো থাকবেন।
=========================================================================
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন-এই অপূর্ব ছন্দে একাত্ন হয়ে সুখ-সাফল্যের পথে এগিয়ে যাবেন এই শুভকামনা করি।

১৯ শে মে, ২০২০ সকাল ১০:৫৪

আতা স্বপন বলেছেন: এটা একদম সত্য যে লজিক দিয়ে আস্তিক হতে হলে বিশ্বাসের কি দরকার?
বিশ্বাস মানেই হল যুক্তির উদ্ধে উঠে ধারন করা।
যে যৌক্তিক ভাবে প্রমান করা যায় তাতে বিশ্বাস করা করা কিছুই নাই সেটা এমনিতেই বাস্তব।

৫| ১৯ শে মে, ২০২০ রাত ৩:৩১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আদীটারও আদী আছে

১৯ শে মে, ২০২০ সকাল ১০:৩০

আতা স্বপন বলেছেন: আমরা যদি ঈশ্বরকে আমাদের লব্ধ জ্ঞান দিয়ে বিচার করি এমনটা মনে হতেই পারে। কিন্তু সত্য হলে ই্শ্বর তার এ সংক্রান্ত জ্ঞান আমাদের দেন নাই। তাই এখানে আমাদের বিবেক হ্যাং হয়ে যায়। হ্যাং নিয়ে গুতগুতির ফল মাথাই নষ্ট। তাই যেখানে বুদ্ধি হ্যাং হবে সেটা এরিয়ে যাই।

৬| ১৯ শে মে, ২০২০ রাত ৩:৪৮

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দ বুনন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.