নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে মনে গল্পকার। যখন আমি কোনো কিছুই করি না, তখনো একটা কাজ সব সময় করতে থাকি। মনে মনে গল্প লিখতে থাকি।

অনন্ত আরফাত

অনন্ত আরফাত › বিস্তারিত পোস্টঃ

গন্তব্য

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৪০



খুব মন খারাপ হলে একা একা নদীর কাছে যাই
রাত দশটা-এগারোটা পর্যন্ত অভয়মিত্র ঘাটে বসে
থাকি। নদীরও কি কোনো বেদনা থাকে মানুষের
মতো? (থাকে সম্ভবত। হু হু একটা আওয়াজ সব
সময় ছাপিয়ে উঠে প্রতিটি নদীর বুকে, নদীগুলো
কেবল ব্যথাময় একটা জীবন কাটিয়ে দিলো নাকি?)

মাঝে মাঝে নৌকায় চড়া হয়। ঘন্টায় তিনশ করে
দাম-দর করে নৌকায় উঠি, নৌকাওয়ালা জোয়ারের
দিকে নৌকা ছেড়ে দেয়। গল্প করে, নিজের গল্প, নদীর
গল্প। সাধারণত নৌকাওয়ালা, রিকশাওয়ালাদের
শরীরে হাজার হাজার গল্প জমা থাকে। শুধু ঘামহীন
মানুষের শরীরে কোন গল্প জমা নাই। শুধুমাত্র উষ্ণতা
আর শরীরের গল্প নিয়ে একটা জীবন কাটালো তারা।

মাঝে মাঝে বাতিঘরে যাই, বইয়ের সমুদ্রে গিয়ে বসে
থাকি কিছুক্ষণ। কতো শত বই কেনা হয়নি এখনো…
আবুল হাসান সমগ্রটা এখনো টেবিলে বড় বড় চোখ
করে তাকিয়ে থাকে না। আব্দুল্লাহ আবু সায়ীদের
নতুন কয়টা যেন খন্ড আসলো? ( বইয়ের জন্য কি
মানুষের শরীরে বেদনা হওয়া মানায়? বই কিনতে না
পেরে কেউ কি কোনোদিন আত্মহত্যা করেছিলো?)

মাঝে মাঝে একা একা রাস্তায় হাঁটতে থাকি, জ্যামের
ফাঁকে ফাঁকে পা গলিয়ে শহরের এ-মাথা ও-মাথা...
ভোঁস করে কেউ বাইক ছুটিয়ে যায়, রিকশাওয়ালা হেইত
হোইত করে, হেঁটে হেঁটে ক্লান্তি এলে বাসায় ফিরে আসি।

মাঝে মাঝে খুব গভীর বেদনা হলে তোমার কাছে যাই।

তোমার কাছে গেলে মনে হয় নদীতে গেলেই ভালো
হতো। নৌকায় চড়তে চড়তে মনে হয় নদীর চেয়ে নারী
ভালো। তোমার কাছে গেলে মনে হয়, তারচেয়ে বইয়ের
সমদ্রে ডুব দিলে ভালো হতো। বইয়ের পাতা খুলে মনে
হয়, এই প্রতিটা লাইনের পেছনে কোন না কোন নারীর
বড় বড় চোখ, দীর্ঘ পাতা তোলে বড় বড় করে তাকিয়ে
আছে। আমি সব ছেড়েছুঁড়ে তোমার কাছে ফিরে আসি।

মাঝে মাঝে খুব গভীর বেদনা হলে তোমার কাছে যাই…

২৯ শে নভেম্বর, '১৬। অঘ্রানের রাত।
চট্টগ্রাম।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ২:২৭

শাহিন বিন রফিক বলেছেন:


প্রকৃতির মাঝে যাওয়া ভাল, প্রকৃতিপ্রেম মানুষের মনে প্রশান্তি দেয়। জীবন নামক এই চলন্ত ট্রেনে মাঝে মধ্যে একটু বিশ্রাম নিতে হয় তাহলে ট্রেন আবার ফুল স্পীডে চলে। আর প্রকৃতির দিতে সেই কাঙ্খিত বিশ্রামের নির্মল পরিবেশ।

২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৭

অনন্ত আরফাত বলেছেন: হা ভাই।

২| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের রাস্তায় তো হেঁটেও শান্তি নাই।
ধূলাবালি, ফুটপাত দখল।

২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৮

অনন্ত আরফাত বলেছেন: হা ভাই।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫০

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৩

অনন্ত আরফাত বলেছেন: ধন্যবাদ জানবেন।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬

এস সুলতানা বলেছেন: প্রকৃতির মাঝে যাওয়া ভাল, প্রকৃত প্রেম মনে প্রশান্তি এনে দেয়।মন খারাপ হলে আমিও ছুটে যাই নদীর কাছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪

অনন্ত আরফাত বলেছেন: বাহ! ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.