নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে মনে গল্পকার। যখন আমি কোনো কিছুই করি না, তখনো একটা কাজ সব সময় করতে থাকি। মনে মনে গল্প লিখতে থাকি।

অনন্ত আরফাত

অনন্ত আরফাত › বিস্তারিত পোস্টঃ

প্রণয়িনী অথবা ভুলের লিরিক

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ১০:০৫


সাড়ে ছয়দিন পর শহরে ফিরে দেখি
প্রেমিকা ঘুমাতে গেছে সিডাটিভ
খেয়ে, প্রেমিকাদের মনগুলো ও’রকম...

একশ বছর প্রণয়িনীর চোখের দিকে
তাকিয়ে থাকবার পর চোখ ফেরালেই
দেখবেন, ভুল হয়ে গেছে। প্রেমিকাদের
চোখে আজকাল সবকিছু নিপাট ভুল।

একটা সুন্দর ভুল গলাধঃকরণ করে
আমরা পথ চলছি প্রতিনিয়ত...

পৃথিবীর সবচাইতে সুন্দর ভুল- প্রণয়িনী!

আমরা প্রেমিকার বুকে হাত রেখে ভুল
করি। ঠোঁটে, শরীরে, আমরা প্রেমিকার
সমুদ্রে স্নান করে ভুল করি। পুরুষেরা
আজন্মকাল ধরে ভুল করে আসছে
নারীর শরীরে স্নান করে। প্রণয়িনীর
চোখের দিকে তাকিয়ে থাকলে প্রতিটা
পুরুষের ভুল হয়ে যায়, খুব ভুল হয়ে যায়।

সাড়ে ছয়দিন পর শহরে ফিরে দেখি
ভুল হয়ে গেছে। খুব ভুল হয়ে গেছে…


৪ জানুয়ারি, ’১৬। পৌষের রাত।
চট্টগ্রাম।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: প্রথম ছবিটা এমন কেন? একজনের কাঁধে উঠে চুমু খেতে হবে কেন?

আর নিচের ছবিটা! মেয়েটা কাঁদছে। কারন চুমু টুমু খেয়ে ছেলে চলে গেছে।
কাজেই বিয়ের আগে চুমু টুমু ভীষন অন্যায়।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ১০:১৪

অনন্ত আরফাত বলেছেন: ধরুন, আমি ভিন্নভাবে ব্যাখ্যা করলাম। প্রেমে আনন্দ, বেদনা, ভালোবাসাবাসি সব আছে।

২| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৭

নার্গিস জামান বলেছেন: খুব খুব সুন্দর :)

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৬

অনন্ত আরফাত বলেছেন: ভালোবাসা জানবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.