নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে মনে গল্পকার। যখন আমি কোনো কিছুই করি না, তখনো একটা কাজ সব সময় করতে থাকি। মনে মনে গল্প লিখতে থাকি।

অনন্ত আরফাত

অনন্ত আরফাত › বিস্তারিত পোস্টঃ

বিয়ান বেলা

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৪


বাড়িত তাইলে বিয়ান বেলা আর ঘুম যাইন্নফারি!

ফজরর আজান দিবার আগে আগে আব্বা উড়ি
যাগই, খুক খুক গরি হাঁসে, গলা খাকারি দেয়…

“অ ফুয়াইন, “ওড়ো, ওড়ো। নামাজর সময় অই
গিয়ই বাবা।” আব্বা তাহাজ্জুদ পইড়ত বইয়ে, আঁরা
ঘুম যাই। আজান দে। আব্বা আবার আস্তে আস্তে
ডাকে, “অ ফুয়াইন ওড়ো, ওড়ো বাবা। আজান দি
ফেলায়ে।” আঁরা তহনো ফঁস ফঁস গরি ঘুমাই--

আব্বা ফজরর নামজ পরি আইয়ে, আঁরা তহনো
ঘুম যাই। আব্বা বিড়বিড় গরে। “কুত্তার বাইচ্চা
অক্কল এহনো ঘুমত্তোন ন ওড়ে?” আঁরা তহনো
ঘুম যাই। “নবাবর বাইচ্চা অক্কল, এত নবাবজাদা
অইয়েদে, অম্মারেম্মা।” আঁরা কুটকুট গরি আঁসি!

আঁরা ঘুমত্তোন উইটতে উইটতে আব্বা একবার
ক্ষেতিত তুন ঘুরি আয় যাগই। মিড়া হদু শাক আর
হদুর ফুল তুলি আনে, আম্মা বারান্দাত বই বই ফুল
বাছে। আঁরা উড়ি। ব্রাশ গরি। আব্বা চিঁয়ারত বই
বই আবার বিড়বিড় গরে। “উইটতে নবাব্জাদা…”

আম্মা মুখ ঝামটা মারে। “বেশি নমাইত্তো তো,
এত ক্যান মাতো? ন মাতি তাইন ন পারো?”
আব্বা আর মাতিন ন পারে। আঁরা ফাইকর
গুরাত বই বই দাঁত মাজি আর কুটকুট গরি
আঁসি। আব্বা শার্ট ফরে, আম্মাত্তুন টিঁয়া লই
বাজারত যায়। আম্মায় আঁরারে বকাঝগা গরে!
আঁরা আঁসি। মিচকায় মিচকায় আঁসি…

মাঝেমাঝে আইজকাল আর আঁসিন্নফারি! যদি
হনদিন আব্বা আর ফজরত ডাক ন মারে?

০১ ফেব্রুয়ারি, ’২০। মাঘের রাত।
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২১

কবি হাফেজ আহমেদ বলেছেন: পড়ে ভালো লাগলো তবে এটি কোন অঞ্চলের ভাষা?

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৫

অনন্ত আরফাত বলেছেন: ভালোবাসা জানবেন ভাই। এইটা চট্টগ্রামের ভাষা।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সুন্দর তবে ভাষা বুঝতে সমস্যা হচ্ছে ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৫

অনন্ত আরফাত বলেছেন: ভালোবাসা জানবেন ভাই। চট্টগ্রামের ভাষা না জানলে এইটা বুঝতে সমস্যা হবে।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: চিটাগাং এর ভাষায় কবিতা।
খাশা হয়েছে। অনেক দিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো।

শুভেচ্ছা আপনাকে।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৮

নিভৃতা বলেছেন: শেষে লাইনগুলো কী বুঝাচ্ছে?
"আজকাল আর মাঝেমাঝে হাসতে পারি না। যদি কোনদিন ফজরের সময় বাবা আর ডাক না দেয়।" এমনটা কী?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.