নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে মনে গল্পকার। যখন আমি কোনো কিছুই করি না, তখনো একটা কাজ সব সময় করতে থাকি। মনে মনে গল্প লিখতে থাকি।

অনন্ত আরফাত

অনন্ত আরফাত › বিস্তারিত পোস্টঃ

আমি এমন-ই

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১৮


আমি তবুও কোনো একটা ছুতা চাই
এমন একটা সহজ ছুতা--ধরো বললাম,
শহরে করোনা এসেছে। এইসব তো
তুমিও জানো--আমি জানি, তবুও--
আমি তো অন্য কোনো কথা নিয়া
তোমার কাছে যাওয়ার সুযোগ পাই না।

আমাকে তাই সকালের নাস্তার মতন
একটা সহজ বিষয় ধরতে হয়। জানি
বিরক্ত হও, তবুও, আমার তো আর
অন্য কোন দ্বিতীয় গন্তব্য নাই। তবুও
আমি কয়েকটা বিব্রত আঙুল নিয়া
আরো বেশি বিব্রত তোমার কয়েকটা
আঙুলের কাছে যাই। তুমি বিরক্ত হও।

মাস্ক পরবার কথা কয়েকবার বলি--
আরো কয়েকবার। তুমিও জানো, এই
উপদ্রবের দিনে এইসব সেইফটি না
মানলে চলে না। হয়তো পরোও, তবুও
আমি আরো কয়বার জোর দিয়ে বলি--

কথা বাড়াবার মতন অন্য কোন কথা
আমি খুঁজে পাই না। আমি এমন-ই!

০৯ মার্চ, ’২০। ফাগুনের দুপুর।
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।

৩| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
করোনাকে ধরোনা
অকালে মরোনা।

৪| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

৫| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৯

নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর লেখনী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.