নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে মনে গল্পকার। যখন আমি কোনো কিছুই করি না, তখনো একটা কাজ সব সময় করতে থাকি। মনে মনে গল্প লিখতে থাকি।

অনন্ত আরফাত

অনন্ত আরফাত › বিস্তারিত পোস্টঃ

অগতি

১১ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৪


মাঝে মাঝে আমার আসলে কোথাও যাওয়ার থাকে না
এমনকি নিজের কাছেও--

তোমার কাছে যাবো বলে একদিন নিজেকেও ছেড়ে
আসছি! সেইসব অনেক পুরাতন কথা। তবুও, নিজেকে
নিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত থেকে আরো ক্লান্ততর হয়ে
যখন ঘরে ফিরবার ইচ্ছা হয়—তখনো কোথাও আমি
ফিরবার অনুমতি পাই না। এমনকি নিজের কাছেও--

আমাকে ঠাঁই দেবে, এই রকম কেউ কেউ হয়তো
কোথাও ছিলো, কিংবা হয়তো কোথাও কোথাও কেউ
এখনো আছে—তবুও, আমার চোখগুলা তোমাদের
পাড়ায় হারায়া গেছে। একজন অন্ধ মানুষের পথ হেঁটে
হেঁটে আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি না।

মাঝে মাঝে আমার আসলে কোথাও যাওয়ার থাকে না
এমনকিও নিজের কাছেও--

১১ মার্চ, ’২০। ফাগুনের সকাল
মিরপুর, ঢাকা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

২| ১১ ই মার্চ, ২০২০ দুপুর ২:১১

নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.