নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হিসাবে আমি তেমন একটা ভাল না, কিন্তু সব সময় আমি আামার বাহির পৃথিবীকে দেখাতে চাই আমি খুব ভাল মানুষ।

ধুমেকতু২

মানুষ হিসাবে আমি তেমন একটা ভাল না, কিন্তু সব সময় আমি আামার বাহির পৃথিবীকে দেখাতে চাই আমি খুব ভাল মানুষ।

ধুমেকতু২ › বিস্তারিত পোস্টঃ

ভিজা মন

০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৬


শুভ শুভ সকাল ময়ানা পাখির কথা,
ভিজে গেছে খালি পা শিশির ভেজা পাতা।

ছেড়েছে আকাশ রাতের তাঁরা সূর্যের ভয়ে ভয়ে,
সন্ধ্যা হলে আসবে আবার আলোর ঝলক নিয়ে।

চুপো চুপো ভিজাগাছ, ফুল ফোটে বাতাসে,
উঁচু নিচু বালু পথ বৃষ্টি একেছে রেখাশে।

ছোট্ট শিশু হেঁটে যায় পায়ের ছাপ থেকে যায়।
একটি পাখি কুহু গায় ব্যাঙ্গ করে শিশু তায়।

রাঙ্গা ফড়িং ধরতে হবে শিশু হাঁটে ভীরু পায়,
দুষ্ট মেঘ পিছু ডাকে জল হবে মাঠে আয়।

অচেনাতে অগমন, কেমনে দেখি এ-ভুবন,
ভিজামন উচাটন তাড়া করে সারাক্ষন।
জসিম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.