নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হিসাবে আমি তেমন একটা ভাল না, কিন্তু সব সময় আমি আামার বাহির পৃথিবীকে দেখাতে চাই আমি খুব ভাল মানুষ।

ধুমেকতু২

মানুষ হিসাবে আমি তেমন একটা ভাল না, কিন্তু সব সময় আমি আামার বাহির পৃথিবীকে দেখাতে চাই আমি খুব ভাল মানুষ।

ধুমেকতু২ › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাচ্ছি!!

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২৬

আমি নীল আকাশের নিচে সঙ্গিহীন একা পাখি,
ভেসে যাচ্ছি অবিরত কোন অজানাতে।
মনে হয় হারিয়ে যাচ্ছি কোন অসীম শূন্যতায়,
না! আমার দিকে ধেয়ে আসছে কোন অপূর্ণতা।
কেউ আমাকে ডাকছে হাত নাড়িয়ে অস্পষ্টভাবে,
না! আমি কাউকে খুজে ফিরছি আবছায়াতে।
আমার এ অসীম শূন্যতার চারিদিক থেকে ভেসে আসছে শুধু্e অস্পষ্ট কলধ্বনি, এবং তা মুখোর করে রেখেছে আমায়, যার জন্য আমার এ পথ চলা।...............................
......নিত্যান্ত একা পাখি যখন ক্লান্ত, নুয়ে পড়েছে তার অস্থির দুটি পাখা।
নীলকন্ঠের এক সরু ধ্বনি বিঁধে যাচ্ছে বুকের মাঝে !
বারেবার থেকে অজস্রবার।
কাকে খুজছো এ মহাশূন্যে?????
উন্মাদ তুমি সকাল সাঝে।
চেয়ে দেখ সে যে তোমার বুকের মাঝে!!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ২:২৩

***মহারাজ*** বলেছেন: কবিতা ভাল লাগা ।

২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৩

ধুমেকতু২ বলেছেন: ধন্যবাদ, মহারাজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.