নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু না

অশুভ

নাথিং

অশুভ › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো চিন্তা

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০১

ভার্সিটির শুরুর দিকে কোনো এক রাতে হলের ছাদে বসে ধোয়ায় চোখ লাল করে ভাইডি একবার বলেছিল, "বুঝলি ছোটোভাই মানুষের বয়ষ বাড়ে মনে, শরীরে না। যখন দেখবি তোর ধুসর রঙের টি-শার্ট আর রংচটা জিন্স ছাইড়া চকচকে স্যুট টাই পড়তে ইচ্ছা করতাছে, তখন বুঝবি তুই বুড়া হইতাছস।"

ধোয়ার টানে টানে ঘোরের মধ্যে ভাইডির কথাগুলো অমৃত বাণী মনে হয়। ভাইডি আরো বলেছিল "এখন তোর কোনো সীমারেখা নাই। স্কাই ইজ দ্যা লিমিট। যখন তুই এত্তবড় আকাশ বাদ দিয়া চাদের দিকে হাত বাড়াবি, তখন বুঝবি তোরে বার্ধক্ষ্য ধরছে। আশেপাশের তারাগুলো ঝাপসা হইয়া যাবে। নিজস্ব আলোহীন চাদের কাছে দূরের নক্ষত্রগুলা পাইনসা মনে হবে। শরীরে বার্ধক্ষ্য আসলেও মনে ঢুকতে দিস না।"
আমি ছাদে শুয়ে শুয়ে তারা গুনি আর ভাইডির কথা ভাবি। বিড়িতে সুখটান দিয়া ভাবি আহা এইতো জীবন।

ভাইডি, এখন আমার সারাদিন স্যুট পরতে হয়। টি-শার্ট পড়া হয় না। আকাশ বাদ দিয়ে চাদকে লিমিট বানিয়ে ফেলেছি। বিড়ি টানি অভ্যাসের বসে, সুখটান দেইনা। আমার মনে বার্ধক্ষ্য ঢুকছে, ভাইডি। যে আমার বেডের চারপাশে হাজার বিড়ির টুকরা পরে থাকত, এখন সেই আমি আমার মেয়ের ছড়ানো ছিটানো বিস্কিট আর চিপ্সের প্যাকেট দেখলে নাক সিটকাই। আমারে ছাইরঙা টিশার্ট আর রংচটা জিন্স দাও। চল আবার ছাদে বসে চোখ লাল করি। বিড়িতে সুখটান দিয়া বলি আহা এইতো জীবন।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: এইতো জীবন।

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯

অশুভ বলেছেন: জী ভাই। এইতো জীবন। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

২| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১১

বিজন রয় বলেছেন: চার বছর পর পোস্ট করলেন!!!!

মনে হয় স্যুট-টাই ছেড়েছেন!!

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৬

অশুভ বলেছেন: না বিজন দা। স্যুট-টাই ছাড়ি নাই। এখন আরো বেশি বেশি পড়তে হয়। :(

অনেক লেখা মাথায় আসে। কিন্তু লেখার সময় হয়ে উঠে না। আজ মনটা বড়ই উদাস, তাই যা মনে আসল লিখে ফেললাম। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: গাজায় টান দিলে এমনই ভাব আসে মনের মধ্যে।

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮

অশুভ বলেছেন: ঠিক বলেছেন রাজীব ভাই। গাজায় টান দিলে এমনই ভাব আসে। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। :)

৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: কি করবেন? সবাই সিস্টেমের শিকার। বড় ভাইয়ের খবর কি?

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

অশুভ বলেছেন: হুম সিস্টেমের শিকার। বড় ভাই থাকে কানাডায়। স্যুট-টাই পড়ে অফিস করে। :)

৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫০

কালীদাস বলেছেন: লেখাটা ভাল্লাগ্ছে /:) বেদানা :((

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৯

অশুভ বলেছেন: বেদনা। :(
মন্তব্যের জন্য ধন্যবাদ কালীদাস ভাই।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

মনিরা সুলতানা বলেছেন: বার্ধক্য সত্যি ই মনে ।
লেখায় ভালোলাগা।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১২

অশুভ বলেছেন: ধন্যবাদ আপু। :)

৭| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১০

সাহাদাত উদরাজী বলেছেন: কোথায় আছেন, লিখুন।

২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৫

অশুভ বলেছেন: আছি ভাই দেশেই। লেখালেখিটা কেন যেন পুরোপুরি রপ্ত করতে পারি নাই। তাই নিয়মিত লেখা হয় না। তবে আমি নিরব পাঠক। :)

৮| ২৪ শে জুন, ২০২০ সকাল ১১:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: ভাল্লাগছে

২৪ শে জুন, ২০২০ দুপুর ১:০৩

অশুভ বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.