![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
For further: f/auspicious.praise
(এ পর্যন্ত করা আপডেটগুলো মূল পোষ্টে সন্নিবেশিত করা হয়েছে)
--------------- Preface: --------------
সামুতে ব্লগার সংখ্যা লক্ষাধিক। তাদের ৯৯.৯৯% ই সাধারন মানুষ।
এই সাধারন মানুষ কারা জানেন? আপনার বাড়ির সামনে দিয়ে যে মধ্যবয়স্ক লোকটি প্রতিদিন কাঁধে টিফিন বক্স নিয়ে অফিসে নিচু মাথায় হেটে যান সে। আর কে জানেন? আপনার বাসার নিচের ফ্ল্যাটে যে নারী তার শিক্ষা,ক্যারিয়ার, আকাশ ছোঁয়ার স্বপ্ন সব নিজ সংসারের জন্য বিলিয়ে দিয়েছেন সে। এখানে আরো আছে আপনার পাড়ার মেসের ছেলেটি যে তার কষ্টের কথা কখনো মা বাবাকে বলে না। আমেরিকায় থাকা ছাত্রটি টেলিফোনে বলে না সেখানকার বাঙ্গালি মধ্যবিত্ত ছাত্রের বাস্তবতা, কিংবা মধ্যপ্রাচ্যের শ্রমিকটি তার গ্রামে ফেলে আসা বউকে বলেনা তার হাড় ভাঙ্গা পরিশ্রমের কথা।
তারা কোথায় কথা বলে জানেন? এই ব্লগে। এখানে কর্মজীবী সেই মানুষটি বাসায় ফিরে লুঙ্গি পড়ে ছোট মেয়েটিকে কোলে নিয়েই ব্লগ লিখতে বসে যান। ভাঙ্গা ভাঙ্গা হাতে কীবোর্ডে আঙ্গুল চালিয়ে আপনমনে জীবন লেখে যান। প্রবাস জীবনে সময় মানে যেখানে ডলার বা রিয়াল, তবু সেই ছাত্রটি বা শ্রমিকটি অর্থের উপরে নিজের মন আর বিবেককে স্থান দেন, সময় বাঁচিয়ে ভাবনার প্রকাশ ঘটান এই ব্লগে। বাংলার পথে পথে বেড়িয়ে আসা তরুণটি ঘরে ফিরে বিশ্রাম না নিয়েই লিখতে থাকেন বাংলা মায়ের গল্প, যেন আমরা সবাই দেশকে নিয়ে গর্বিত হই।
ফ্ল্যাটের সেই নারীর ভিতরের মানুষ বেচে থাকে ব্লগে। এখানে তিনি সাধারন ডাল ভর্তার রেসিপি থেকে শুরু করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে পর্যন্ত লিখে ফেলেন, আলোড়িত করে দেন সবাইকে । ব্লগে কোন নারী তার রুপ দিয়ে নয়, মনের আলো দিয়ে চারদিক আলোকিত করেন। এখানে চল্লিশরধ নারীরাও আপন দ্যুতিতে তরুণদের যে শ্রদ্ধা ও ভালোবাসা পান তা দেখে যেকোনো তরুণী মডেল হিংসায় জ্বলবে। এখানে অফিসের বস না হয়েও একজন প্রবীণ ব্লগার আকুণ্ঠ সম্মান পান । গ্রামের ছেলেটি তার টেকি পোস্ট নিয়ে পাল্লা দেন শহরের ছেলের সাথে। মফস্বলের গৃহবধূ সবাইকে চমকৃত করেন সংসার নিয়ে তার বুদ্ধিদিপ্ত টিপস দিয়ে!
somewhereinblog টিও কিন্তু একজন নারীর হাতে গড়া!
সাধারন মানুষ কখনো সমাবেশে বক্তব্য দিতে পারেন না। সাংবাদিক সম্মেলন করেন না। টিভির টক শোতে তাদের জায়গা হয় না। একজন সাধারন মানুষের পরামর্শ কখনো পত্রিকায় হেডলাইন হয়না। তার গল্প কবিতা পৌছায় না কোন পাবলিশারের কাছে। কিন্তু তার সব আবেগ স্থান পায় এই ব্লগে। তার বিবেক লক্ষ বিবেকের সাথে যূথবদ্ধ হয় এই ব্লগে।
তাদের লেখা পড়তে পড়তে একজন যুবক সিগারেট ধরাবার কথা ভুলে যায়। সাইবার ক্যাফেতে পর্ণ দেখতে আসা কিশোরটি ব্লগে এসে হারিয়ে যায় জ্ঞ্যানের রাজ্যে।
আসুন সম্মান করি এই ব্লগারদের। গল্প কবিতা থেকে শুরু করে ঘরের সুচ থেকে মঙ্গল গ্রহের রকেট, কিংবা হর্তা-কর্তাদের হাড়ির খবর সবই এখানে তারা শেয়ার করেন। টাকার বিনিময়ে না, স্বার্থের বিনিময়ে না, বরং মনের তাগিদে ভালোবাসা ছড়াতে তারা এখানে আসেন। তারা দিনের পর দিন ধরে একটা লেখা লিখেন, পোষ্টের পর অনেক পরিশ্রমের সে লেখা হয়তো অন্য লেখার ভিড়ে ১ ঘণ্টাতেই হারিয়ে যায়। তবু তাদের তৃপ্তি কখনো কমে না।
এই ব্লগারদের কেউ না কেউ এই মুহূর্তে আপনার আশে পাশেই আছেই। চেনার দরকার নেই।তার জন্য আপনি চোখ বন্ধ করুন, বুকে হাত রেখে মন থেকে বলুন, “ অনেক অনেক ধন্যবাদ, শুভ কামনা ” .....
☀ ----------------☀ ♣ ☀ ---------------☀
মোট ২৯ অধ্যায়ে সংকলনগুলোকে ভাগ করা হয়েছেঃ
মুক্তিযুদ্ধ , গল্প, কবিতা , গান, চলচিত্র, গেম, মিথ, ভ্রমন, রেসিপি, টেকি, বিনোদন , রম্য, ছবিব্লগ, ফটোগ্রাফি, স্বাস্থ্য ও মেডিক্যাল টিপস, নারী, নাস্তিকতা , ডেস্টিনি , প্রয়োজনীয় ওয়েবসাইট , লুল ১৮++ , উচ্চশিক্ষা, সমকামিতা , ধাঁধা , জানা অজানা, ইন্টারনেট থেকে আয়, লগারদের নিজেদের চয়েস, সালতামামি , অনান্য........
৮৮জন (and continuing.....) ব্লগারের পোষ্টের লিঙ্ক refer করা হয়েছেঃ
মামুন রশিদ ,শায়মা, সিটিজি৪বিডি , দুঃস্বপ্০০৭,ডোরা রহমান,ইমরাজ কবির মুন,ইখতামিন , স্বাধীন বিদ্রোহী, ~স্বপ্নজয়~, আমি ময়ূরাক্ষী ,আমি বন্য ,বিদ্রোহী ভৃগু, না পারভীন, ডিজিটাল মুবিন , জ্বিনের বাদশা,মুকুল,টি. জাহান চৌধুরী,অবাধ্য সৈনিক , পুশকিন , তাসনুভা সাখাওয়াত বিথি , ইমন জুবায়ের ,কিরিটি রায়, শর্বরী-শর্মী , ফারজুল আরেফিন , পটল , অণুজীব , বাবুনি সুপ্তি , িনদাল , নাঈম আহমেদ আকাশ , সাইকোপ্যাথ্ , রেভোল্যুশন ব্ল্যাক , দিপ , নূর-ই-আল-মামুন , জাফর সািদক রুমী ,কবির চৌধুরী, ইসানুর , প্লিওসিন অথবা গ্লসিয়ার , সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,রেজওয়ান মাহবুব তানিম , অনু পম , আমি তুমি আমরা , স্বর্ণলতা , গেমার বয় , কাউন্সেলর , ফিউশন ফাইভ ,আকাশদেখি, আরজুপনি , শ।মসীর ,শের শায়রী, তন্ময় ফেরদৌস , নীল-দর্পণ , বাবুনি সুপ্তি , কাউসার রুশো , ব্রিগেড সিক্সটিন , সবাক , সাগর , ঝিনেদা , স্বপ্নবাজ অভি , দ্বিখণ্ডিত মগজ , সোহাগ সকাল , রেজোওয়ানা , কি নাম দিব , ইষ্টিকুটুম , অপ্সরা , অপু তানভীর , বাচাল মানব , কুঁড়ের বাদশা , তুষার আহাসান , চুয়েট পেইন , নিশাচর ছেলে , আসিফ মুভি পাগলা , তাশফী , নিলআকাশেরদুঃখ ,সাইফ সামির, এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা , শায়েরী , মহামহোপাধ্যায় , নাফিস ইফতেখার ,কাঙাল মামা, আরিফুল হোসেন তুহিন , ইরফান আহমেদ বর্ষণ , চিলে কোঠার সেপাই , নাজির ............... আপডেট চলবে।
☀ ---------------------------☀ ইমন জুবায়ের ☀ ---------------------------☀
প্রথমেই বলব ইমন জুবায়ের স্যার এর কথা। উনি নিজেই একটি স্বতন্ত্র কালেকশন। আমরা সবাই ব্লগের মেম্বার, কিন্তু উনি নিজেই ছিলেন একটি ব্লগ। উনার ১৫০০ পোস্টের মাঝে কি ছিলনা আমি নিজেই জানিনা, এখনও দেখা শেষ হয়নি।
ইমন জুবায়ের করেছিলেন ২৭ টিরও বেশী ক্যাটাগরির পোস্ট!
উনার পোস্ট নিয়ে কি আপনি অগোছালো হয়ে যাচ্ছেন?
তাহলে দেখে নিন অপু তানভীর এর
ইমন জুবায়ের স্মৃতি লাইব্রেরী ! (ইমন ভাইয়ের সব লেখার সংকলন, সাথে তার প্রিয় পোষ্ট, শেষ কমান্ট এবং তাকে নিয়ে লেখা অন্যান্য ব্লগারদের পোষ্ট) ........ ইমন জুবায়ের এর সব এবং উনাকে নিয়ে অন্য ব্লগারদের সবকিছু আপনি এখানে সাজানো গোছানো পেয়ে যাবেন।
এছাড়া এর আরেক সংকলন প্রিয় ইমন ভাইকে নিয়ে লেখা !! (আমার ও অন্য সকলের) ........... এখানে ইমন জুবায়ের ভাইকে নিয়ে অন্য ব্লগারদের দেয়া সব শ্রদ্ধাঞ্জলি একসাথে পেয়ে যাবেন।
☀ ---------------------------☀ গল্প☀ ---------------------------☀
♣ হাউকাউ পার্টি রেজোওয়ানার - ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন..........
♣ কি নাম দিব র এই পোস্টটা মোটেও হাবিজাবি নয় - একটি রাজকন্যার গল্প এবং সামুর রূপকথার গল্পের সংকলন (আপডেট হয়েছে, হচ্ছে, হবে)
♣ সৌখিন শিল্পী ইষ্টিকুটুম এর ভুবন থেকে নিলাম এই - গল্প সংকলন
♣ গল্পপ্রেমীদের জন্য নাঈম আহমেদ আকাশ এর মতে - সামহোয়ার ইন ব্লগের সেরা ৫০ টি গল্প
♣ সোহাগ সকাল - সামুতে আমার ৫০ টি প্রিয় গল্প (একটি গল্প সংকলন মূলক পোষ্ট)
♣ ভালা পুলা অপু তানভীর এর চোখে ঠোটে গালে লেগে থাকা
প্রিয় গল্প গুলি !! ।
এই পোস্টের সবগুলো গল্পের লিঙ্কের সাথেই মাইক্রো রিভিউ দেয়া, আমার খুব পছন্দের পোস্ট এটি।
তার আরেক পোস্টঃ
আমার লেখা গল্প যত...... । আর কি চাই! এখানে তার নিজের লেখা ৩০৪ টি গল্প সব একসাথে।অপু তানভীর এর প্রতি শুভ কামনা।
♣ অপ্সরার অপরবাস্তব-৪ এর জন্য ব্লগারদের লেখা মনোনয়নের আহবান
এবং
♣ আরজুপনি আপুর ♣ব্লগারদের বই অপরবাস্তব- ৭ এর জন্যে লেখা আহবান।♣ কমেন্টে প্রচুর গল্পের লিঙ্ক এভেইলেবল।
বিশেষ আকর্ষণঃ
♣ মামুন রশিদ স্বপ্ন দেখতে ভালবাসেন। তার গল্প সংকলনের এপিক পোস্ট - সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মহিমান্বিত মে-১৩ , রিমঝিম জুন'১৩ , শ্রাবণধারায় জুলাই'১৩ , এবং আশিস বহি আগস্ট'১৩
এবং ৪৫ জন গল্পকারের ৫৬টি গল্প নিয়ে
শরৎ শুভ্র সেপ্টেম্বার'১৩ ।
এবং চলছে, চলবে.........
☀ ---------------------------☀ মিথ☀ ---------------------------☀
মহামহোপাধ্যায় - গ্রীক পুরাণ সমগ্রঃ সামহ্যোয়ার ইন ব্লগের গ্রীক মিথ সংকলন
☀ ---------------------------☀কবিতা☀ ---------------------------☀
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার বাংলা সাহিত্যের প্রিয় কবিদের প্রিয় কবিতা নিয়ে পোষ্ট গুলোর সংকলন
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই - ব্লগীয় কবিতা সমগ্র
ব্রিগেড সিক্সটিন - ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা
বিশেষ আকর্ষণঃ
স্বপ্নবাজ অভি -
একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন জুন -২০১৩ , জুলাই -২০১৩ , আগষ্ট -২০১৩
সেপ্টেম্বর-২০১৩ সেপ্টেম্বর মাসে পোস্ট হওয়া সামুর ১১৭ টি কবিতা পাবেন এখানে।
♣♩ ♪ ♩ ♪ ♫ ♬ ♭♩ ♪ ♫ ♬ ♭ ♣ - গান -♣ ♩ ♪ ♫ ♬ ♭ ♩ ♪ ♫ ♪ ♫ ♬ ♭♣
প্লিওসিন অথবা গ্লসিয়ার - সামহোয়ারইন ব্লগের গানের (মেটাল) ৫০ টি পোস্ট নিয়ে সংকলন পোস্ট পর্ব-১
বিশেষ আকর্ষণঃ
লালন এর জীবন, দর্শন ও গানের লিঙ্কস নিয়ে -
কবির চৌধুরীর ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠
শায়মার ফকির লালন শাহ- অচিন পাখি আর সেই অচিন মানুষ
সিরাজ সাঁই এর দুটি পোস্ট -
ফরিদা পারভিন - লালন গীতি সঙ্কলন
কিরণ চন্দ্র রায় - লালন ফকিরের গান
☀ ---------------------------☀ রেসিপিঃ☀ ---------------------------☀
নীল-দর্পণ - নিলু'স কালেকশন; এক্সক্লুসিভলি ওনলি ওন রান্নাবান্না & খাওন-দাওন
বাবুনি সুপ্তি -
[link|http://ec2-50-16-211-83.compute-1.amazonaws.com/blog/s_shupty/29181269|সামুর সব রেসিপি পোস্ট [আপডেট * ~ ৫ ~ *]]
☀ ---------------------------☀ মুভি☀ ---------------------------☀
দিপ - [link|http://www.somewhereinblog.net/blog/dipmama007/29444595|!!!মুভি বিষয়ভিত্তিক পোষ্ট সংকলন!!! ~~ আপডেটিত~~
[
দ্বিপ
]]
কাউসার রুশো - চলচ্চিত্র বিষয়ক আমার যত পোস্ট
রেস্টে থাকা নিশাচর ছেলের নিজের দেয়া [link|http://www.somewhereinblog.net/blog/moindu44/29183631|আমার দেয়া যত মুভির রিভিউ পোস্ট [ ডাউনলোড লিঙ্ক সহ ]]
মামুন রশিদ এর বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । (সংকলন) ।
অনেকেই চলচিত্র নিয়ে পোস্ট দিয়ে থাকেন, তবে বেশিভাগ ক্ষেত্রে তা হয় হলিউড/ ইউরোপিয়ান/ ইরানিয়ান মুভি নিয়ে সিরিয়াস রিভিউ। বাংলা সিনেমা নিয়ে মুভি রিভিউ খুব একটা হয়না; হলেও যা হয় তা ফান পোস্ট।
মামুন রশিদ বাংলাদেশের চলচিত্র সম্পদ্গুলো নিয়ে লিখেছেন, বাংলাদেশী চলচিত্র নিয়ে গর্ব করার ও জানার সুযোগ দিয়েছেন, তাকে ধন্যবাদ।
বিশেষ আকর্ষণঃ
৫০০র উপর লিঙ্কস এম্বেডেড করা এই পোষ্টে কি নেই! সিনেমা নিয়ে মাস্টার্স কোর্সের কারিকুলাম হিসেবে এই পোস্টটাই যথেষ্ট! কোন এলিয়েন যদি পৃথিবীতে আসে তবে ফিল্ম চেনাতে তাকে এই পোস্টটা গিফট করলেই চলবে!
ঢালিউড, বলিউড , হলিউড থেকে শুরু করে ইউরোপ, ইরান, সাউথ ইন্ডিয়ান ( তেলেগু + তামিল ) মুভি ক্রিটিকস/ রিভিউ/ ডাউনলোড লিঙ্ক; কমেডি/মাথা নষ্ট করা /অনুপ্রেরনা সৃষ্টিকারি /শকিং/মাসুদ রানার বই অবলম্বনে/গাঁজাখোরদের নিয়া/ যুদ্ধবিষয়ক/শুভ শক্তির পরাজয়/শিশুদের নিয়ে/গা শিউরানো/প্রতিশোধের মুভি/ ১৮+/সিরিয়াল কিলার/ এ্যানিমেশন/ বাবা নিয়ে/ স্নাইপার / রোমান্টিক/ কমেডি / সায়েন্স ফিকশন etc etc etc etc আরও আরও কত কত টাইপ্স যে আছে আপনি নিজেই এক্সপ্লোর করুন ইরফান আহমেদ বর্ষণ এর
বুকমার্ককৃত কয়েকটি মুভি বিষয়ক পোস্ট
☀ ---------------------------☀ রম্য ও বিনোদন☀ ---------------------------☀
রেভোল্যুশন ব্ল্যাক - সামু ব্লগের সর্বকালের সেরা ৯০টি রম্য পোস্ট সংকলন
শর্বরী-শর্মী - সাম হয়্যার ইন ব্লগ-এর বিনোদন সমগ্র! (এক পোস্ট হতে সবগুলো বিখ্যাত লেখার লিংক সংগ্রহ করুন)
সাগর ঝিনেদা - রম্য এবং ফানপ্রেমীদের জন্য এক সাথে ৬১টি ফান এবং রম্য পোষ্টের লিংক ( রস+আলো,ভিমরুল.ঠাট্রা,বিচ্চু,ঘোড়ার ড়িম,থেরাপী, প্যাচআআল)
চিলে কোঠার সেপাইর সৃষ্টি সুখের উল্লাসেব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ??
☀ ---------------------------☀ ১৮+ নিয়ে☀ ---------------------------☀
- তাশফীর লুল ব্লগ পুষ্ট সমগ্র ( ১৮+ কঠিনভাবে,কারণ সবগুলোই ১৮+ পুষ্ট)
ইরফান আহমেদ বর্ষণ এর ১৮++ সমগ্র
☀ ---------------------------☀ ভ্রমন ☀ ---------------------------☀
জোছনা রাতের মুগ্ধ নয়ন রেজোওয়ানার পোস্ট ~প্রিয় যাযাবরদের ভ্রমন পোস্ট সংকলন~
বেড়িয়ে আসতে পারেন বাংলাদেশের আনাচে কানাচে। প্রস্তুতি নেয়া থেকে শুরু করে বাংলাদেশের ৩৫ টিরও বেশী লোকেশনের সব ধরনের সাজেশন পাবেন সাজিদ ঢাকা'র ভ্রমণ পোস্ট সংকলন এ। সাজিদকে উনার ভ্রমন গল্পগুলোর জন্য ধন্যবাদ।
এছাড়া দ্বিখণ্ডিত মগজ এর যৌথ প্রযোজনা - বাংলাদেশ ভ্রমণ এনসাইক্লোপিডিয়া
এবং
শ।মসীর এর বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট )
☀ ---------------------------☀ উচ্চশিক্ষা ☀ ---------------------------☀
আসিফ মুভি পাগলার - বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সকল পোস্ট একত্র করার চেষ্টা
পুশকিন এর
আমার প্রিয়তে রাখা উচ্চ শিক্ষা বিষয়ক সকল পোষ্টের সংকলন ----- এই পোষ্টে বিশ্বের ২১ টি দেশের উচ্চশিক্ষা থেকে শুরু করে টিপস্, GRE, IELTS , TOEFL , থিসিস/এসাইনমেন্ট, ক্যারিয়ার , বিসিএস etc ক্যাটাগরিতে মোট ১৮৯ টি লিঙ্কস দেয়া আছে, সত্যিই অনেক পরিশ্রম করে করা পোস্ট যা অনেকের কাজে আসবে।
অবাধ্য সৈনিক এর ### শিক্ষা বিষয়ক সকল পোস্টের সংকলন ###
☀ ---------------------------☀ ছবিব্লগঃ ☀ ---------------------------☀
ছবিব্লগ আমার খুব পছন্দের। দুর্লভ ইতিহাস থেকে অসাধারন নেচার, পেইন্টিং বা আজব কোন হাসির দৃশ্য; ছবিব্লগের আকর্ষণ সামুতে সবসময় ছিল।তাই আমার বুকমার্ক থেকে এই পোষ্টে উল্লেখ করলাম ছবিব্লগ নিয়ে কুঁড়ের বাদশার খাটুনী পোস্ট শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে ,
☀ ---------------------------☀ ফটোগ্রাফিঃ☀ ---------------------------☀
সাইকোপ্যাথ্ - ফটোগ্রাফি রিলেটেড সকল পোস্টের কালেকশন (সাপ্তাহিক আপডেটেড)
টি. জাহান চৌধুরীর মে,২০১০ এ পোস্ট করা ডিজিটাল ক্যামেরা ও ফটোগ্রাফি বিষয়ক পোস্টগুলোর সংকলন ।
এছাড়া আরজুপনি আপুর ♣বিবর্তন : আশা জাগানিয়া ফটোগ্রাফি♣ এর নিচের দিকে ফটোগ্রাফি নিয়ে কিছু শিক্ষণীয় পোস্ট /ব্লগের লিঙ্ক দেয়া আছে।
☀---------------------------☀ মিথঃ ☀ ---------------------------☀
মহামহোপাধ্যায় এর গ্রীক পুরাণ সমগ্রঃ সামহ্যোয়ার ইন ব্লগের গ্রীক মিথ সংকলন
☀-------------------☀ স্বাস্থ্য ও মেডিক্যাল টিপসঃ ☀------------☀
কাউন্সেলর - স্বাস্থ্য/ চিকিৎসা/ এইডস/ মনোবিজ্ঞান/ কাউন্সেলিং/ ধুমপান সংশ্লিষ্ট পোস্টগুলির সংকলণ
বিশেষ আকর্ষণঃ
ডায়েটিশিয়ানের ডায়েরি থেকে........
ডোরা রহমান এর ব্লগ।
☀------------☀---------------☀ নারীদের নিয়ে ☀-----------☀---------☀
পটল - সামহোয়্যারইন ব্লগে ''নারী বিষয়ক পোস্ট'' সংকলন A 2 Z: ২০১১
☀---------------------------☀ টেকি ☀------------------------------☀
রবিন মিলফোর্ড - সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন
ইসানুর - সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!! :-*
♣ -----♣ -------♣ ---------♣ অন্যান্য ♣ -----♣ -------♣ ---------♣
রামপাল নিয়ে - বিদ্রোহী ভৃগুর রামপাল নিয়ে যত পোষ্ট....।
কিরিটি রায় এর
টিপাইমূখ বাধ সংকলিত লিংক সমূহ টিপাইমুখ নিয়ে ৯২ টি পোস্টের লিঙ্ক পাবেন এখানে। কখনো আমরা লিখেছি টিপাইমুখ নিয়ে, কখনো আমরা লিখছি সুন্দরবন নিয়ে, সামনে কি নিয়ে লিখব কে জানে.....
নাস্তিকতা নিয়ে - স্বর্ণলতা র নাস্তানাবুদ নাস্তিকতা : নাস্তিকতার অসারতা প্রমাণকারী ব্লগ পোষ্ট সঙ্কলন
সমকামিতা নিয়ে - অনু পম এর সমকামিতার পক্ষে বিপক্ষে লেখা কিছু বাংলা ব্লগ
রহস্য নিয়ে - শের শায়রীর
বিভিন্ন ব্লগারের শের শায়রীর প্রিয় কিছু রহস্যময় পোষ্ট লিঙ্ক সহ। রহস্যের দুনিয়ায় স্বাগতম
হাজার রকম জানা অজানার জন্য - শায়েরীর আসেন সামুর সব Informative পোস্টগুলা একত্র করি
ধাঁধাপাগলাদের জন্য - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর ধাঁধাপাগলাদের জন্য পোস্ট
ইন্টারনেটে আয় নিয়ে - নিলআকাশেরদুঃখর সকল ব্লগারের ব্লগের লিংক (বিষয় :ইন্টারনেটে আয় )
ডেস্টিনি নিয়ে - নূর-ই-আল-মামুন এর ডেস্টিনি-ধোলাই সমগ্র ..... (রিপোস্ট এবং আপডেট) / /
/
/
অতি জরুরী ওয়েবসাইট লিঙ্কস নিয়ে - জাফর সািদক রুমীর ওয়েবসাইটচন্দ্র লিংকসাগর : কিছু অতি জরুরী ওয়েবসাইট , না জানলে পস্তাবেন
পারসোনাল বুকমার্ক নিয়ে - নাফিস ইফতেখার এর ভাবলাম পিসির বুকমার্কগুলো ব্লগে শেয়ার করি (১ম পর্ব)
(২য় ও শেষ পর্ব)
ফারাক্কা বাধ নিয়ে - বাংলাদেশ, জাতি, ভাষা, ধর্ম নিয়ে গর্বিত কবির চৌধুরীর "ফারাক্কা বাধ" - সামুতে লেখা পোস্ট সংকলন
সবাকের - আমার শিবির বিষয়ক যত পোস্ট
গেমঃ গেমার বয় - !!!...গেম বিষয়ক পোষ্টসমূহের সংকলন ...!!!
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার সময় অমর করা দুটি পোস্টঃ
গণজাগরণের গান, চরমপত্র, গণস্বাক্ষর, ডকুমেন্টারি, পিটিশান, ওয়েবসাইট, ছবি ইত্যাদি
আন্দোলন চলছে জেলা ও উপজেলায়, দেশে ও পরবাসে,অনলাইনে ও অফলাইনে, সীমানা চিনিনা, আছি শাহবাগে
সিটিজি৪বিডি এর ۞۞ পোষ্ট সংকলনঃ বিয়ের আগে ও বিয়ের পরে (দাম্পত্য জীবন) ۞۞
♣ -----♣ -------♣ ---------♣ সংকলনঃ ♣ -----♣ -------♣ ---------♣
তন্ময় ফেরদৌস এর সংকলনের মেগাপোস্ট !!!
আরজুপনির চমৎকার সংকলন কালেকশন পোস্ট - সামহোয়্যারইন ব্লগের সংকলন পোস্টের সংকলন- প্রিয় পোস্ট
ফারজুল আরেফিন এর প্রায় দেড় হাজার পোস্ট লিঙ্ক নিয়ে তৈরী যে ব্লগীয় পাঠাগার!
আরও দেখতে পারেনঃ
আসিফ মুভি পাগলা ভাইয়ের ব্লগের ইতিহাসে সর্বাধিক পঠিত পোস্ট কোনটা?
ইখতামিন এর
♣ ফিরে দেখাঃ নির্বাচিত পোস্ট সংকলন ♣
♣৩১শে জানুয়ারী, ২০১৩♣
♣ ১১ই ফেব্রুয়ারী, ২০১৩ ♣
♣ ১৩ ও ১৪ই ফেব্রুয়ারী, ২০১৩ ♣
তাসনুভা সাখাওয়াত বিথির সামহোয়্যার ইন এ আগষ্ট মাসে প্রকাশিত ফিচার সমুহের সংকলন
জ্বিনের বাদশার জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
জ্বিনের বাদশারসামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি?
♣ -----♣ -------♣ ---------♣ ব্লগারদের নিজেদের পছন্দ♣ -----♣ -------♣ ---------♣
সিটিজি৪বিডি এর আমার ব্লগ বাড়ী (প্রিয় পোষ্ট সমুহের তালিকা)
বাংলা ও বাংলাদেশ প্রেমিক নাজির থেকে আমার যত প্রিয় পোষ্টদেখেনতো এর মধ্যে কোন পোষ্ট আপনার কাজে লাগে কিনা
ডিজিটাল মুবিন এর জানুয়ারি, ২০১১ রাত ২:৩৩ এ পোস্ট করা (১৪ ই মার্চ, ২০১২ রাত ১:৪০ পর্যন্ত আপডেটিত) -
প্রিয় পোষ্টগুলোর লিংক সব এক যায়গাতে (ক্যাটাগরি সহ)
অণুজীব - ভুল করে যে পোস্ট গুলো পড়ে ফেলেছিলাম বলে আজ সামহয়্যার ব্লগিং করছি -প্রিয় পোস্ট সমগ্র-৫০ তম পোস্ট
তুষার আহাসান - প্রিয় ১০০ পোস্ট
িনদাল - যে পোস্ট গুলো পড়লে সামুর ফ্যান হয়ে যাবেন/আমার ব্লগ শেলফ/এপিক পোস্ট
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই - আমার ফেভারিট করা পোস্টগুলো এখানে একত্র করলাম, কুইক রেফারেন্সের জন্য
আকাশদেখির আমার শোকেজে সাজানো ব্লগ গুলো...
মৌনমুখর বেলায় রেজওয়ান মাহবুব তানিম এর আমার যত ভাল লাগা : ব্লগে প্রিয় পোস্টগুলো
না পারভীন এর আলাদা ধরনের প্রিয় পোস্ট গুলো ; সেই সাথে সবাইকে ঈদ মোবারক ( ঈদ পোস্ট )
উনার এই পোষ্টে লিঙ্কস কম, কিন্তু প্রত্যেকটি সংকলনের রিভিউ খুব যত্ন করে দেয়া।
কাঙাল মামার কাঙাল মামার শোকেসে যেসব পোস্ট ছিলো
চুয়েট পেইন - আমার প্রিয় পোস্টসমূহ (একত্রে ৩য় পর্ব )
আমি তুমি আমরা - সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত পোস্ট কোনগুলো??? আসুন দেখি।
মুকুল এর আমার প্রিয় পোস্টের লিঙ্ক।
বুনোমানুষ তন্ময় ফেরদৌস এর আজব কারখানা থেকে আমার প্রিয় ব্লগারগণ...
ইমরাজ কবির মুন এর সামহোয়্যার ইন...ব্লগ এ পড়া আমার পছন্দের ১১টি পোস্ট
বিশেষ আকর্ষণঃ
শায়মার ~~~~যে লেখাগুলি পড়ে আমি তাদের ফ্যান হয়েছিলাম~~~~
♣ -----♣ -------♣ ---------♣সালতামামি♣ -----♣ -------♣ ---------♣
ব্রিগেড সিক্সটিন - ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি?
ফিউশন ফাইভ এর ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত...
ফিউশন ফাইভ এর
ফিরে দেখা ২০১১ : সামহোয়্যারইন ব্লগে সবচেয়ে বেশি পঠিত ১০০ লেখা
ফিউশন ফাইভ এর
ফিরে দেখা ২০১১ : সামহোয়্যারইন ব্লগে সর্বাধিক মন্তব্য পাওয়া ১০২ পোস্ট
ফিউশন ফাইভ -
ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত...
আরজুপনি -
সামুতে ভালো পোস্টের খোঁজে যারা হতাশ বিশেষ করে তাদের জন্যে-জুন ২০১২ সংকলন
বাচাল মানব -
ফিরে দেখা সামহোয়ার ইন ব্লগের বর্ষসেরা ক্যাচাল পোস্টসমূহ, ক্যাচালনামা-২০১২
এছাড়া সাইফ সামির এর
☀ ফিরে দেখা ২০১২: ৫৭টি পোস্টের সংকলন ☀
২০১৩ সাল নিয়ে দুঃস্বপ্০০৭ এরঃ
সামহোয়্যারইনে ২০১৩ সালে সর্বাধিক মন্তব্য পাওয়া ৫০জন ব্লগার ও সার্বাধিকবার পঠিত ৫৩টি পোস্ট
এক নজরে দেখে নিন ২০১৩ সালে সামুর ৫০ জন নারী ব্লগারকে যারা প্রাপ্ত মন্তব্যের উপর ভিত্তি করে এগিয়ে আছেন
আমার সংকলন পোস্টঃ
♥প্রেম-বিয়ে, প্রেমিক প্রেমিকা , জামাই-বউ , ডেট- দাম্পত্য জীবন♥এ কমপ্লিট প্যাকেজ অব লাভ♥
♣ সামু পিডিয়া / BlogPedia ♣ অস্পিসাস প্রেইস ♣ somewhereinblog ♣ A Complete Course ♣ যা দরকার সব পাবেন♣
সবাইকে ধন্যবাদ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩২
অস্পিসাস প্রেইস বলেছেন: ইমরাজ কবির মুন, আপনাকে ধন্যবাদ। এর আগেও আমি একটি একাউন্ট খুলেছিলাম। পাসওয়ার্ড জটিলতায় দ্বিতীয়বার লগ ইন করতে পারিনি। সেই একাউন্টেও আপনি প্রথম কমেন্ট করেছিলেন।
হ্যাঁ, আমি এখনও ওয়াচে।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪
খাটাস বলেছেন: বাপ্রে অনেক কষ্ট করেছন। নেন প্রতম পিলাচ দিয়ে পোস্ট প্রিয়তে রাখলাম। সামু শীঘ্রই একজন দায়িত্বশীল ব্লগারের সাথে সবাই কে পরিচয় করিয়ে দেবে- এই কামনা।
ভাল থাকবেন প্রেইস ভাই/ বোন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাংকস বস। শুভ কামনার জন্য কৃতজ্ঞতা।
আমি আপনি একই লিঙ্গের।
বাই দ্যা ওয়ে, পিলাচ দেয়া আর প্রিয়তে নেয়া কি একই জিনিস কিনা কাইন্ডলি জানাবেন। আমি নতুন, এখনও অনেক কিছুই জানিনা।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯
মহামহোপাধ্যায় বলেছেন: অনেক পরিশ্রম করেছেন। আমি একটা সংকলন করে বুঝেছি এটা কত পরিশ্রমের কাজ এবং আর দ্বিতীয়টা করার ইচ্ছে নাই।
যাই হোক বেশি করে অন্যদের ব্লগ ভিজিট করুন। ভালো লেখা পড়ুন। সুযোগ থাকলে আপনার মতামত জানান। আর নিজের মৌলিক কিছু ব্লগে দেবার চেষ্টা করুন। আপনার ব্লগের সময় গুলো আনন্দময় হোক এই কামনা করছি। ভালো থাকুন।
শুভ ব্লগিং
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাংকস মহান শিক্ষকদের শিক্ষক 'মহামহোপাধ্যায়', আন্তরিক পরামর্শের জন্য। আপনার 'গ্রীক পুরাণ সমগ্রঃ সামহ্যোয়ার ইন ব্লগের গ্রীক মিথ সংকলন' আমার নেশা ধরিয়েছিল।
ব্লগ মানেই নিজের কথা/ নিজের ডায়েরি। নিজের কিছু অবশ্যই লিখব। তবে জোর করে নয়। আপাতত সেফ হবার অপেক্ষায়।
সাথে থাকবেন, শুভকামনা।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০১
সেলিম আনোয়ার বলেছেন: কষ্টে কেষ্ট মেলে। আপনার কেষ্ট লাভ হোক।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১০
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাংকস সেলিম আনোয়ার ভাই। আপনার নিরস জীবন অনেক অনেক সরসভাবে কাটুক , আমার শুভ কামনা।
এটা আপনার জন্য
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
অর্থনীতিবিদ বলেছেন: কেউ যদি সামহোয়্যারইন ব্লগ সম্পর্কে জানতে চায় যে এখানে কারা ব্লগিং করে, তাদের লিখিত ব্লগ সমূহ কেমন তাহলে আপনার এই একটি মাত্র পোস্ট পড়েই তাদের ধারনা এসে যাবে। আপনার এই পোস্টটি দেখেই বুঝতে পারা যায় এর পিছনে কী পরিশ্রমটাই না দিয়েছেন। আপনার এই কষ্ট সার্থক হোক এই কামনা করছি। আপনার একটি মন্তব্যে দেখলাম এখনো ওয়াচে আছেন। জেনারেল হবার পরে এই পোস্টটি দয়া করে আরেকবার রিপোস্ট করবেন। আপনার জন্য শুভকামনা রইল।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাঙ্ক ইউ ভেরি মাচ বস। আপনাকেও শুভ কামনা। যদি পসিবল হয় তো কাইন্ডলি আমার এই পোস্ট টা আপনার ব্লগে প্রমোট করবেন (একটু বেশিই বোধহয় চেয়ে ফেললাম) একা একা খুব বেশী একটা ভাল্লাগছেনা।
এটা আপনার জন্য
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২
শায়মা বলেছেন: বাপরে!!!
এ দেখি সকল সংকলন পোস্টদের নানা, দাদা, চাচা, মামা, খালা, ফুপু, মামী, খালু, চাচী,ফুপা , খালাতো, মামাতো চাচাতো ফুফাতো ভাই বোন নাতি পুতি সব নিয়ে এসেছো ভাইয়া!!!!!!!!!!!!!!!
এত কঠিক কাজ করলে কি করে!!!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাংকস শায়মামনি। তুই একটা বদ্ধ পাগল, অহংকারী, ইগোর পাহাড়, সর্বনাশী, উন্মাদিনী, লক্ষীছাড়া//যখন আমার রাগ হলো, ইচ্ছে হলো দুহাত দিয়ে দেই টিপে তার গলা.......এমন ঝগড়াটে চিন্তা করলি কি করে!!
এটা তোর জন্য (আই মিন আপনার জন্য)
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৩
অর্থনীতিবিদ বলেছেন: আপনার মতো একজন পরিশ্রমী ব্লগারকে সাহায্য করতে পারলে ভাল লাগবে আশা করি। তাই আপনার পোস্টটিকে আমি আমার ব্লগে প্রমোট করলাম। আশা করি সবাই এর গুরুত্ব বুঝতে পারবে।
Click This Link
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২
অস্পিসাস প্রেইস বলেছেন: আমি সিমপ্লি কৃতজ্ঞ। আপনার দেয়া প্রমোটের সম্মানে ফুটপ্রিন্ট দেয়া অফ করলাম। অশেষ শুভ কামনা।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৪
খাটাস বলেছেন: প্লাস হচ্ছে ভাল লাগা জানানো, আর প্রিয় হচ্ছে পোস্ট এর বেক্তিগত সংগ্রহাগার।
আশা করি বুঝতে পেরেছেন। গুড লাক।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাংকস বস। শুভ কামনা
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
মামুন রশিদ বলেছেন: শুধু কষ্ট করেই এরকম পোস্ট লেখা যায় না । আপনি এমন কিছু পোস্ট দিয়েছেন যা এখনকার ব্লগারদের জানার কথা নয় । ব্লগের ইতিহাস আপনি খুব ভাল জানেন । আমার মত আগ্রহী ব্লগারের জন্য ফিদা পোস্ট ।
আমার পোস্টও এখানে আছে, তাই 'সন্কলন সমগ্র' নিঃসন্দেহে স্বচ্ছ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের
এরকম একটা পোস্টের জন্য লাইনে দাড়াতে রাজি আছি । সরাসরি প্রিয়তে
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাঙ্কস মামুন রশিদ ভাই। হ্যাঁ , আমি সামুর বেশ পুরোন রিডার। ইমরানের পোস্ট থেকে শুরু করে কস্কি মমিন, উত্তম ঝাঁঝাঁ, মিথিলা স্ক্যান্ডাল পার হয়ে ডিস্কো বান্দর বা এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা পর্যন্ত অনেক কিছুই জানি। মাঝখানে আপত্তিজনক সময় ( নাস্তিকতা / ছাগু ইত্যাদি টানাপড়েন) চলার সময় সরে আসি, অনেক ভাল ভাল ব্লগার এবং রিডাররাও তাই করেন।
আমি যে বেশকজন পুরোন ব্লগারের (যারা কয়েক বছর ধরে অফ আছেন) লিঙ্কস দিয়েছি তা খেয়াল করায় শুভ কামনা।
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭
মামুন রশিদ বলেছেন: এটা দেখতে পারেন,
১ম পর্ব, ২য় পর্ব, শেষ পর্ব ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার এই পোস্টগুলো আমার আগেই দেখা। কিন্তু পোস্ট ৩ টি আলাদা, একসাথে আপনার কোন পোষ্টে সঙ্কলিত নেই। তাই অনেক ইচ্ছা থাকলেও এখনও লিঙ্কস দেইনি। আমি এই পোষ্টে শুধু সংকলনগুলো দিতে চাচ্ছিলাম।
অনেকেই চলচিত্র নিয়ে পোস্ট দিয়ে থাকেন, তবে তা হয় হলিউড বা ইউরোপিয়ান এমনকি ইরানিয়ান মুভি নিয়ে সিরিয়াস রিভিউ নয়ত বাংলা সিনেমা নিয়ে ফান পোস্ট।
আপনি একজন বাংলাদেশী এবং বাংলাদেশের মুভি নিয়ে পসিটিভ কিছু লিখেছেন/ গর্ব করার-জানার সুযোগ দিয়েছেন, pls take my respect।
আপনি কি কাইন্ডলি আপনার এই তিন পোস্ট এর লিঙ্ক একটি নতুন পোস্টে একসাথে উল্লেখ করে দিবেন ( যেমন টাইটেলটা হতে পারে - 'আমার দেয়া বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । ৩ পর্ব একসাথে।') ? আমি খুব খুশী হবো।
না দিলেও প্রবলেম নেই। দুই/ তিন দিন আপনার সংকলন পোস্টের জন্য অপেক্ষা করব। তারপর এত ভাল পোস্টগুলো অবশ্যই আপলোড করে দিব। শুভ কামনা রইল।
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০
মামুন রশিদ বলেছেন: এখানে আছে
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
অস্পিসাস প্রেইস বলেছেন: সুপার। এখানে দেখুন কোন ত্রুটি খুজে পেলে নির্দ্বিধায় জানাবেন। ব্লগ বড় হচ্ছে, ভুল-ত্রুটি শুরু হলো বলে!
লিঙ্কটা রেফার করার জন্য ধন্যবাদ। আমি inspired! চেষ্টা করছি বাংলাদেশকে নিয়ে গর্ব করার মত আরও কিছু সংকলন পোষ্টে এড করার।
শুভকামনা
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৬
ইমরাজ কবির মুন বলেছেন:
এপিক হওয়ার পথে ||
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
অস্পিসাস প্রেইস বলেছেন: ধন্যবাদ বন্ধু , সাথে থাকার জন্য। শুভ কামনা।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২
অস্পিসাস প্রেইস বলেছেন: অর্থনীতিবিদ এর প্রতি আবারো কৃতজ্ঞতা। আমার পোস্টকে উনার ব্লগে প্রমোট করার জন্য নয়, আমার পোস্ট প্রমোট করে একটি সহজ-সরল , চমৎকার ও উদার মানসিকতার উদাহরন দেয়ার জন্য।
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অসাধারণ সংকলন...............
অনেক পরিশ্রম করেছেন.......অবশ্যই প্রিয়তে.......
আর আপনাকে অনুসরনে নিলাম।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১২
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাংকস
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমার একটা মুভি সংকলন আছে.....এড করতে পারেন।
বুকমার্ককৃত কয়েকটি মুভি বিষয়ক পোস্ট
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫
অস্পিসাস প্রেইস বলেছেন: আমি কাল রাত থেকে তোমার পোস্টটাই পড়ে যাচ্ছি। তোমার লিঙ্ক দেয়ার সময় কি রিভিউ দিব তাই ভাবছি, তাই এড করতে দেরি হচ্ছে। একটা মহা কাজ করে ফেলসো। I am shocked n speechless।
১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৪
রাতুল_শাহ বলেছেন:
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৪
ভোরের সূর্য বলেছেন: প্রথমেই আপনাকে ধন্যবাদ এরকম একটি পরিশ্রমের কাজ করার জন্য।ওয়াচে থেকেও নি:স্বার্থভাবে সম্পূর্ন নিজের আগ্রহ থেকে এরকম একটি পোস্টের জন্য আপনাকে স্যালুট।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১২
অস্পিসাস প্রেইস বলেছেন: কৃতজ্ঞ।
ভাই ব্লগটা হচ্ছে এট ফার্স্ট নিজের জন্য, তাই লেখার সুযোগ যখন আছে, ওয়াচে থেকেই লিখি।
ব্লগে কিইবা স্বার্থ আর কিইবা নি:স্বার্থ। না আমি পোলাপান,না আমি নেট ব্যাবসা করতে আসছি, না বুদ্ধিজীবী হতে। আর আপনাদের মত বন্ধু তো পাচ্ছিই। থ্যাঙ্কস।
বাট বেশ কয়েকজন ব্লগারের জাস্ট 'শুভ কামনা' দেয়া প্রথম পোষ্টে দেখেছি ঘণ্টায় শয়ে শয়ে কমেন্ট পড়তে। এই ম্যাজিক কিভাবে হয় জানিনা।
শুভ কামনা।
১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রিয়তে
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮
অস্পিসাস প্রেইস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাসুম ভাই
১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৬
বটের ফল বলেছেন: খুব সুন্দর একটা কাজ করেছেন ভাই। অনেক পরিশ্রমের ব্যাপার। ভালো থাকবেন ভাই।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫
অস্পিসাস প্রেইস বলেছেন: অনেক খুশি হলাম মন্তব্যে
২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৪
অ্যানোনিমাস বলেছেন: গ্রেট জব +++++++
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২০
অস্পিসাস প্রেইস বলেছেন: ফ্যাক্ট ইস ভাল কিছু করলে সবার সাথে শেয়ার করতে ইচ্ছে করে, কমন এন ন্যাচারেল হিউমেন নেচার। আশা করি এই পোস্টটি আপনার ব্লগে প্রমোট করবেন।
আমাকে বন্ধু করলে খুশি হবো
২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১১
মাহতাব সমুদ্র বলেছেন: চরম দুঃসাহস দেখাইলেন মিয়া
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
অস্পিসাস প্রেইস বলেছেন: নেক্সট পোস্টে আরও চরম দুঃসাহস দেখাব
নেক্সট মানথে রিলিজ দিব -
অস্পিসাস প্রেইস এট অল, "এ ট্রেনিং টু সামহোয়্যার অ্যান্ড ব্লগিং ", জার্নাল অফ সামু,ঢাকা ২০১৩
২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
সোমহেপি বলেছেন: প্রিয়তে
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাঙ্কস সোমহেপি। কে বলেছে আপনি কিছুই না। আপনি অনেক কিছু। শুভকামনা।
২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
অদৃশ্য বলেছেন:
বাহ্... চমৎকার কাজ...
একজন নতুন হিসেবে আপনি যে কাজটি করছেন তা সত্যই সাধারণের ভাবনার বাইরে...
আপনার পথচলা সুগম হোক...
শুভকামনা...
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫
অস্পিসাস প্রেইস বলেছেন: "ব্লগ লিখেছেন: ৪ বছর ১০ মাস"। আপনার প্রশংসা ও শুভকামনা আমাকে সম্মানিত করল। ধন্যবাদ।আমাকে বন্ধু করলে খুশী হব
২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
অপু তানভীর বলেছেন: পরিশ্রমী পোষ্ট । তবে মনে হচ্ছে একই জিনিস দুইবার এসেছে ! একটু লক্ষ্য করে এডিট করে দিন !
আর পারেন তো এই পোষ্ট টা সংযুক্ত করে দিন ! সেরা বিনোদন সমগ্র !
Click This Link
আর মুক্তিযুদ্ধের যে পোষ্ট টা সংযুক্ত করা উচিৎ বলে মনে হচ্ছে !
Click This Link
শুভ কামনায় !
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২
অস্পিসাস প্রেইস বলেছেন: একই জিনিস দুইবার আসাটা বার বার হচ্ছে। কম্পোজ এর সময় enter চাপলে প্রায়ই সবকিছু সেকেন্ড টাইম কপি হয়। ব্যাপারটা প্রোফাইল এডিট এর সময়ও হচ্ছে। শুধরে দেবার জন্য ধন্যবাদ।
শর্বরী-শর্মী - সাম হয়্যার ইন ব্লগ-এর বিনোদন সমগ্র! (এক পোস্ট হতে সবগুলো বিখ্যাত লেখার লিংক সংগ্রহ করুন) টি এই পোস্টের "বিনোদন" ক্যাটাগরিতে অলরেডি আছে। আপনার আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা
মুক্তিযুদ্ধের পোষ্ট টা সংযুক্ত করে দিব। শুভ কামনা।।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
অস্পিসাস প্রেইস বলেছেন: আমাকে বন্ধু করলে খুশী হব শুধু ব্লগার ও রিডারদের জন্য
২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার পোষ্টে ভালোলাগা, প্রিয়তে নিলাম।
আর আপনার জন্যে শুভকামনা...............
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার শব্দশোক, প্রেম এবং অন্ধকার কবিতার দুটি লাইনে ++++++++++++++
"ভালোবাসা নাই যদি তবে কেন রাগ
রাগের বেসাত তোলা আশ্বিনী সাজ"
২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
সোমহেপি বলেছেন: অসাম পোস্ট
ধন্যবাদ আপনার প্রাপ্য
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১০
অস্পিসাস প্রেইস বলেছেন: অসাম থ্যাংকস
আপনার প্রাপ্য
২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
সোমহেপি বলেছেন: অসাম পোস্ট
ধন্যবাদ আপনার প্রাপ্য
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার নদী আপন হলো না পড়লাম।
"নদীর বাতাস লেগে গায়ে
গতর জ্বালা জুড়ায় কিন্ত্ত
মনের জ্বালা জুড়ায় নারে
মনের জ্বালা জুড়ায় না"
আপনার কবিতার বাতাসে আমারো একই অবস্থা এটা আপনার জন্যঃ
২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
খেয়া ঘাট বলেছেন: এই বিশাল ব্লগের হাটবাজার।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৭
অস্পিসাস প্রেইস বলেছেন: সব ফ্রী, যে যা নিতে পারেন!
২৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩১
ফারজুল আরেফিন বলেছেন: আমি মনে হয় ওয়াচে থাকাকালীনই ভালো ছিলাম!
শুভকামনা রইলো....
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার অনেকগুলো লিঙ্ক এই পোষ্টে আছে। যাদের যাদের লিঙ্ক এই পোষ্টে উল্লেখিত তাদের (জেনারেল হবার পর) পোষ্টে যেয়ে জানিয়ে দিয়ে আসব।
এখন ওয়াচে থাকতে ভাল লাগছে আপাতত জেনারেল হবার ইচ্ছে নেই। কিন্তু বাংলাদেশীদের এই অভ্যাসটাই খারাপ, সবকিছুতেই তাড়াতাড়ি এডজাস্ট করে ফেলা।
শুভকামনা রইলো....
৩০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১২
রহস্যময়ী কন্যা বলেছেন: ওরে বাবা!!!!!!!!
এতো কষ্ট কিভাবে করলেন???
আপনাকে এত্তগুলা +++++++++++++++++
এবং শুভকামনা
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬
অস্পিসাস প্রেইস বলেছেন: শুভকামনা আর আপনাকে এত্তগুলা
৩১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭
নীল-দর্পণ বলেছেন: অনেক কষ্ট করেছেন। সেই হিসেবে ধন্যবাদ ও কম হয়ে যায়।
শুভকামনা। হ্যাপিব্লগিং
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার ব্লগে ঢুকার আগে এন্টাসিড খেয়ে নেয়া উচিৎ আর জিভ মোছার জন্য টিস্যু এত এত রেসিপি
আপনার কিচেনরুম থেকে নিলু'স কালেকশন; এক্সক্লুসিভলি ওনলি ওন রান্নাবান্না & খাওন-দাওন এই পোস্টে উল্লেখ করা হয়েছে।কৃতজ্ঞতা।
শুভকামনা। হ্যাপিব্লগিং
৩২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩
ঘাসফুল বলেছেন: চোয়াল ঝুলে পড়ার ইমো হবে...
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাঙ্ক ইউ:#>
৩৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৪
এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট। পরিশ্রমী পোষ্ট। শুভকমনা।
++++++++++++
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২০
অস্পিসাস প্রেইস বলেছেন: শুভকামনা। হ্যাপিব্লগিং
৩৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৪
সায়েদা সোহেলী বলেছেন: Well done bro
thanks a lot and try this
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৩
অস্পিসাস প্রেইস বলেছেন: thanks a lot sis ......... take these..........
৩৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৬
ইমরাজ কবির বলেছেন:
২৩ এর পর আপডেট নাই কেন ?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩
অস্পিসাস প্রেইস বলেছেন: সরল স্বীকারোক্তিঃ কমেন্ট নাই সেজন্য। এখনো জেনারেল হইনি। বুকমার্কে ১৫ টার মতো সংকলন জমেছে, ড্রাফটে আছে ২ টা ব্লগ। মুড আসলে পোষ্টে দিব।
৩৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬
ইখতামিন বলেছেন:
দারুণ পোষ্ট +++
হ্যাপি ব্লগিং
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
৩৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৫
ইমরাজ কবির মুন বলেছেন:
ভেরী হ্যাপী বার্থডে !
আমার হাতে ক্ষমতা নাই, নয়তো আজকের দিনে আপনাকে উপহার হিসেবে সেফ করে দিতাম।ইউ ডিজার্ভ দ্যাট ||
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫১
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাংকস ব্রাদার
আমার হাতে ক্ষমতা নাই, নয়তো আপনাকে মডারেটর করে দিতাম।ইউ ডিজার্ভ দ্যাট ||
৩৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৫
না পারভীন বলেছেন: হ্যাপী বার্থ ডে । প্রথমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিই , তারপর পোস্ট টি দেখব ।
অনেক সুন্দর একটা দিন কাটুক । মনে রাখার মত ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১১
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাঙ্কস আপুমনি স্বল্প, মাঝারি মাত্রার সংবেদন শীল মৌলিক রাইটিং / ব্লগিং শুভ হোক।
আপনার আলাদা ধরনের প্রিয় পোস্ট গুলো ; সেই সাথে সবাইকে ঈদ মোবারক ( ঈদ পোস্ট )
এই পোষ্টে সঙ্কলিত হয়েছে।
৩৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৪
না পারভীন বলেছেন: সংকলনের সংকলন । অনেক সুন্দর একটা পরিশ্রমী পোস্ট । অনেক ভাল লাগল । হ্যাপী ব্লগিং ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৭
অস্পিসাস প্রেইস বলেছেন: Thanks a lot। এটা আপনার জন্য
৪০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
ইখতামিন বলেছেন:
জন্মদিন শুভ হোক
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬
অস্পিসাস প্রেইস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইখতামিন।এটা আপনার জন্য
৪১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ জন্মদিন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮
অস্পিসাস প্রেইস বলেছেন: ধন্যবাদ।
৪২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮
ইখতামিন বলেছেন:
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
৪৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১
ইখতামিন বলেছেন:
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
৪৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
ইখতামিন বলেছেন:
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
অস্পিসাস প্রেইস বলেছেন:
৪৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৯
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!
( i hope its real one !!! )
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
অস্পিসাস প্রেইস বলেছেন: শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার গল্পের চিরজীবী রাজকন্যা।
Yes its real one, as per my parents n family told me so n every year my fnf celebrate it in this day; though my official birthday is different by the over smartness of my high school teachers.So, your hope is true n many thanks for your consciousness
৪৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: শুভ জন্মদিন। অনেক শুভকামনা
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪২
অস্পিসাস প্রেইস বলেছেন: ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা
৪৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
হুম!!
হা হা হা হা ... দুঃখিত , it was fun ...
আমিও নিজেরটাই সব সময় ব্যাবহার করি।তবে প্রায় মানুষকে দেখি fake bd ব্যাবহার করছে ... তাই বললাম !
best wishes ...
ভালো থাকুন!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫১
অস্পিসাস প্রেইস বলেছেন: হুম!!
হা হা হা হা ...
best wishes ...
ভালো থাকুন!
৪৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
আমিনুর রহমান বলেছেন:
দেরীতে জন্মদিনের শুভেচ্ছা।
ভালো পোষ্টে জটিল আর্কাইভ হচ্ছে। পোষ্টে +++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৬
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার শুভেচ্ছায় ++++++
৪৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
ইমরাজ কবির মুন বলেছেন:
খাইসে ! আমার একটা অ্যাড হৈসে দেখি।এটার কথা ভুলেই গেসিলাম ||
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৮
অস্পিসাস প্রেইস বলেছেন: আমি চাইসিলাম জেনারেল হওয়ার পর এড করতে, বাট দিয়ে দিলাম .......... কে জানে কবে জেনারেল হই
৫০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
ইমরাজ কবির মুন বলেছেন:
জেনারেল হবার পর রিমুভ করে আবার দিবেন আরকি !
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯
অস্পিসাস প্রেইস বলেছেন: জেনারেল হবার পর উৎসর্গপত্র দিব
প্রথম নামটা হবে আপনার
ইউ ডিজার্ভ দ্যাট ||
৫১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
ইমরাজ কবির মুন বলেছেন:
দেখতে দেখতে ১০০টা কমেন্ট হয়ে গেলো।
প্রাউড অফ ইউ ||
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
৫২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৬
অস্পিসাস প্রেইস বলেছেন:
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬
অস্পিসাস প্রেইস বলেছেন:
৫৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০
বাসুরী বাসীয়ালা বলেছেন: আমার নাম নেই বেঁচে গেছি...।
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১২:০০
অস্পিসাস প্রেইস বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ বাসুরী ভাই
৫৪| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:২১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক কষ্ট করেছেন। অন্তরের ভিতর থেকে আপনাকে ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি। ভাল থাকবেন সব সময়
০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৩
অস্পিসাস প্রেইস বলেছেন: আমি সম্মানিত বোধ করছি।
আপনার সুস্থ ও সুখী জীবন কামনা করি।
ধন্যবাদ।।
৫৫| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০২
বাসুরী বাসীয়ালা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভ্রাতা
০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ বাসুরী ভাই
৫৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৯
এম মশিউর বলেছেন: দারুন!
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৯
অস্পিসাস প্রেইস বলেছেন: ধন্যবাদ!
৫৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫
রেজোওয়ানা বলেছেন: কি সর্বনাশ!
একে তারাতারি মেজর জেনারেল এরপর নিরাপদ শিবিরে নিয়ে নেওয়া হোক!
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার কাছে বোধহয় মাইডাস টাচ আছে!
আপনি আসার পর সিচুয়েশন দ্রুত বদলাচ্ছে!!
ধন্যবাদ।।
৫৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: প্রিয়তে
ধন্যবাদ
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪
অস্পিসাস প্রেইস বলেছেন: সিফাত ভাই ......
আপনাকে ধন্যবাদ .........
৫৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩
ইমানুয়েল নিমো বলেছেন: প্রিয়তে নিলাম
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৩
অস্পিসাস প্রেইস বলেছেন: ইমানুয়েল নিমো ...... আপনাকে ধন্যবাদ .........
৬০| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৩
C/O D!pu... বলেছেন: প্রিয়তে...
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১
অস্পিসাস প্রেইস বলেছেন: C/O D!pu... ,
T H A N K Y O U...............
৬১| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৩
দ্বিখণ্ডিত মগজ বলেছেন: অ সা ধা র ণ...... +++++
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১
অস্পিসাস প্রেইস বলেছেন: T H A N K Y O U...............
৬২| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৯
জানা বলেছেন:
খুব কষ্টসাধ্য পোস্ট। অনেক দরকারী কিছু একসাথে চোখের সামনে এনে দেয়ায় অশেষ ধন্যবাদ অস্পিসাস প্রেইস।
ভাল থাকবেন।
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার কমেন্ট দেখে নার্ভাস হয়ে গিয়েছিলাম।তাই রিপ্লাই দিতে দেরি হল।
এদেশে ব্লগিয়ের সুযোগ এনে দেয়ায় অশেষ ধন্যবাদ আপনাকে জানা ম্যাম।
এদেশের মা বাবারা তাদের সন্তানকে "এখানে যেওনা বাবা জায়গাটা ভাল না / ওখানে যেওনা বাবা বাজে মানুষ আছে, ঝামেলা হতে পারে" বলে বলে সাবধানে রাখে। সন্তানরা বড় হয়ে তাদের সন্তানকেও তাই শেখায়। তাই সাধারন কেউ বাধ্য না হলে ঝামেলা পছন্দ করে না, ঝামেলার জায়গা এড়িয়ে চলে।
ব্লগের প্রান সাধারন ব্লগাররা / সাধারন পাঠকরা , তারা পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে নিরঝঞ্জাট থাকতে পছন্দ করে।
নাস্তিকরা সুযোগ পেল তাদের পিছনে আসলো ছাগুরা, ছাগুদের ধরতে আম্লিগ, আম্লিগ দেখে চলে আসলো বিম্পি। অনলাইন হয়ে যায় পল্টন ময়দান, অথবা কলোনির নোংরা দেয়াল।
আমরা অশান্তি বোধ করি, তখন কিছু বলতে গেলেও গায়ে কোন না কোন পক্ষের সিল লেগে যায়। ব্লগ আর তখন আমাদের থাকেনা।অসহায় হয়ে দেখতে হয় পেইড ব্লগারদের দৌরাত্ব, যেখানে প্রকৃত ব্লগার / পাঠকরা রীতিমতো অপাঙতেয়।
সামুর পরিবেশ দয়া করে আমাদের জন্য ঝামেলামুক্ত রাখবেন। আমরা যেন ব্লগিংকে / ব্লগকে উপভোগ করতে পারি। ব্লগাররা / পাঠকরা যেন একে অপরকে নিরাপদ ভাবতে পারি। বিশ্বাস ও সম্মান করতে পারি।
সামুর ম্যানেজমেন্ট / মডারেশন / প্রযুক্তিগত উৎকর্ষতা কামনা করি। এতে সবাই খুশি থাকবে।
অশেষ ধন্যবাদ জানা আপু।
ভাল থাকবেন।
৬৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৪
ডট কম ০০৯ বলেছেন: কাজের কাজ করছেন আরেকটা ।
চলুক।
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৯
অস্পিসাস প্রেইস বলেছেন: ok
যদি কোন সংকলনের লিঙ্ক জানা থাকে দিয়ে যাবেন।
ধন্যবাদ
হ্যাপী ব্লগিং
৬৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫
স্বাধীন বিদ্রোহী বলেছেন: বিশাল পরিশ্রমের কাজ করেছেন
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৬
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনাদের কমেন্ট পাওয়ার আগে আমি নিজেও বুঝিনি এত কষ্ট করে ফেলেছি
ধন্যবাদ
হ্যাপী ব্লগিং
৬৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০১
লাবনী আক্তার বলেছেন: ওরে বাবাহ! সেরাম পোস্ট!
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৯
অস্পিসাস প্রেইস বলেছেন: সেরাম ধন্যবাদ আপু!
৬৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৬
বশর সিদ্দিকী বলেছেন: পোস্টদাতা কি এখনো মেজর জেনারেল হয়েছেন নাকি এখনো ওয়াচে আছেন??
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১
অস্পিসাস প্রেইস বলেছেন: দুপুরে জেনারেল হয়েছি।
হ্যাপী ব্লগিং
৬৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২
আমি ইহতিব বলেছেন: অনেক কষ্টসাধ্য কাজ করেছেন। উপরে সবাই আপনাকে জেনারেল করার দাবী জানিয়ে গিয়েছেন, আমিও তাদের দাবীর সাথে একমত। জানা আপু যেহেতু পোস্টে এসে পড়েছেন এই দাবী পূরণে বেশী সময় লাগবেনা আশা করি।
শুভ কামনা আপনার জন্য। হ্যাপী ব্লগিং।
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৮
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার দাবি পুরন হয়েছে। সকালেও ছিলাম ওয়াচে। এখন এসে দেখি জেনারেল + পোস্ট স্টিকিতে।
ধন্যবাদ আপনার শুভ কামনার জন্য। হ্যাপী ব্লগিং
৬৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: পোস্ট স্টিকি করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনাকে ধন্যবাদ। সাথে থাকার জন্য। পোস্ট তো স্টিকি আজকে হল।
আপনারা সাথে আগে থেকেই ছিলেন।
হ্যাপী ব্লগিং
৬৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১
শায়মা বলেছেন: ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১
লেখক বলেছেন: থ্যাংকস শায়মামনি। তুই একটা বদ্ধ পাগল, অহংকারী, ইগোর পাহাড়, সর্বনাশী, উন্মাদিনী, লক্ষীছাড়া//যখন আমার রাগ হলো, ইচ্ছে হলো দুহাত দিয়ে দেই টিপে তার গলা.......এমন ঝগড়াটে চিন্তা করলি কি করে!!
এটা তোর জন্য (আই মিন আপনার জন্য)
জবাবটা আজ দেখলাম। আমাকে শায়মামনি বলা!!! কি সর্বনাশ !! কি সর্বানাশ!!!!!
আমার দুই দুইটা ঝগড়াটে চিন্তা ভাবনা পোস্ট নিয়ে চিন্তা!!! সত্যিই চিন্তার বিষয়!!!!!
আর কোনটা আমার জন্য ভাইয়ামনিটা???
তবে তুমি সর্বকালের সর্বযুগের সংকলন পোস্টদের সংকলনের দাদু সে কথা অনস্বীকার্য্য!!!!
যাইহোক অধ্যবসায়ী মানুষরাই জীবনে সফল হয়!!!
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪২
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার ফুটপ্রিন্ট প্রায়ই আমার ব্লগে দেখতাম। অথচ আমার রিপ্লাই দেখলেন আজকে!
আপনার পোস্ট / কমেন্ট / রিপ্লাইয়ের ভাষা টিনেজারদের মত। তাই
আপনাকে স্কুলগার্ল অনুমান করে স্নেহের সাথে রিপ্লাই দিয়েছিলাম।
আমার ভাগ্নিও স্কুলে পড়ে। তার সাথে সবসময় স্নেহের সাথেই কথা বলি।
আপনার কমেন্ট সবসময় বিশাল!! যাইহোক অধ্যবসায়ী মানুষরাই জীবনে সফল হয়!!!
৭০| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সুপ্রসন্ন প্রশংসা ++++++++++++++++++++++++++ রইল।
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাংকস কান্ডারী ভাই
আপনার সুস্থ ও সুখী জীবন কামনা করি।
ধন্যবাদ।।
৭১| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০১
আদনান শাহ্িরয়ার বলেছেন: জেনারেল হওয়ার জন্য অভিনন্দন । ব্লগ নিয়ে আপনার প্যাশন মুগ্ধ করার মতো । অবিশ্বাস্য শ্রমের জন্য বিস্ময় । এমনই চমৎকার সব পোস্ট দিতে থাকুন । অনেক শুভকামনা থাকলো ।
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬
অস্পিসাস প্রেইস বলেছেন: ভাই ব্লগ লেখার সময় এতখানি বুঝিনাই যে শ্রমটা ছিল অবিশ্বাস্য!!
আপনাদের প্রশংসা আমার জন্য অনেক কিছু।
অনেক শুভকামনা থাকলো ।
৭২| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৭
অর্থনীতিবিদ বলেছেন: শেষ পর্যন্ত আপনার অধ্যবসায় একটি সার্থকতা পেল। ভালো কাজের পুরষ্কার সব সময়ই পাওয়া যায়। এজন্য শুরুতেই মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আপনাকেও অনেক অনেক অভিনন্দন।
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে আমি সবসময় ভাষা হারিয়ে ফেলি।
ধন্যবাদ আপনার দেয়া সব অনুপ্রেরনার জন্য।
মহান সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাই।
হ্যাপি ব্লগিং
৭৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৮
শিকদার ০০৮ বলেছেন: ++++++++++++++++++++++++++
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩১
অস্পিসাস প্রেইস বলেছেন: thankssssssssssssssssssss
৭৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৭
অপর্ণা মম্ময় বলেছেন: পোস্টের বিশাল সমারোহ।এক ঝলক চোখ বুলালাম। শিরোনামে somewhereinblog ঠিক করে নেবেন।
এবার মন খুলে অন্যান্য মৌলিক লেখাও লিখুন এবং অন্যের ব্লগেও ঘুরে আসুন।
আপনার জন্য শুভকামনা রইলো ।
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার জন্য শুভকামনা রইলো ।
৭৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭
এহসান সাবির বলেছেন: চমৎকার। আর কিছু লেখার নাই।
++++++++++++++++++++
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৫
অস্পিসাস প্রেইস বলেছেন: চমৎকার! আপনার আর কিছু বলার দরকার নাই সাবির ভাই!!
Just Take My Thanksssssssssssssssssssssss
৭৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সেইরাম কাম কর্ছেন ভাই, এক্কেরে জিরো থেইকা হিরো হইয়া গেছেন !!!
অভিনন্দন !!!
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১
অস্পিসাস প্রেইস বলেছেন: আমি হিরো হইনি। যা হয়েছি তা নিচে দেখুন
এটাইতো যথেষ্ট জহিরুল ভাই। হিরো হবার তো কোন দরকার নেই
অনেক শুভকামনা থাকলো ।
৭৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বিপ্লব ঘটাইলাইছেন ভাই। ইরকম পোস্টের জন্য ধণ্যবাদ জেনারেল হওয়ার জন্য অভিন্দন।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫
অস্পিসাস প্রেইস বলেছেন: মো: সোহেল রানা ভাই, আপনি কি পোস্ট প্রিয়তে নেয়া শিখেছেন?
অভিনন্দনের জন্য অনেক অনেক ধন্যবাদ
৭৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: জেনারেল মুবারক ! ওয়াচে থাকাকালীন অনেক কষ্ট করেছেন !
শুভকামনা রইলো !
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮
অস্পিসাস প্রেইস বলেছেন: Thanks অভি, wish you all the best....................
৭৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৬
শায়মা বলেছেন: আরে ভাইয়া তোমার ফুটপ্রিন্ট ধরেই তো তোমার ব্লগে এসেছিলাম কিন্তু নতুন পোস্ট নেই দেখে আবার বিরস বদনে ফিরেও গেছিলাম। তবে কেনো যেন জবাবটা দেখা হয়নি!
আর আমার এত সব প্রেম কাব্য ঝগড়াঝাটি ছড়িতা দেখেও তোমার আমাকে স্কুলপড়ুয়া মনে হলো?
ভাইয়া ভাগ্যিস আমাকে দেখোনি নাইলে স্কুল পড়ুয়াদের খালাম্মা দেখলে তো ভয় পেয়ে যেতে
যাইহোক স্নেহময় জবাবে খুশি হলাম!
অনেক অনেক শুভকামনা !
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৩
অস্পিসাস প্রেইস বলেছেন: ঝগড়াঝাটির ছড়া স্কুলপড়ুয়ারাই লেখে।
fact is i like your poetry, but never study about you
let's gap it....... please?
অনেক অনেক শুভকামনা !
৮০| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২০
লেখাজোকা শামীম বলেছেন: আপনের তো বাবুর্চি (সেফ) হওয়ার কথা, জেনারেল সাব হওয়ার কথা না।
যাউক, মারাত্মক পরিশ্রম করে আপনার অর্জন। অভিনন্দন।
পোস্ট অবশ্যই প্রিয়তে।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০২
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার আমাদের জাতীয় খাদ্য কী ? উত্তর - ফরমালিন পোস্টটা বেস্ট কয়েকজন আপনজনকে মেইল করেছিলাম। চমৎকার লিখেছিলেন।
শুভ কামনা. হ্যাপি ব্লগিং....
৮১| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৮
েবনিটগ বলেছেন:
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৬
অস্পিসাস প্রেইস বলেছেন: ভাই আপনি এসেছেন
ভয় পেয়েছি
দয়া করে আমার কমেন্ট বক্সে কোন কিছু কাট / পেস্ট করে বারোটা বাজাবেন না প্লীজ
৮২| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৮
শ্যামল জাহির বলেছেন: আপাতত প্রিয়তে রেখে দিলাম। সময়-সুযোগে পড়বো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫
অস্পিসাস প্রেইস বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে শ্যামল জাহির ভাই।
শুভ কামনা।।
৮৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫
দুঃস্বপ্০০৭ বলেছেন: আমি জানি আপনি কত কষ্ট করেছেন । আমি বোঝতে পারি কতটা ধৈর্যের প্রয়োজন হয় এমন পোস্ট লিখতে ।
আমার এই পোস্টটি আপনাকে পড়ার অনুরোধ জানাই । এখানে আছে সামুর ১০০ জন উল্লেখ যোগ্য ব্লগারের ব্লগ লিঙ্ক । আছে ২০১৩ সালে সার্বাধিকবার পঠিত ৫৩ টি পোস্ট । আছে ২০১৩ সালে সার্ভাধিক মন্তব্য পাওয়া পাওয়া ১০০ জন ব্লগারের লিঙ্ক , আছে সামুর ৫১ জন উল্লেখযোগ্য ব্লগার ২০১৩ সালে কয়টি পোস্ট করেছেন তার সংখ্যা , কয়টি মন্তব্য পেয়েছেন তার সংখ্যা , প্রতি পোস্ট গড়ে কয়বার পঠিত হয়েছে তার সংখ্যা, প্রতি পোষ্টে গড়ে কয়টি মন্তব্য পেয়েছেন তার সংখ্যা । এই পোষ্টে আরো আছে ৫৩ জন ব্লগার কয়টি লাইক পেয়েছেন , গড় লাইক কত তার পরিসংখ্যান । এই পোষ্টে আছে সামুর সেরা ১০ হিট বব্লগারের লিঙ্ক ।
আমার এই পোস্টটি কোন যুক্তিতে বাদ দিয়েছেন একটু বলবেন ? ফিউশন ফাইভের ফিরে দেখা ২০১১ : সামহোয়্যারইন ব্লগে সর্বাধিক মন্তব্য পাওয়া ১০২ পোস্টটি যদি আপনার সংকলনে স্থান পায় তাহলে আমারটা কেন পাবেনা ?
ধন্যবাদ ।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৫
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার ধারনায় চরম কষ্ট পেলাম (
এমনভাবে বলতে পারলেন
আমাকে কাঠগড়ায় দাড় করাবেন না প্লিস (
ভাই কে বলেছে আপনার পোস্ট বাদ থাকবে? একবার শুধু নামটা বলেন
(
আপনি আমার ফুটপ্রিন্টগুলো খেয়াল করেননি। আমি অনেকবার আপনার পোষ্টে গিয়েছি গবেষণার জন্য।
আমার বুকমার্কে বেশ কিছু লিঙ্ক আছে যা ভেবেছিলাম জেনারেল হবার পর রিপোস্টে দিব। লিঙ্কগুলোর একটা হচ্ছে আপনার এই পোস্ট
আপনার পোস্টটা আকর্ষণীয়,তাই আমার জন্য 'হাতের পাঁচ
শীঘ্রই আপডেটে দিব।।
আমরা একই ব্লগের পথিক। দয়া করে আমার উপর ক্ষুব্ধ হবেন না।
অনেক অনেক ধন্যবাদ
৮৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৫
টুম্পা মনি বলেছেন: বাহ আপনি তো এসেই ছক্কা পেটালেন! অনেক অনেক অভিনন্দন।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯
অস্পিসাস প্রেইস বলেছেন: ইচ্ছে করে পেটাই নাই
বোলারের ভুলে লেগ বাই হয়ে গেছে
অনিচ্ছাকৃত ছক্কার জন্য স্যরি :#> :#> :#>
৮৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭
মামুন রশিদ বলেছেন: পোস্ট স্টিকি হওয়ায় খুব ভাল লাগছে । গতরাতে দুজন ওয়াচে থাকা ব্লগারকে নিয়ে পোস্ট দিয়েছিলাম, ঐ পোস্ট মডারেশনের নজরে পড়ায় এবং ত্বরিত ব্যবস্থা নেয়ায় মডারেশনকে ধন্যবাদ জানাচ্ছি ।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৭
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার সামনে আসলে নিজেকেই অনেক ছোট লাগে।
আমার জন্য দোয়া করবেন (আমার ভার্চুয়াল জীবনের জন্য না ,বাস্তব জীবনের জন্য)
হ্যাপি ব্লগিং....
৮৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪০
অপরিচিত অতিথি বলেছেন: এই পোস্টটা কাল পরেছি। তখনই বুজে ছিলাম স্টিকি হবে। অনেক +++++++
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫১
অস্পিসাস প্রেইস বলেছেন: আমার পরিচিত অতিথি,
অনেক থ্যাঙ্কস++++++++++++++++++++
৮৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
মডুকে ধন্যবাদ পোস্ট স্টিকি করায়..........
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৫
অস্পিসাস প্রেইস বলেছেন:
৮৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার জন্য আরো কিছূ সোর্স। চাইলে সংকলনে যুক্ত করতে পারেন...
মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯
টিপাইমূখ বাধ সংকলিত লিংক সমূহ
সামু ব্লগের সর্বকালের সেরা ৯০টি রম্য পোস্ট সংকলন
☀ ফিরে দেখা ২০১২: ৫৭টি পোস্টের সংকলন ☀
ভাল থাকুন সব সময়।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
"মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯" এর ভিতরে থাকা দুটো লিঙ্কই কাজ করছে না।
"সামু ব্লগের সর্বকালের সেরা ৯০টি রম্য পোস্ট সংকলন" রেভোল্যুশন ব্ল্যাক এর এই পোস্ট অলরেডি উল্লেখিত।
"টিপাইমূখ বাধ সংকলিত লিংক সমূহ"
ও
"☀ ফিরে দেখা ২০১২: ৫৭টি পোস্টের সংকলন ☀"
এড করে দিলাম।
অশেষ কৃতজ্ঞতা.....................................
৮৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরে ! ভাই করছেন কি ?
রবার্ট ব্রুশের পক্ষ থেকে আপনারে স্যালুট ।
১১২ নং কমেন্ট স্কিপিং ??
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৬
অস্পিসাস প্রেইস বলেছেন: আমার পক্ষ থেকে আপনারে স্যালুট লিটন ভাই ।
৯০| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
হাসান মাহমুদ তানভীর বলেছেন: +++++++++
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৩
অস্পিসাস প্রেইস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৯১| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বাহ ! এ যেন সামুর ভেতরে আর একটি ছোট্র সামু খুব ভালো লাগলো ।
কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার পোস্টটি স্টিকি করার জন্য । চলুক......
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৭
অস্পিসাস প্রেইস বলেছেন: আমি সবসময় নিজের মত পৃথিবী করতে ভালবাসি।
তাই এটি সামুর ভেতরে আর একটি ছোট্র সামু
ভাল থাকুন
শুভ কামনা
হ্যাপি ব্লগিং....
৯২| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
খেয়া ঘাট বলেছেন: এই পোস্ট দেখে আমি হাসতে হাসতে শেষ।
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
অস্পিসাস প্রেইস বলেছেন: কমেন্টের উত্তর দিতে দিতে আমি খাটতে খাটতে শেষ।
৯৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১০
সিস্টেম অ্যাডমিন বলেছেন: বুকমার্ক করে রাখলাম । আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই । ধন্যবাদ
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৮
অস্পিসাস প্রেইস বলেছেন: ভাল থাকুন সিস্টেম অ্যাডমিন ভাই
শুভ কামনা
হ্যাপি ব্লগিং....
৯৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
মেলবোর্ন বলেছেন: ভালো তো ভালো না অনেক পোস্ট একত্রে ।
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২০
অস্পিসাস প্রেইস বলেছেন: ভাল থাকুন
শুভ কামনা
৯৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
সুমন কর বলেছেন: ভাই আপনি এত কষ্ট করলেন আর আপনাকে একটা ধন্যবাদ দিবো না, তাও কি হয়!!!
অনেক ধন্যবাদ। গুড জব।
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২২
অস্পিসাস প্রেইস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই
ভাল থাকুন
শুভ কামনা রইল
৯৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
কাউসার রুশো বলেছেন: +
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৩
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাঙ্কস কাউসার ভাই
৯৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
আরজু পনি বলেছেন:
অফলাইনে পুরো পোস্টটা দেখতে দেখতে মনে হলো নাহ লগইন এখনই হই...
ওরররররে কেউ আমায় হার্ট এ্যাটাকের ইমোডা আইনা দেএএএএ....... :-&
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৮
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার "♣" চিহ্নটা এই পোষ্টে নিয়েছি।
এটা আমার জন্য সম্মানজনক,আপু প্লীজ মাইন্ড করবেন না।
অনেক শুভেচ্ছা
হ্যাপি ব্লগিং....
৯৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪০
বাগসবানি বলেছেন: সব পোস্টের বিশাল লাইব্রেরী দেখা যাইতেছে । একটা সার্চবাটান থাকলে আরও ভাল হইত :!>
লিস্টের কোনোকিছুতেই আমার নাম নাইক্যা
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৬
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার নাম নাইক্যা(
(
(
(
আমি মানিনা বাগসবানি ভাই(
(
(
(
(
(
(
(
(
(
আজকে রাত ২ টা থেকে ৩টা পর্যন্ত হরতাল
৯৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩
খাটাস বলেছেন: একবার কমেন্ট করেছি শুরুতে। এখন স্তিকি ও সেফ মোবারক।
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৮
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার উৎসাহ ভুলিনি খাটাস ভাই............
থ্যাংকস ব্রো
ভাল থাকুন
শুভ কামনা
১০০| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ওয়াও....ফ্যান্টাস্টিক কাজ করেছেন ভাই
ব্লগে চাঞ্চল্য বৃদ্ধিতে এসবের খুব প্রয়োজন।
অভিবাদন গ্রহণ করুন...!
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৬
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার পোস্ট ছাড়া আমার
♣ সামু পিডিয়া / BlogPedia ♣ অস্পিসাস প্রেইস ♣ somewhereinblog ♣ A Complete Course ♣ যা দরকার সব পাবেন♣
অসম্পূর্ণ থাকতো।
অভিবাদন গ্রহণ করুন ভাই ...!
১০১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কুনু ভুলত্রুটি হয় নি... সবগুলোই চমৎকার সিলেকশন মনে হচ্ছে...
আগে এগুলো একটি একটি করে পড়ে শেষ করি...ভাই
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৪
অস্পিসাস প্রেইস বলেছেন: ___ধন্যবাদ ___
শুভকামনা...
১০২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩২
আপেক্ষিক বলেছেন: আমার ব্লগটাও ঘুরে আইসেন সময় পেলে অনভিজ্ঞ লেখক আরকি
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪২
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার পোস্টগুলো দেখলাম। ভালোইতো। "সকালে উঠিয়ায় আমি........................" টা চমৎকার! অনেকটা আমার লাইফের মতই।
তাই কমেন্ট দিয়ে আসতে ভুলিনি।
শুভ কামনা
হ্যাপি ব্লগিং....
১০৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ এমন এক্টি পোস্ট দেউয়ার জন্য। প্রিয়তে নিলাম,
সময় পেলে আমার ব্লগ ঘুরে আস্তে পারেন, বেশ কয়েক্টা সংকলন পোস্ট করেছিলাম। মোবাইলে আছি তাই লিঙ্ক দিতে পার্লাম না।
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৫
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার লিঙ্কগুলো চোখের আড়ালে ছিল...........
এখন বুকমার্কে...................
দ্রুত পোষ্টে চলে আসবে...............
অনেক অনেক ধন্যবাদ
১০৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১১
শিশিরের দুঃখ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে,
ভালো থাকুন ।
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩২
অস্পিসাস প্রেইস বলেছেন: শিশিরের দুঃখ ,
আপনি ভাল থাকুন
শুভ কামনা
হ্যাপি ব্লগিং....
১০৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫
লেখোয়াড় বলেছেন:
এ তো দেখি মহা ব্লগ যজ্ঞ চলছে।
এলাহি কান্ড।
গতরাতে একটি মন্তব্য করেছিলাম কোথায় গেল সেটা!
ধন্যবাদ, ধন্যবাদ সব পক্ষকে।
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩০
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাংকস লেখোয়াড় ভাই ,
ধন্যবাদ আপনাকে
১০৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩
মাছুম পলাশ বলেছেন: দারুন পোস্ট
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৯
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাংকস পলাশ ভাই
১০৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬
আমি অপদার্থ বলেছেন: অপূর্ব পোষ্ট।
++++++++
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৯
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাংকস ব্রো
ভাল থাকুন
হ্যাপি ব্লগিং....
১০৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২১
*কুনোব্যাঙ* বলেছেন: শ্রমসাধ্য এবং আন্তরিকতার ছোঁয়া স্পষ্ট। একই সাথে ভালো লাগল জানাপুর মন্তব্যের প্রত্যুত্তর পড়ে। যদিও সংকলনের মতো নিরীহ পোষ্ট মনেহয় প্রায়ই অনেকের কাছে অপছন্দের কারণ হয়ে দাঁড়ায়। এর কারণটা খুব সম্ভব কার পাকা ধান কোথায় আছে সেটা না বুঝে অজ্ঞাতে সেদিকে মই চালিয়ে দেয়া। সামুতে আসা ফিচার ধর্মী পোষ্টগুলো নিয়ে যৌথ ভাবে চেষ্টা করেছিলাম মাসিক সংকলন তৈরী করতে। যেহেতু কার পাকা ধান কোথায় থাকে সে ব্যাপারে আমরা দুই জন অনেকটাই অজ্ঞাত তাই সিদ্ধান্ত নিয়েছি সংকলনের মতো মই আর চালাব না।
অনেক শুভ কামনা। সুস্থ আনন্দঘন নির্ঝঞ্জাট ব্লগিং কে অনুপ্রাণিত করতে আপনার সুদীর্ঘ উপস্থিতি কামনা করি।
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৭
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাংকস ব্রো
ভাল থাকুন
শুভ কামনা
১০৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিশাল কর্মযজ্ঞ। বিরাট ধন্যবাদ প্রাপ্য।
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬
অস্পিসাস প্রেইস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
হ্যাপি ব্লগিং....
১১০| ০৭ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৩
এ হেলাল খান বলেছেন: অস্থির অবস্থা ব্রোঃ আপনার দৈর্যের প্রশংসা করতে হয়। আমার মত আইলসাদের জন্য এইটা একটা চমৎকার কালেকশান। খোজা খুজি না করে আরামে পড়া যাবে। অনেক ধন্যবাদ। পোষ্টে +++
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৫
অস্পিসাস প্রেইস বলেছেন: দুর্দান্ত ভালোলাগা
ভাল থাকুন
শুভ কামনা
১১১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১১
১১স্টার বলেছেন: কঠিন পরিশ্রমের ফল
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৪
অস্পিসাস প্রেইস বলেছেন: ভাল থাকুন
শুভ কামনা
হ্যাপি ব্লগিং....
১১২| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৭
প্যাপিলন বলেছেন: এই পোস্ট পুরান ব্লগারদের ভাত মারার পোস্ট
০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৬
অস্পিসাস প্রেইস বলেছেন: পুরনো ব্লগারদের ভাত এত সস্তা না......................
১১৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক কষ্ট করেছেন তা বোঝা যাচ্ছে,,,,,এ ধরণের একটি সফল পোস্ট অন্যান্য ব্লগারদেরকে আরো অনুপ্রেরণা জোগাবে,,,,,,,,,,অনেক অনেক ধন্যবাদ আর সেইসাথে শুভকামনা রইল,,,,,,,,,,,,,
০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৩
অস্পিসাস প্রেইস বলেছেন: ধন্যবাদ ..............
আপনার প্রতি শুভ কামনা রইল।।
১১৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬
শীলা শিপা বলেছেন: বেশ কিছুদিন আগে একবার পোস্টটা দেখেছিলাম...কিছু কি পরিবর্তন করা হয়েছে?? যাই হোক, সবটা একবারে পড়তে পারব না... সময় লাগবে... বোঝা যাচ্ছে অনেক কষ্ট করেছেন...
শুভকামনা রইল...
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১
অস্পিসাস প্রেইস বলেছেন: আমি নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছি। খেয়াল করে দেখবেন প্লিজ।
আমি আপনার শান্তশিষ্ট ব্লগ সবসময় খেয়াল করি। আপনার লেখাগুলো ভালো।
এটা আপনার জন্য
১১৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪
সাইবার অভিযত্রী বলেছেন: কিছু ফ্রী ফ্ড়ী ক্যাচাল, এভারেষ্ট নিয়ে :
পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে!
মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?
মুহিতের সামিটের ছবিগুলোতে আশে পাশের কারো কোন চেহারাই আসেনি!
মুহিতের যে ছবিগুলোতে এডিটিং এর অভিযোগ খুবই জোড়াল !
মুহিতের এভারেষ্ট জয়ের ছবিগুলো কি এডিট করা? ফটোশপড
মজার বিষয় একটি ছবিতে :এভারেষ্ট চুড়ায় মুহিতকে চকলেট দেওয়া হচ্ছে মাস্ক পরা অবস্হায় !
এতগুলো সংবাদ মাধ্যমের কথা ঠিক হলে মুহিত নিশাত ২০১২ সালের ছবি -ভিডিও নিয়ে নিশ্চিত ভাবেই মিথ্যা বলেছেন !
মুহিত - নিশাতের এভারেষ্ট বিজয়ে বিশ্বাসী কেউ বলতে শুরু করেছেন, ওনারা সামিট করেছেন ১২ টায়!
মুসা - মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার !
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬
অস্পিসাস প্রেইস বলেছেন: বস দেখেন এভারেস্ট জয় সব বাংলাদেশীর জন্যই খুব গর্বের।
তাই ক্যাচাল সংক্রান্ত পোস্টগুলো প্রমোট করা ঠিক হবে কিনা শিওর না।
আন্তরিকতার জন্য কৃতজ্ঞ থাকলাম।
ধন্যবাদ
১১৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
মা সংকলনে @ নাইট রিডার বলেছেন: আমার লেখাটি আপনি যে কোন জায়গায় শেয়ার করতে পারেন ।
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৮
অস্পিসাস প্রেইস বলেছেন: আমি আপনার কথা বুঝি নাই
১১৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪২
মুদ্দাকির বলেছেন: এই ধরনের সংকলন পোষ্ট আমার মত প্রানীর জন্য বিশেষ উপকারী, আপনাকে ধন্যবাদ
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫
অস্পিসাস প্রেইস বলেছেন: মুদ্দাকির ভাই,
আপনার মত বস লোক যদি নিজেকে প্রাণী বলে
আপনার "ভালোবাসার জৈবিক বিজ্ঞান............." কত পোলাপানের জান বাঁচিয়েছে যেয়ে দেখে আসেন
শুভ কামনা
হ্যাপি ব্লগিং....
১১৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৮
ফাটা শারট বলেছেন: আমারে লগ ইন করাই ছারলেন দেখি ।এক কথাই অসাধারন ।
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৯
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাঙ্কস ভাই, দোয়া রাইখেন।
আপনার ব্লগগুলো নিয়ে গবেষণা করারা ইচ্ছা থাকল
শুভ কামনা
হ্যাপি ব্লগিং....
১১৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩১
প্রোফেসর শঙ্কু বলেছেন: অসাধারণ!
নীল চাষের ওপরে এই পোস্টটার লিংক দিয়ে যাই - Click This Link
সম্ভবত আমার দেওয়া সবচে বড় পোস্ট এটা!
আর এরকম কর্মযজ্ঞের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৬
অস্পিসাস প্রেইস বলেছেন: অনেক ধন্যবাদ।
নীল বিদ্রোহঃ বাংলার সর্বপ্রথম সফল বিদ্রোহ ।
লেখাটি আগে কখনো চোখে পড়েনি।
সময় নিয়ে ধীরে ধীরে পুরোটা পড়ে শেষ করলাম।
++++++++++++++++++++++++++++++++
১২০| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি লৈখকদের অনুমতি চাইছৈননা?
@ নাইট রিডার সেই অনুমতি "মা সংকলিত পোষ্টে" দিয়েছে। যা আপনাকে শেয়ার করেছি।
ক্লীয়ার!!
০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩২
অস্পিসাস প্রেইস বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভৃগু ভাই ,
আপনার পোস্টটি গতকাল রাতেই আপডেটে দিয়েছি
শুভ কামনা
১২১| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৪
আম্মানসুরা বলেছেন: এলাহি কাণ্ড!!!!
এত কিছু কিভাবে করলেন???
চমৎকার ভাবে সব গুছিয়েছেন, পোষ্ট প্রিয় তে।
০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাঙ্ক ইউ উপকারি মূল্যবান মানুষ (আপনার নামের অর্থতো সম্ভবত তাই, তাই না?)
ভালো থাকবেন
অনেক ধন্যবাদ আর শুভকামনা
১২২| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৪
আম্মানসুরা বলেছেন: আমার নামের অর্থ আপনি জানলেন কেমনে
০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৫
অস্পিসাস প্রেইস বলেছেন:
ভালো ও বরকতময় নামের অর্থ বেশিদিন লুকানো থাকে না।।
আপনার
শিরোনাম দেবার জন্য কোন ভাষা খুঁজে পাচ্ছি না, চিৎকার করে কাঁদতে ইচ্ছা হয়! এর জন্য ধন্যবাদ।
এধরনের পোস্ট আরও লিখবেন।
শুভ কামনা.................
১২৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৬
সিটিজি৪বিডি বলেছেন: সুন্দর আয়োজন। আমার কোন কিছুই খুজে পেলাম না। ভাল কিছু শেয়ার করার জন্য চেষ্টা চালিয়ে যাব।
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাঙ্ক ইউ সিটিজি৪বিডি ভাই,
আপনার মত পরিশ্রমী ও সিনিয়র ব্লগারের কমেন্ট পেয়ে সম্মানিত হলাম
আপনার সংকলন পোস্টটি এতদিন নজরে আসেনি , তাই দেয়া হয়নি। ভুলত্রুটি ক্ষমা করবেন।
কিন্তু আপনার অন্য অনেক পোস্ট বুকমার্কে ছিল, প্রাসঙ্গিক ভাবেই আমার পরের পোষ্টে আসবে
ভাল থাকুন
শুভ কামনা
১২৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩২
সিটিজি৪বিডি বলেছেন: আমার ব্লগ বাড়ী (প্রিয় পোষ্ট সমুহের তালিকা)
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭
অস্পিসাস প্রেইস বলেছেন:
ভাই, আপনি একটা বস লোক
একটা শুভ সময়ে আপডেটে দিয়ে দিব,
আপাতত আপনার সংকলন পোস্ট আমি নিজেতো আগে এঞ্জয় করি
আমি কৃতজ্ঞ, হ্যাপি ব্লগিং
১২৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৪
এম মশিউর বলেছেন: সবাই দেখি লিঙ্ক দিয়ে যাচ্ছে!
তাই, চুপি চুপি আমিও একটা সংকলন দিয়ে গেলাম!
আমার প্রথম পোস্টে সামুর ইতিহাসে ব্লগারদের প্রথম পোস্টসমূহ
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০
অস্পিসাস প্রেইস বলেছেন: হা হা হা হা
ভাই আপনার এই পোস্ট নিয়ে আমি আগেই জানি, আমার আগের কমেন্টে সে ব্যাপারে বলেছিও।
একটা ভালো সময় দেখে আপডেট করে দিব
সাহায্য করায় কৃতজ্ঞতা রইল মশিউর ভাই
শুভ কামনা........
১২৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
সাদমান সাদিক বলেছেন: ভালো লাগলো
০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৫
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাংকস সাদিক ভাই, শুভ কামনা.......
১২৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভালো পোস্ট, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এতো কষ্ট করে এতো ভালো ভালো পোস্ট একত্র করার জন্য!!
আমার ব্লগে স্বাগতম
০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৬
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাংকস ভাই , আপনার ব্লগে স্বাগত দেয়ায় ডাবল থ্যাংকস
১২৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এ হেলাল খান বলেছেন: অস্থির অবস্থা ব্রোঃ আপনার দৈর্যের প্রশংসা করতে হয়। আমার মত আইলসাদের জন্য এইটা একটা চমৎকার কালেকশান। খোজা খুজি না করে আরামে পড়া যাবে।
ঘটনা সত্যি । বিশাল কর্মকাণ্ড ! সোজা প্রিয়তে !
০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
সাবরিনা আপু,
ভাল থাকুন
শুভ কামনা
১২৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৪
সামু মামু বলেছেন: একটা বিশাল সাহসী কাজ করে ফেললেন ।
ধন্যবাদ
০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৩
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাঙ্কস মামা
১৩০| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ফেবুতে শেয়ার দিলাম । প্রিয়তে নিতে পারছি না । :/
০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনি ভাল থাকুন সাবরিনা আপু
শুভ কামনা
হ্যাপি ব্লগিং....
১৩১| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪১
মনিরুল হাসান বলেছেন: ছড়া নিয়ে পোস্ট দেখলাম না। নিচের এই লিংকটা একবার দেখে আসুন।
Click This Link
অবশ্যই পছন্দ হবে।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১১
অস্পিসাস প্রেইস বলেছেন: চেনা ছড়া'র হাফ সেন্চুরী - ১৫০টি চেনা ছড়া
সুন্দর পোস্ট। চেনা ছড়াগুলো দিয়ে করা বাস্তবতার স্যাটায়ার ভালো লাগলো।
পোস্টটি সাজেস্ট করার জন্য ধন্যবাদ হাসান ভাই
শুভ কামনা।।
১৩২| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৮
সিটিজি৪বিডি বলেছেন: ۞۞ পোষ্ট সংকলনঃ বিয়ের আগে ও বিয়ের পরে (দাম্পত্য জীবন) ۞۞
এখানে অনেক শিক্ষণীয় পোষ্ট আছে। -------------আমি অফিসে ব্যস্ত থাকার কারনে ব্লগে খুব বেশী সময় দিতে পারি না। শুধুমাত্র পোষ্ট করেই কাজে ফিরে যায় বলে আপনাদের পোষ্ট খুব একটা পড়া হয় না। আরেকটা কথা আজ থেকে ৪/৫ আগেও আমরা সামইনকে খুব জনপ্রিয় করেছিলাম। সেই সময় খুব কমেন্ট করত। বর্তমানে পোষ্টে কমেন্ট খুব একটা পড়ে না বলে ব্লগাররা উৎসাহ হারিয়ে ফেলছে। তাই আমি বলব..প্রতিদিন একটির বেশী পোষ্ট না করে অন্যদের পোষ্ট পড়া উচিত। তাদের পোষ্টে মন্তব্য করাও উচিত। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছাসহ------------প্রবাস থেকে------
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬
অস্পিসাস প্রেইস বলেছেন: আমার মাসে একটার বেশী পোস্ট দেবার ইচ্ছে নেই।
আমার শেষ পোস্ট আগেই ড্রাফটে ছিল।
ব্লগ থেকে কেউ চলে যাবে আবার নতুন কেউ আসবে , এটা হয়ে আসছে , এটা নিয়ে চিন্তা করছিনা। কিছুদিন ধরে একপ্রকার ছুটিতে ছিলাম, সামনে এক্সাম ও কাজ নিয়ে ব্যাস্ততা বাড়বে, আমি নিজেও চলে যাব।
১৩৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩১
সাইবার অভিযত্রী বলেছেন: আমি জানি, আমার উপর বেশীর ভাগ লোকই বিরক্ত, বেশী ক্যাচাল করি তাই। সে যাই হোক , আমার ঐতিহ্য বজায় রাখতে আবার এলাম কিছু ফ্রেশ ক্যাচাল নিয়ে, তাবলীগ জামাত নিয়ে সাইবার অভিযাত্রীর ক্যাচাল সমগ্র
( about 30 links ! )
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০
অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনার ঐতিহ্য আমার কাছে খারাপ লাগেনা। সময় নিয়ে প্রফেসর ইউনুসকে নিয়ে আপনার পোস্টগুলো পড়তে যাব।
আপনার দেয়া লিঙ্কটা রাখলাম। আপনাকে অনুসরনে নিলাম। ধন্যবাদ।
১৩৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় ব্লগার, স্টিকি পোষ্টের শিরোনাম পরিবর্তন না করাই ভালো।
সকল আপডেট, পোষ্টেই জানানো উচিত।
ধন্যবাদ।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
ঠিক করে দিলাম। যেকোনো পরামর্শ নির্দ্বিধায় জানাবেন।
ধন্যবাদ।
১৩৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫০
বোকা সোকা বলেছেন: অনেক খেটেছেন বুজতে পেরেছি ধন্যবাদ। সময় নিয়ে পড়তে হবে আপাতত প্লাস ও প্রিয়তে
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১০
অস্পিসাস প্রেইস বলেছেন:
কম কথায় সব বলা কমেন্ট পড়ে ভালো লাগল।
ধন্যবাদ রেজা ভাই।
১৩৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১
উড়নচন্ডী ডটকম বলেছেন: আমার পোষ্টে মন্তব্য করার জন্য somewhereinblog এর পুরোধা জানা আপুকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ .....
এমন তেল চুকচুকে শুরুটা প্রচন্ড বেখাপ্পা।জানাকে এভাবে তেলে ভাসিয়ে দেওয়ার চেষ্টায় আপনার পোষ্টের ভাল কাজগুলোর আগ্রহ নষ্ট করে।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬
অস্পিসাস প্রেইস বলেছেন: আমার মনে হয় জানা আপু নিজেও এতে বিরক্ত হচ্ছেন। তাই আমার পোষ্টে নতুন কোন কমেন্ট করছেন না।
লাইনটা ডিলিট করে দিলাম। থ্যাংকস।
আমার কাজটা ভালো বলায় খুশি হলাম।
জানা আপুকে শ্রদ্ধা করি। শুধু আমি না , অনেকেই করে।
১৩৭| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৪
আমি বন্য বলেছেন: ভাই কেম্নে পারেন এরকম করতে.।। লাইক আ বস.।
পারলে আমার ব্লগে ঘুইরা আইসেন, Child abuse নিয়া কিছু পোস্ট আছে। অনেকের কাজে লাগবে।।
ভাল থাকবেন।।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১১
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস ভাই, অবশ্যই ঘুরে আসব।
নিমন্ত্রনের জন্য ধন্যবাদ।
১৩৮| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৬
হৃদয় রিয়াজ বলেছেন: প্রিয়তে না নিয়ে আর উপায় আছে!!
ধন্যবাদ এত চমৎকার একটি পোস্টের জন্য।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনার "ভালবাসার ইতিকথা" কবিতাটা ভালো লাগলো। প্রশংসা করে এলাম।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
১৩৯| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭
শব্দহীন জোছনা বলেছেন:
লিঙ্কু পোস্টের লাগিয়া থেঙ্কু
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০২
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস ভাই,
শুভেচ্ছা
১৪০| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬
পাগলমন২০১১ বলেছেন: +++++ ও প্রিয়তে
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস বস,
আমিও আপনার মত ক্যাচালহীন থাকতে পছন্দ করি।
সাথে থাকবেন।
শুভ কামনা।।।
১৪১| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০০
পাগলমন২০১১ বলেছেন: সাথে আছি সাথে রব,
চলতে চলতে কথা কব।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস। আমি কৃতজ্ঞ।।
১৪২| ১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৩
ভূতাত্মা বলেছেন: একসাথে এতো কিছু!!! :-& :-&
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩১
অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
১৪৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬
আমি ময়ূরাক্ষী বলেছেন: শ্রমসাধ্য, কষ্টকর পোস্ট ।
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনার পেডোফিলিয়া ও পেডোফিলিক বা শিশু যৌন নির্যাতন ও নির্যাতনকারী- আর নয়- চাই না লেখাটি এই ব্লগের 'অক্টোবর ৯' এর আপডেটের সাথে এড হয়েছে।
দায়িত্বপূর্ণ লেখার জন্য ধন্যবাদ।
১৪৪| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩
সাজিদ ঢাকা বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ অস্পিসাস প্রেইস , , , পোস্ট গুলো পড়ে কেও যদি ভ্রমনে যায় তবেই লেখার সার্থকতা , , , আপনার পোষ্টে জায়গা দেয়ার জন্য অনেক ধন্যবাদ , , পোস্ট পড়ে আগ্রহী হয়ে কেও ঘুরতে গেলে তার সমান কৃতিত্বের ভাগীদার আপনিও
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৬
অস্পিসাস প্রেইস বলেছেন:
আমি কৃতজ্ঞ।
আপনার ভ্রমন আরো উপভোগ্য , নির্ঝঞ্ঝাট ও নিরাপদ হোক।
ঈদ মোবারক!
১৪৫| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৮
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: কত দিবস-রজনী লাগিল, মশায়?
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১১
অস্পিসাস প্রেইস বলেছেন:
আড়াই বছরের চেয়ে কিছু বেশী।Truly.......
১৪৬| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭
কালোপরী বলেছেন:
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৭
অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ
আপনার প্রতি শুভ কামনা আপু।।
১৪৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩
তুহিন সরকার বলেছেন: চমৎকার একটি উদ্যোগ বলা চলে।
অস্পিসাস প্রেইস-এর জন্য শুভেচ্ছাসহ শুভকামনা।
ভাল থাকবেন।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৬
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস তুহিন ভাই, ভাল থাকবেন।
শুভেচ্ছা ও শুভকামনা।।
১৪৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৯
সাহাদাত উদরাজী বলেছেন: চমৎকার।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ সাহাদাত ভাই!
ঈদের আগাম শুভেচ্ছা....!!
১৪৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
১৫০| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদ মোবারক!
ভূমিকাটি অসাধারণ লিখেছেন। এর জন্যেই আবার কমেন্ট করলাম।
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫০
অস্পিসাস প্রেইস বলেছেন:
না লিখে পারলাম না। খুব কষ্ট লাগে যখন দেখি সাধারন ব্লগারদের অসাধারণ লেখাগুলোতে তেমন কমেন্ট আসেনা, নজরে পরেনা। হারিয়ে যায়। পরে আর খুঁজে পাওয়া যায়না। তারা নিঃস্বার্থভাবে নিরবে নিভৃতে বছরের পর বছর লিখে যায়।
আপনাকেও ঈদ মোবারক।
১৫১| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫২
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার হৈসে লিখাটা ||
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৪
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাংকস! আপনার কাছ থেকে critics না পাওয়া পর্যন্ত শান্তি পাইনা!
মুন ভাই, আপনাকে ও আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।
ইনশাল্লাহ সুখে আনন্দে নিরাপদে কাটুক ঈদ
ঈদ মোবারক!!
১৫২| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অসাধারণ লিখেছেন আজ! অভিনন্দন....
ঈদ মোবারক
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
বস আপনার অন্যের পোস্টে সৃজনশীল মন্তব্য। মাঈনউদ্দিন মইনুল। থেকে প্রতিদিন পড়াশুনা করি! ব্লগিং নিয়ে আপনার অন্য লেখাগুলোও অসাধারণ।
আপনাকে ও আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।
ইনশাল্লাহ সুখে আনন্দে নিরাপদে কাটুক ঈদ
ঈদ মোবারক!!
১৫৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২২
লিঙ্কনহুসাইন বলেছেন: এতো কষ্ট কেমতে করেন? আমার তো পোষ্ট পড়তেই অসহ্য লাগে , আর আপনি এতো গুলা ব্লগারের ব্লগে গিয়ে পোষ্ট পড়ে নির্বাচন করে তার পর আবার সংকলন তৈরি করেছেন !!! ওহ এতো কষ্ট মানুষ কেমতে করে কে জানে । এই অসীম ধৈর্য নিয়ে এই সংকলন করার জন্য ধন্যবাদ ।
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
লিঙ্কন ভাই........ আপনার মন্ত্যব্বের প্রতিউত্তর কি দিব! ধন্যবাদ!
সামুতে প্রান চাঞ্চল্য আরো বাড়ুক। ব্লগারদের হারিয়ে যাওয়া পরিশ্রমী লেখাগুলোতে আবারো কারো নজর পড়ুক। এইতো, এটাই চাচ্ছি তাই কষ্ট করছি।
ইনশাল্লাহ আপনার ও আপনার পরিবারের সুখে আনন্দে নিরাপদে কাটুক ঈদ
ঈদ মোবারক!!
১৫৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩১
শুঁটকি মাছ বলেছেন: ঈদ মুবারাক!!!!!!!!!!!!!!!!
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪০
অস্পিসাস প্রেইস বলেছেন:
ঈদ মোবারক বস!
ইনশাল্লাহ আপনার ও আপনার পরিবারের সবার সুখে আনন্দে নিরাপদে কাটুক ঈদ আমার দোয়া রইল।
ঈদ মোবারক!!
১৫৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৪
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ঈদ মুবারাক!!
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০০
অস্পিসাস প্রেইস বলেছেন:
ঈদ মোবারক সুমন ভাই!
আপনাকে ও আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।
ইনশাল্লাহ সুখে আনন্দে নিরাপদে হাসিখুশি কাটুক আপনার ঈদ
১৫৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪
স্বপ্নসমুদ্র বলেছেন: আসলেই অনেক ধৈর্যের কাজ। তবে খুব কাজের। its an index of সামু।
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৫
অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনার কাগজ ভাজ করার শিল্প টা বেশ ভালো লাগলো।
ঈদের শুভেচ্ছা.............
১৫৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩১
আমি তুমি আমরা বলেছেন: ভাল প্রচেষ্টা
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস। ঈদ মোবারক।
১৫৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৭
অচিন্ত্য বলেছেন: আজকের আপডেটটা অসাধারণ হয়েছে। ব্লগ প্ল্যাটফরমকে এমন মমতা নিয়ে দেখার চোখ সত্যিই অসাধারণ !
ভাল থাকুন
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
মমতা তো আসবেই অচিন্ত্য ভাই। আমাদের আপনজনরাইতো কত মমতা নিয়ে এই ব্লগ প্ল্যাটফরমে নিজের মনের কথা শেয়ার করে।
আপনাকে ও আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা....
ভাল থাকুন
ঈদ মোবারক!!
১৫৯| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৪
সিটিজি৪বিডি বলেছেন: আজকের আপডেটঃ
সিটিজি৪বিডি এর
আমার ব্লগ বাড়ী (প্রিয় পোষ্ট সমুহের তালিকা)
۞۞ পোষ্ট সংকলনঃ বিয়ের আগে ও বিয়ের পরে (দাম্পত্য জীবন) ۞۞
আপনার এই কঠিন কাজটি সত্যিই ভাল লাগছে। প্রবাস থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ভাল থাকবেন।
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৯
অস্পিসাস প্রেইস বলেছেন: কঠিন কাজে আপনার মত সিনিয়র ব্লগারের সমর্থন পেয়ে ভালো লাগলো।
আমার ব্লগ বাড়ী (প্রিয় পোষ্ট সমুহের তালিকা)
۞۞ পোষ্ট সংকলনঃ বিয়ের আগে ও বিয়ের পরে (দাম্পত্য জীবন) ۞۞ চেয়েছিলাম বিশেষ দিনে দিতে, তাই করলাম।
ধন্যবাদ।
১৬০| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৬
রাবেয়া রব্বানি বলেছেন: বেশ ভালো পোষ্ট। ভুমিকা বেশ টানলো
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪০
অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকবেন।।
১৬১| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩
কয়েস সামী বলেছেন: ভুমিকাটা প্রথম দিনই পড়া হয়েছিল। অসাধারন লিখেছেন ভাই। আপনার সংকলনে একদিন আমার নামটা দেখার স্বপ্ন দেখি।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ কয়েস সামী ভাই, যদি আপনাদের ভাল লাগে তবেই আমার সার্থকতা ।
আপনি আপনার "মানবীয় মন, মন রোবোটিয়" থেকে "একটা প্রেমের গল্প: চকোলেট" পর্যন্ত গল্পগুলো সংকলন করতে পারেন। আমি এড করে খুশি হবো।
১৬২| ১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২০
কয়েস সামী বলেছেন: আচ্ছা আপনি কে বলুন তো। আপনার সংকলন পোস্টগুলো দেখে বুঝা যায় আপনি অনেক দিন ধনে সামুতে আছেন। আপনার প্রোফাইল এক তথ্য দিলেও আপনার পোস্টগুলো অন্য তথ্য দেয় যে!
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনাকে ধন্যবাদ কয়েস ভাই, আপনার ভালো ভালো পোস্টের অপেক্ষায় রইলাম
১৬৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
সিটিজি৪বিডি বলেছেন: আমার কোন লিখা প্রথম পাতায় আসছে না। আমি এখন কি করতে পারি?
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১১
অস্পিসাস প্রেইস বলেছেন:
এখন রাত। কা্ল এই ব্যাপারে অন্য দুই একজন ব্লগারের সাথে পরামর্শ করব। আপাতত আপনার লাস্ট পোস্টের লিঙ্ক ব্লগারদের ফেসবুক গ্রুপে শেয়ারে দিচ্ছি। আমার কোন পোষ্ট এই প্রব্লেমে পড়লে তাই করতাম।
আপনাকে অনেক শুভ কামনা ভাই। ভালো থাকবেন।
২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২
অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনার নতুন লেখা পোষ্ট করার আগে নিচের ছবির মার্ক করা জায়গায় টিক / ক্লিক দিয়েছেন কিনা দেখুন। আপনার পোস্ট দেবার সময় এটা আপনার ব্লগের ডানের উপরের কোনায় পাবেন।
১৬৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১০
জেরিফ বলেছেন: অনেক তথ্য বহুল পোস্ট । সরাসরি প্রিয় তে+++
অনেক অনেক শুভ কামনা
২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬
অস্পিসাস প্রেইস বলেছেন:
এটা আমার খুব পছন্দের পোস্ট।
অনেক অনেক ধন্যবাদ জেরিফ ভাই
ভালো থাকবেন।
শুভ কামনা।।
১৬৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২
সুখীমানু৭৭ বলেছেন: ধন্যবাদ।
এত কষ্ট করে সবগুলো পোষ্ট এক সাথে করার জন্য।
ভাল থাকবেন।
২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ
ভালো থাকবেন। শুভ কামনা।।
১৬৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনি কি সেফ এখন
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১
অস্পিসাস প্রেইস বলেছেন: না বস, এখনো সেফ হইনি।
১৬৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪
বেলা শেষে বলেছেন: A supper good Collection!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৬
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাঙ্কস ব্রো! কালেকশনটি আসলেই অনেক জটিল! আমি প্রায়ই এই পোস্ট থেকে লিঙ্ক নিয়ে ব্লগ পড়ি। পছন্দের সব ক্যাটাগরির পোস্টের লিঙ্ক সাজানো আছে এখানে। নিজের জন্য অনেক যত্ন করে করেছিলাম এই পোস্ট।
ভালো থাকুন! নিরন্তর শুভেচ্ছা........
১৬৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭
বেলা শেষে বলেছেন:
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৪
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাঙ্ক ইউ সো মাচ!!! ওফ.... ইটস এ প্লেজার!!!!
এটা আপনার জন্য, আমার ব্লগের সিগনেচার গ্রিটিংস। বহুদিন পর কাউকে দিচ্ছি, ফিলিং নস্টালজিক!!
ভালো থাকুন! নিরন্তর শুভেচ্ছা........
১৬৯| ২১ শে মার্চ, ২০১৪ রাত ২:৩৭
উড়োজাহাজ বলেছেন: হায় হায়! জীবনে কি এ্ত লেখা পড়ে মরতে পারব?
শুনেছিলাম একবার এক অসুস্থ লোক মারা যাবার আগে তার সদ্য কেন নুতন জুতোর দিকে আফসোস করতে করতে মারা গিয়েছিলেন। জুতো জোড়া পায়ে দিয়ে মরতে পারেন নি। পরজনমে নাকি তিনি মুচি হয়ে জন্মেছিলেন। আমি যদি পড়তে না পারার আফসোস নিয়ে মারা যাই তাহলে পরজীবনে কী হয়ে জন্মাতে পারি?
আচ্ছা, পরকালে কী সৃষ্টিকর্তা পড়ার সুযোগ দেবেন না?
২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৫
অস্পিসাস প্রেইস বলেছেন: ব্লগে বেশ কিছুদিন পর লগ ইন করলাম।
আর আমরা চাইলেও জীবনে সবকিছু করে শেষ করতে পারিনা। তবে অবসর সময়ে মন মতো পছন্দের লেখা সহজে খুজে পেলে ভালো লাগে।
আশা করি যখন যে ধরনের লেখা পড়তে ইচ্ছে করবে তখন তা এই পোস্ট থেকে খুজে পাবেন।
আমার পোস্টে আসায় কৃতজ্ঞতা রইলো উড়োজাহাজ। নিরন্তর শুভ কামনা
১৭০| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২
সুমন জেবা বলেছেন: সামুতে ব্লগার সংখ্যা লক্ষাধিক। তাদের ৯৯.৯৯% ই সাধারন মানুষ।
এই সাধারন মানুষ কারা জানেন? আপনার বাড়ির সামনে দিয়ে যে মধ্যবয়স্ক লোকটি প্রতিদিন কাঁধে টিফিন বক্স নিয়ে অফিসে নিচু মাথায় হেটে যান সে। আর কে জানেন? আপনার বাসার নিচের ফ্ল্যাটে যে নারী তার শিক্ষা,ক্যারিয়ার, আকাশ ছোঁয়ার স্বপ্ন সব নিজ সংসারের জন্য বিলিয়ে দিয়েছেন সে। এখানে আরো আছে আপনার পাড়ার মেসের ছেলেটি যে তার কষ্টের কথা কখনো মা বাবাকে বলে না। আমেরিকায় থাকা ছাত্রটি টেলিফোনে বলে না সেখানকার বাঙ্গালি মধ্যবিত্ত ছাত্রের বাস্তবতা, কিংবা মধ্যপ্রাচ্যের শ্রমিকটি তার গ্রামে ফেলে আসা বউকে বলেনা তার হাড় ভাঙ্গা পরিশ্রমের কথা।
তারা কোথায় কথা বলে জানেন? এই ব্লগে। এখানে কর্মজীবী সেই মানুষটি বাসায় ফিরে লুঙ্গি পড়ে ছোট মেয়েটিকে কোলে নিয়েই ব্লগ লিখতে বসে যান। ভাঙ্গা ভাঙ্গা হাতে কীবোর্ডে আঙ্গুল চালিয়ে আপনমনে জীবন লেখে যান। প্রবাস জীবনে সময় মানে যেখানে ডলার বা রিয়াল, তবু সেই ছাত্রটি বা শ্রমিকটি অর্থের উপরে নিজের মন আর বিবেককে স্থান দেন, সময় বাঁচিয়ে ভাবনার প্রকাশ ঘটান এই ব্লগে। বাংলার পথে পথে বেড়িয়ে আসা তরুণটি ঘরে ফিরে বিশ্রাম না নিয়েই লিখতে থাকেন বাংলা মায়ের গল্প, যেন আমরা সবাই দেশকে নিয়ে গর্বিত হই।
ফ্ল্যাটের সেই নারীর ভিতরের মানুষ বেচে থাকে ব্লগে। এখানে তিনি সাধারন ডাল ভর্তার রেসিপি থেকে শুরু করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে পর্যন্ত লিখে ফেলেন, আলোড়িত করে দেন সবাইকে । ব্লগে কোন নারী তার রুপ দিয়ে নয়, মনের আলো দিয়ে চারদিক আলোকিত করেন। এখানে চল্লিশরধ নারীরাও আপন দ্যুতিতে তরুণদের যে শ্রদ্ধা ও ভালোবাসা পান তা দেখে যেকোনো তরুণী মডেল হিংসায় জ্বলবে। এখানে অফিসের বস না হয়েও একজন প্রবীণ ব্লগার আকুণ্ঠ সম্মান পান । গ্রামের ছেলেটি তার টেকি পোস্ট নিয়ে পাল্লা দেন শহরের ছেলের সাথে। মফস্বলের গৃহবধূ সবাইকে চমকৃত করেন সংসার নিয়ে তার বুদ্ধিদিপ্ত টিপস দিয়ে!
সাধারন মানুষ কখনো সমাবেশে বক্তব্য দিতে পারেন না। সাংবাদিক সম্মেলন করেন না। টিভির টক শোতে তাদের জায়গা হয় না। একজন সাধারন মানুষের পরামর্শ কখনো পত্রিকায় হেডলাইন হয়না। তার গল্প কবিতা পৌছায় না কোন পাবলিশারের কাছে। কিন্তু তার সব আবেগ স্থান পায় এই ব্লগে। তার বিবেক লক্ষ বিবেকের সাথে যূথবদ্ধ হয় এই ব্লগে।
তাদের লেখা পড়তে পড়তে একজন যুবক সিগারেট ধরাবার কথা ভুলে যায়। সাইবার ক্যাফেতে পর্ণ দেখতে আসা কিশোরটি ব্লগে এসে হারিয়ে যায় জ্ঞ্যানের রাজ্যে
গল্প কবিতা থেকে শুরু করে ঘরের সুচ থেকে মঙ্গল গ্রহের রকেট, কিংবা হর্তা-কর্তাদের হাড়ির খবর সবই এখানে তারা শেয়ার করেন। টাকার বিনিময়ে না, স্বার্থের বিনিময়ে না, বরং মনের তাগিদে ভালোবাসা ছড়াতে তারা এখানে আসেন। তারা দিনের পর দিন ধরে একটা লেখা লিখেন, পোষ্টের পর অনেক পরিশ্রমের সে লেখা হয়তো অন্য লেখার ভিড়ে ১ ঘণ্টাতেই হারিয়ে যায়। তবু তাদের তৃপ্তি কখনো কমে না।
এই ব্লগারদের কেউ না কেউ এই মুহূর্তে আপনার আশে পাশেই আছেই।
এখানে অনেকেই হয়তো গুছিয়ে লিখতে পারেনা..কিন্তু ঠিকই প্্রত্যাকটা পোষ্ট এর নিরব পাঠক । যেমনটা এই আমি । আমার মত কাউকে চেনার দরকার নেই।
তার জন্য আপনি চোখ বন্ধ করুন, বুকে হাত রেখে মন থেকে বলুন, “ অনেক অনেক ধন্যবাদ, শুভ কামনা ” .....
" অস্পিসাস প্রেইস " ভাই
আপনার কথার ভেতরই আমাদের খুজে পেলাম বলেই দু'লাইন লিখে দিলাম আপনার লেখার ভেতর sorry তার জন্য ।
২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:০০
অস্পিসাস প্রেইস বলেছেন: নীরব পাঠকের মুল্য আমি বুঝি জেবা ভাই। আমি নিজেও তো পাঠকই ছিলাম। সেই অভিজ্ঞতা থেকেই এই পোস্ট। ব্লগ লিখি আর কয় দিন হলো!
পাঠকেরা ব্লগারের নাম দেখে পোস্টে যান না, যান পোস্টের বিষয় দেখে। নীরব পাঠকেরা ব্লগ পড়েন নিজের তৃষ্ণা মেটাতে, হিট পাবার জন্য না। পাঠকদের কোন গ্রুপ/সিন্ডিকেট থাকেনা। মন্তব্য/প্রতিউত্তর লিখতে সময় ব্যয় হয়না বলে পড়তে পারেন অনেক বেশি। আর ব্লগ তো টিকে থাকে নীরব পাঠকের ভালোবাসাতেই।
চোখ বন্ধ রেখে মন থেকে বলছি...
অনেক অনেক ধন্যবাদ সুমন জেবা ভাই, শুভ কামনা.....
১৭১| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩১
সুমন জেবা বলেছেন: @অস্পিসাস প্রেইস " ভাই
ভালো লাগার আবেশ ছড়িয়ে দিল আপনার উত্তরখানা ।
আরো বেশী বেশী পড়ার আগ্্রহ জানিয়ে আপনাকে ধন্যবাদ ।।
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২০
অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
ভালো থাকুন। নিরন্তর শুভ কামনা.......
১৭২| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
আহসানের ব্লগ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া
১৭৩| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:০২
ফেরারী আউট-ল বলেছেন: দারুন দারুন।
১৭৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৯
রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন।অনেক অনেক+++উপকারী পোস্ট
১৭৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: সামুতে আর আসেন না কেন ?
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
ইমরাজ কবির মুন বলেছেন:
হিউজ পোস্ট !!
আপনি কি এখনো ওয়াচে ? তাহলে এ পোস্ট দেয়ার কষ্ট সার্থক হবেনা ||