![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
For further: f/auspicious.praise
♣হাটে যাওয়া থেকে কোরবানির পশু কেনা পর্যন্তঃ♣
☀ হাটের জন্য পর্যাপ্ত সময় রাখুন। তাড়াহুড়ো যেন করতে না হয়।
☀ হাটে পোশাক ময়লা হবে। তাই সে অনুযায়ী পোশাক পড়ুন। সাথে ছাতা নিতে ভুলবেন না।
☀ কোরবানির পশু কেনার টাকা সবাই ভাগ করে যার যার সাথে রাখুন। পুরো টাকা একজনের কাছে রাখবেন না। নইলে পকেট মার হলে সব টাকা একসাথে যাবে।
☀ ঘর থেকে বের হবার সময় মুরুব্বিদের কাছ থেকে জেনে উত্তম কিছু কেনার দোয়াটা পড়ে নিন।
☀ হাটে হকারদের কাছ থেকে কিছু কিনে খাবেন না। তাহলে স্বাস্থ্যের পাশাপাশি জীবন ও হুমকিতে পড়তে পারে। অজ্ঞান পার্টি থেকে সাবধান!
হাটের দালালদের কাছ থেকে সাবধান! প্রয়োজনে বুঝে শুনে একজন সাথে রাখতে পারেন।
☀ পশুর বয়স নিশ্চিত হয়ে নিবেন। কোরবানির গরুর বয়স কমপক্ষে দুই বছর এবং ছাগলের কমপক্ষে ছয় মাস হতে হয়।
☀ সুস্থ-সবল, উজ্জ্বল চামড়ার সতেজ ও বলিষ্ঠ পশু কিনুন।নীরোগ পশু কিনুন। চামড়ায় কাটা / ঘা, জিহ্বায় ঘা , পেট অতিরিক্ত ফোলা , ভাঙ্গা শিং , খুরের মধ্যে ক্ষত থাকলে পশু কিনবেন না।
☀ পশু রোগাক্রান্ত কিনা, স্টেরয়েড বা অন্য কোন ড্রাগে বিপর্যস্ত কিনা দেখে নিবেন। বিক্রেতার কথায় বিভ্রান্ত হবেন না।
☀ পশু কেনার পর হাটের খাজনা / হাসিল ঠিকমত পরিশোধ করুন।
পশু ঘরে আনার সময় আগেই কল দিয়ে জানিয়ে দিন বেঁধে রাখার জায়গা প্রস্তুত রাখতে। পশুর খাবারও কিনে ফেলুন।
☀ কসাই বুকিং দিয়ে রাখুন।চাটাই কিনে রাখুন। ডেটল / স্যাভলন কিনে রাখুন। ছুরি, দা ধার করে রাখুন। দারিপাল্লাও জোগাড়ে রাখুন।কোরবানির আগে পরের পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ব্লিচিং পাউডার কিনে ফেলুন।
♣কোরবানির প্রস্তুতিঃ♣
☀ জবাইয়ের ১২ ঘণ্টা আগেই পশুকে খাওয়াদাওয়া থেকে বিরত রাখুন।
☀ পশু জবাইয়ের আগে কোনোভাবেই তাকে পরিশ্রম বা উত্তেজিত করা যাবে না। এর ফলে মাংসের গ্লাইকোজেন বা সঞ্চিত শক্তি হারিয়ে যায়। ফলে এসিডিটিতে দ্রুত মাংস নষ্ট হয়ে যায়।
☀ কোরবানি সম্পন্ন হলে পুরো জায়গা সম্পূর্ণ পরিস্কার করে ফেলতে ভুলবেন না। পুরো স্থান সাফ করে পানি দিয়ে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন।
♣মাংস ফ্রিজে রাখার জন্যঃ♣
☀ পশু জবাইয়ের অন্তত তিন-চার ঘণ্টা পর্যন্ত মাংস শক্ত থাকে। সে সময় কোনোভাবে মাংস রেফ্রিজারেটরে রাখা যাবে না। তিন-চার ঘণ্টা পর মাংস শক্ত থেকে নরম হলে প্রক্রিয়াজাত করে তারপর রান্নার কিংবা রেফ্রিজারেটরে রাখার সিদ্ধান্ত নিতে হবে।
☀ রেফ্রিজারেটরে রাখার সবচেয়ে ভালো পদ্ধতি হল প্যাকিং করে রাখা। তবে খেয়াল রাখতে হবে ঠিকমতো তা প্যাকিং হয়েছে কি না। হাড়সহ মাংস, হাড় ছাড়া মাংস, চর্বিসহ মাংস, চর্বি ছাড়া মাংস-এই প্রতিটি প্যাক হবে আলাদা। ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে ছোট ছোট প্যাকেট করতে হবে।
•মনে রাখবেন, পানি (এবং রক্ত তো আবশ্যই) ঝরানো টা খুব প্রয়োজন। নয়ত ফ্রিজের ঠাণ্ডায় মাংসের ভিতরে তা জমে বরফ হয়ে যায়। আয়তনে বড়, গঠনে শক্ত ও ধারালো হয়ে এই বরফ মাংসের টিস্যুগুলোকে ছিন্নভিন্ন করে স্বাদ ও মান নষ্ট করে দেয়। একারনে কমার্শিয়াল ফুড ইন্ডাস্ট্রিতে খাবার সংরক্ষনে তাই Freezing and Thawing খুব সাবধানে করা হয়। Freezing and Thawing এর বাজে প্রভাব এড়াতে মাংস ছোট ছোট প্যাকেট করে ফ্রিজিং করুন, তাহলে যতটুকু প্রয়োজন একবারে অতটুকুই বের করতে পারবেন। লোড শেডিং এর সময় ফ্রিয খুলবেন না।
☀ অবশ্য মাংস বড় একটা ডিশে করেও রেফ্রিজারেটরে রাখতে পারেন।
☀ কাঁচা অবস্থায় মাংস ঘরের সাধারন রেফ্রিজারেটরে রাখতে চাইলে ১৮ থেকে ২২ ডিগ্রি সেন্টিগ্রেড তাপেই চলবে। এতে গরুর মাংস ১২ মাস, খাসির মাংস ছয় মাস, মাথা, কলিজা ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।
☀ মাংসটা যখন ডিপ ফ্রিজে কিংবা রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হবে, তখন প্যাকেটে সেদিনের তারিখটা লিখে রাখতে হবে। এতে পরে বোঝা যাবে মাংস পুরনো হয়ে নষ্ট হয়ে গেল কি না।
☀ আমার পছন্দ মাংসে লবণ, ভিনেগার, মসলা মাখিয়ে রাখা। এতে রেফ্রিজারেটরে রাখলেও মাংসের স্বাদ ভালো থাকে।
☀ রান্না করা মাংস ছোট ছোট বক্সে রাখুন।
♣ফ্রিজ ছাড়া রাখার উপায়ঃ♣
☀ বাংলাদেশে সবচেয়ে প্রচলিত হচ্ছে বড় বড় হাড়িতে মাংস রেধে প্রতিদিন সেটা জ্বাল দিতে থাকা। একসময় তা শুকিয়ে অসাধারণ স্বাদের হয়। এই পদ্ধতি তা ভালো। এছাড়া অন্য উপায় হচ্ছেঃ
☀ মাংস ঘরে আনার ৮-১০ ঘণ্টার পর লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে (১০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা) নিলে মাংস ভালো থাকবে। ফলে মাংসের ভেতরের অন্যান্য জীবাণু মরে যায়। এর ফলে গরমকালে ১২ ঘণ্টা এবং শীতকালে ২৪ ঘণ্টা মাংস ভালো থাকে।
☀ কড়া রোদে মাংস শুকিয়ে মাংসের আর্দ্রতা কমিয়ে এনে তা সংরক্ষণ করা যায়। মাংস সংরক্ষণের সবচেয়ে আদি পদ্ধতিই হলো মাংস রোদে শুকিয়ে নেওয়া।
খুব কড়া রোদে ৭ দিন মাংস শুকিয়ে সংরক্ষণ করা যেতে পারে। রোদে শুকালে মাংসের আর্দ্রতা কমে যায়। পানি শুকিয়ে গেলে তবেই মাংস সংরক্ষণ করা যাবে।
☀ হালকা লবণ দিয়ে মাখিয়ে নিয়ে রোদে ভালোভাবে শুকালে এই মাংস ভালো থাকে অনেক দিন।
তবে শুকানোর পর অবশ্যই মাংসগুলো টিনে ভালো করে এঁটে রাখতে হবে, নয়তো পোকামাকড়ের আক্রমণে তার আবার অপচয় হবে।
☀ ভিনেগার দিয়েও মাংস সংরক্ষণ করা যায়। কোনো টিন বা বোতলে ভিনেগারে মাংস সম্পূর্ণভাবে ডুবিয়ে রাখলে মাংস ভালো থাকে অনেক দিন। আর ভিনেগার যদি না পাওয়া যায়, তাহলে তার বদলে লেবুর রস ব্যবহার করা যেতে পারে।
☀ রেফ্রিজারেটরে মাংস না রেখে বাইরে রাখতে চাইলে বড় বড় টুকরা করে কাটা মাংসে মসলা মাখিয়ে তেল দিয়ে কড়াইতে রাখা যেতে পারে। তবে প্রতিদিন অন্তত একবার কড়াইতে রাখা মাংস গরম করতে হবে।হালকা লবণ ও হলুদ দিয়ে মাংসগুলোকে তাপ দিতে হবে। তাহলে অনেক দিন সাধারণ তাপমাত্রায়ই রাখা যায়। তাপমাত্রা কেমন থাকবে তা জানতে আবহাওয়া অফিসে যোগাযোগ করতে পারেন
যেসব পদ্ধতির কথা বলা হয়েছে মাংস সংরক্ষণের ক্ষেত্রে, এসব পদ্ধতিতে মাংস সংরক্ষণ করলে প্রোটিন, লৌহ ও ফসফরাস এসব সংরক্ষিত থাকে।
মনে রাখবেন, অল্প তাপে বেশি সময় ঢেকে মাংস রান্না করলে ভিটামিন ডি সংরক্ষিত থাকে।
মাংস টিফিনে নিবেন কিভাবে?
☀ টিফিন বাক্সে খাবার নিয়ে বেরোনোর আগে খাবার ঠাণ্ডা করে নিন।কখনোই গরম খাবার নেওয়া যাবে না, এতে খাবার নষ্ট হতে পারে। গরম নিতে চাইলে হট লাঞ্চ বক্স ব্যাবহার করবেন।
☀ টিফিন বক্সে মাংসের শুকনো আইটেম নেয়াই ভালো। কাবাব নিতে পারেন।
☀ আজকাল সব অফিসেই ছোটখাটো রান্নাঘর , ওভেন থাকে। সুযোগ থাকলে খাওয়ার আগে খাবার ও মাংস গরম করে নিন।
☀ খাবার টিফিনবক্সে কতক্ষন ফ্রেশ থাকবে তা নিশ্চিত হয়ে নিন।
♣হেলথ টিপসঃ♣
☀ মাংস ভালভাবে সিদ্ধ করে রান্না করবেন। নয়ত কৃমি, এমনকি এনথ্রাক্সের ঝুকি থাকে।
☀ মাংস রান্নার আগেই চর্বি ছাড়িয়ে নিন। এতে ক্যালরির পরিমাণ কমে আসবে।
☀ এই সময় খালি লবণ খাওয়া ছেড়ে দিন।লবণ খেলে শরীরে পানির পরিমাণ বেড়ে যায় এবং উচ্চরক্তচাপের আশঙ্কা থাকে। প্রয়োজনে লেবু বা লো সোডিয়াম লবণ ব্যাবহার করুন।
☀ মাংস ডীপ ফ্র্যাই এর চাইতে বেকড রান্না অনেক স্বাস্থ্য সম্মত, তবে তাতে মাখন, ঘি এসব দিলে লাভ হবেনা।
☀খাবার প্লেটে প্রচুর স্যালাড রাখুন। লেবুর শরবত খান। কোল্ডড্রিঙ্কস যত কম খাবেন তত ভালো।
☀মাংস খাওয়া শেষে দৈ খাবেন। লাল মাংস পেটে বিষ ও খারাপ জীবাণু বাড়ায়। দৈ সেটা প্রতিরোধ করে।
☀মাংস খাবার পরেই চা খাবেন না। দুটো মিলে বিষ তৈরী করবে। আল্লার ওয়াস্তে খাবার পর সিগারেট খাবেন না , এটা আরো ভয়ঙ্কর।
☀নির্দিষ্ট সময় অনুযায়ী খাওয়ার চেষ্টা করুন।
☀ওজন মাপুন
☀ ফল খান। লেবু জাতীয় ফল ভালো কাজ দিবে।
☀ডায়বেটিস / প্রেসার / কোলরেস্টেরল এর রোগীরা সাবধান থাকুন।
*ঘুমোতে যাবার ৩-৪ ঘন্টা আগেই ডিনার শেষ করুন। খাবার টেবিলে বসার আধ ঘন্টা আগে পানি খান। এছাড়া খাবার শেষ হবার সাথে সাথে নয়, বরং আধ ঘন্টা পর পানি খাবেন। এসব আপনার হজম কে চরম করবে!
কিছু অনুরোধঃ
☀ কোরবানি নিয়ে দয়া করে প্রতিযোগিতা / অযাচিত অহংকার করবেন না।
☀ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখুন।
☀ পাড়া প্রতিবেশী ও আত্মীয়দের সাথে দেখা-সাক্ষাত করতে ভুলবেন না।
☀ আল্লাহ সুযোগ দিয়েছেন সমাজের সহমানুষদের মুখে খাবার তুলে দেয়ার। গরীব ও হকদারদের মাঝে তাদের প্রাপ্য মাংসের ভাগ ও চামড়া / মূল্য খুশিমনে বিলিয়ে দিন।
♣ ♣আল্লাহ আপনার কোরবানি কবুল করুক। আমিন।♣ ♣
তাহলে আপনি রেডি? হয়ে যাক! ঈদ মোবারক!!
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস মামুন ভাই, আপনার Compliment আমার জন্য Always Something Special.
২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯
ইমরাজ কবির মুন বলেছেন:
এটা চমৎকার হৈসে।ভের্রী ওয়েল ডান||
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৭
অস্পিসাস প্রেইস বলেছেন:
আরে! একে একে দেখি সব পছন্দের মানুষেরা আসছে!! থ্যাংকস ব্রো!!!
৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০
লিঙ্কনহুসাইন বলেছেন: টিপস গুলা আসলেই চমৎকার । ধন্যবাদ আপনাকে এবং ঈদ মোবারক ।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস লিঙ্কন ভাই। আপনার হাসিখুশি ও বরকতময় ঈদ কামনা করছি।
ঈদ মোবারক!
৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০২
নুর মোহাম বলেছেন: ভালো লাগলো
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১১
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস নুর মোহাম ভাই, ঈদ মোবারক!
৫| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৮
আম্মানসুরা বলেছেন: ঈদ মোবারক।
কাজের পোষ্ট
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১২
অস্পিসাস প্রেইস বলেছেন:
ঈদ মোবারক আপুমনি। ভালো থাকবেন
৬| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার পোষ্টে +++++++++ ঈদ মুবারক।।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৬
অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনার লেখা প্রত্যেকটি কবিতায় +++++++++। কবিতার সাথে দেয়া Awesome ছবিগুলোতেও +++++++++।
আপনার ঈদ সুন্দর কাটুক। ঈদ মোবারক!
৭| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৬
শহুরে আগন্তুক বলেছেন: লিখা ভালো লাগলো । অনেক গুছিয়ে , ভেবে লিখেছেন । অনেকের সাথে কথা বলে বা দেখে লিখেছেন মনে হল
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৬
অস্পিসাস প্রেইস বলেছেন:
Good Observation!
৩০% নিজের অভিজ্ঞতা + General discussion with others
২৫% একাডেমিক নলেজ
৪৫% তথ্য ৮-১০ টি পত্রিকার আগের বছরগুলোর সংখ্যা থেকে গুছিয়ে,ভেবে নেয়া।
আপনার ঈদ সুন্দর কাটুক। ঈদ মোবারক!
৮| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার পোস্ট!!!! দরকারী .....
ঈদের শুভেচ্ছা রইল .......
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
Thanks বর্ষণ।
আপনাকে ও আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।
আনন্দে কাটুক ঈদের দিনগুলো,
শুভ কামনা।
৯| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯
আমিনুর রহমান বলেছেন:
গুড পোষ্ট ভাইডি
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩১
অস্পিসাস প্রেইস বলেছেন:
ভাতিজাকে আমার আদর দিবেন আমিনুর ভাই।
আপনার পুরো পরিবারকে ঈদের শুভেচ্ছা..........
১০| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৭
এহসান সাবির বলেছেন: দারুন পোস্ট ভাই। ঈদের আগাম শুভেচ্ছা....!!
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৫
অস্পিসাস প্রেইস বলেছেন:
ঈদের আগাম শুভেচ্ছা এহসান ভাই। ঈদ মোবারক!
১১| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪
দুর্বৃত্ত বলেছেন: চমৎকার !! ঈদ মোবারক !
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনার পুরো পরিবারকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক !
১২| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫
বশর সিদ্দিকী বলেছেন: গরু কিইন্না ফাইলাইছি। আমার গরুর জন্য দোয়া কইরেন। অনেক ধন্যবাদ বিষয়গুলো শেয়ার করার জন্য।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৭
অস্পিসাস প্রেইস বলেছেন:
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সোবহানাল্লাহ!
এই গরুর কর্তাকে দোয়া দিলাম!
ভালো থাকুন। ঈদ মোবারক !
১৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২২
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ভালা পোস্ট।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস বস।
ঈদের আগাম শুভেচ্ছা....!
ঈদ মোবারক ! !
১৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৭
নাজিম-উদ-দৌলা বলেছেন:
আমি গরুর হাটে জাইনা।
তবে টিপস গুলো কাজে লাগবে।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
ঈদের আগাম শুভেচ্ছা....!
১৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০
অপরিচিত অতিথি বলেছেন: apnar akekta post dekhi momtazer aguner gola!! Nice post...thanx
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস নাঈম ভাই,
আপনার ৪৯টি রোমান্টিক মুহূর্ত ♥ টাও কম না!
ঈদের আগাম শুভেচ্ছা....!
ঈদ মোবারক ! !
১৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৮
বনলতা মুনিয়া বলেছেন: হাটে যাইতে মুঞ্চায়....
মনে বড় ইচ্ছা, একবার বিশাল গরু-ছাগলের হাটে যাবো
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
যেতে পারেন আপু, তবে ভেতরে ঢোকার দরকার নেই। বাইরে দিয়ে চক্কর দিয়ে চলে আসুন।
ঈদের আগাম শুভেচ্ছা....!
ঈদ মোবারক ! !
১৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২২
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো পোস্ট
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৭
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস মাসুম ভাই।
আনন্দে কাটুক ঈদের দিনগুলো,
শুভ কামনা।
১৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার কোন কাজে লাগবে না
ঈদ মুবারাক।
১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
আমার ---- কই?
ঈদ মোবারক
১৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভ্রাতা দারুণ পোস্ট
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ কান্ডারী ভ্রাতা!
আপনার পুরো পরিবারকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক ! !
২০| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৭
দ্বিখণ্ডিত মগজ বলেছেন: কাজের পোসট +++++
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩০
অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনাকে +++++
ঈদের আগাম শুভেচ্ছা....!
২১| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২১
শ্যামল জাহির বলেছেন: কাজে লাগবে আমার। ধন্যবাদ।
ঈদ মোবারক!
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩১
অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনাকে ও আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক!
২২| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:০৮
ইমরাজ কবির মুন বলেছেন:
গরু কিনসেন নাকি?
১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪০
অস্পিসাস প্রেইস বলেছেন:
না। একদিন আগে কিনি।
Happy Sunday...........
কালকে ১ম বার রাতে সামুতে ছিলাম। ৩টা পর্যন্ত। সামুর রাত ভয়ঙ্কর।অনলাইনের ৫০% ছিল মাল্টি , ফেক আর পেইড। বাকি ২০% ছিল নির্জীব।
২৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার জবাব নেই কেন?
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৭
অস্পিসাস প্রেইস বলেছেন:
"আমার কোন কাজে লাগবে না" শুনে অস্থির বোধ করছি
আপনি ঈদ করবেন না?
২৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৬
ইমরাজ কবির মুন বলেছেন:
স্বর্ণা আপনি লা-জবাব, তাই ||
১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৫
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস ব্রো, Back to back ব্যাক আপ দেয়ার জন্য
২৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ওয়াও! এতো দেখে আরেকটি **পিডিয়া হয়ে গেলো! কোরবানি-পিডিয়া, কী বলেন? দারুণ!
আপনার মতো সিরিয়াস ব্লগার থাকলে, বাংলা ব্লগে এগিয়ে যাবে... অংশগ্রহণও বাড়বে
অনেক ধন্যবাদ এবং ঈদ মোবারক, প্রিয় অস্পিসাস প্রেইস
১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ মইনুল ভাই।
ও হ্যাঁ! ফ্লস কিনে রাখতে ভুলবেন না। প্রতিবার খাবারের পর লাগবে, Ok?!
আপনাকে ও আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক!
২৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার মনে হয়, আমি আরো ফেমাস হয়ে দিলে ভাল হবে। ১০ বছর অপেক্ষা করেন
আপনার নাম কি?
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪১
অস্পিসাস প্রেইস বলেছেন: আমার হাতে সময় নেই। আমি নিব,এক্ষুনি দিন।এখানে বললে সবাই জেনে যাবে।
২৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪২
সোহানী বলেছেন: কোরবানী ঈদের আগে প্রয়োজনীয় পোস্ট...............++++।
তার সাথে যোগ করতে চাই শুধু ফ্রিজিং না করে ইসলাম মোতাবেক মাংস দান করুন। কারন কিছু পরিচিতকে দেখেছি কোরবানী দেয় শুধু ফ্রিজে রেখে সারা বছর মাংস খাওয়ার জন্য।
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১
অস্পিসাস প্রেইস বলেছেন: আল্লাহ সুযোগ দিয়েছেন সমাজের সহমানুষদের মুখে খাবার তুলে দেয়ার। গরীব ও হকদারদের মাঝে তাদের প্রাপ্য মাংসের ভাগ ও চামড়া / মূল্য খুশিমনে বিলিয়ে দিন। ..................
আপু আপনি বোধহয় পোস্টের নিচের দিকের লাইন গুলো খেয়াল করেননি।
আপনাকে ও আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।।
২৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: প্রিয়তে নিলাম । বরকে পড়ে শুনিয়েছি তার জন্য যে কথাগুলো দরকার । বাকিগুলো আমার । অনেক কিছুই জানা আবার অনেক কিছুই অজানা । দারুণ পোস্ট ।
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ সাবরিনা আপু।
আপনাকে ও আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।
ইনশাল্লাহ সুখে আনন্দে নিরাপদে কাটুক ঈদ
ঈদ মোবারক!!
২৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
নিক নূরুল বলেছেন: সত্যিকারের ঈদ মুবারক। উপকারী টিপস। সময়োপযোগী।
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১০
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস বস!
আপনাকে ও আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।
ইনশাল্লাহ সুখে আনন্দে নিরাপদে কাটুক ঈদ
ঈদ মোবারক!!
৩০| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩২
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ঈদপোস্ট।
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস সেলিম ভাই। এইমাত্র আপনার সমুদ্র সঙ্গম পড়ে এলাম। ভালো লাগলো।
ইনশাল্লাহ আপনার ও আপনার পরিবারের সুখে আনন্দে নিরাপদে কাটুক ঈদ
ঈদ মোবারক!!
৩১| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১১
শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০২
অস্পিসাস প্রেইস বলেছেন:
At last! ho oh! what a relief!
আপনি ভালো থাকবেন আপু। অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।
Wishing you a happy Eid-ul-Adha!
৩২| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১২
অস্পিসাস প্রেইস বলেছেন: যারা দেখেননি তাদের জন্য, Enjoy korbani in gangnam style!
৩৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
♣ ♣আল্লাহ আপনার কোরবানি কবুল করুক। আমিন।♣ ♣
নাইস পোষ্ট।
ঈদের শুভেচ্ছা।
১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
ঈদের শুভেচ্ছা
৩৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২০
অপরিচিত অতিথি বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা।
১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ!
৩৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ এবং ঈদ মোবারক।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২২
অস্পিসাস প্রেইস বলেছেন:
৩৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৫
বশর সিদ্দিকী বলেছেন: নতুন পোস্ট দিলাম। আমার ব্লগে দাওয়াত রইল।
১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার
পৃথিবীর সর্ব বৃহৎ উল্কার আঘাতগুলো তে
দাওয়াত কবুল করে এলাম। ভাল লাগলো!
৩৭| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪২
আমি ইহতিব বলেছেন: ভাইরে আপনি কি সব বিষয়েই মেগা পোস্ট দেয়ার টার্গেট নিয়েছেন নাকি
আপনার ধৈর্য্যের প্রশংসা না করে পারছিনা। দারুন একটি উপকারী পোস্টের জন্য +++
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫০
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাঙ্ক ইউ আপু
আপনার ও আপনার পরিবারের জন্য নিরন্তর শুভ কামনা
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪০
মামুন রশিদ বলেছেন: গুড জব ব্রো..