![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
For further: f/auspicious.praise
......... আমার হৃদয় হৃৎপিণ্ডের চাইতেও অনেক গভীরে, রক্ত আর শিরা উপশিরারও অনেক গহীনে যে অস্পৃশ্য অবিনশ্বর রুহ আছে, সেই রুহবিন্দু থেকে তোমাকে ভালোবাসি। তোমার রুপ অবয়ব বা বয়স নয়, তোমার আত্মাটাকে ভালোবাসি।
কারন ভালোবাসা নয় রূপ যৌবনের লোভ। ভালোবাসা মানে নিজের অপর সত্ত্বাকে তোমার মাঝে খুজে পাওয়া। যাকে ছাড়া আমি অপূর্ণ।
আমার হৃৎপিণ্ডের একটু উপরে, অল্প ডানপাশে, আমি নতুন হৃত্স্পন্দন টের পাই। তোমার জন্য এই হৃত্স্পন্দনের জন্ম। তুমিই আমার সেই হৃদয়ের টুকরো, যা দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে, আর যাকে খুজে না পাওয়া পর্যন্ত আমি অপূর্ণ।
তোমার কাছে কিছু চাওয়ার সাহস নেই আমার। আমি বরং তোমার কাছে নিজেকে দিয়ে দিলাম। আমার স্থাবর অস্থাবর সম্পদ সম্পত্তি দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সবকিছুর উপর কর্তৃত্ব থাকলো শুধু তোমার। তুমি আমার প্রসারিত বাহুডোরে না আসো, যদি আমাতে তুমি নিজেকে দিতে না চাও, তবু আমার সব কিছু তোমার। আমার সবকিছু চলবে শুধু তোমার কথামতো।
আমি জানিনা মানুষ কেন বলে প্রেমে অনেক কষ্ট। পাওয়া না পাওয়ার বেদনা। তারা হয়তো জানেনা ভালোবাসা কি। তাদের হয়তো সে ধৈর্য ছিলোনা সত্যিকারের ভালোবাসার মানুষটিকে খুঁজে পাবার। নিজের জোর করে তৈরি করা ভালোবাসায় আবদ্ধ তারা। তা না হলে তারা জানতো, সত্যিকারের ভালোবাসায় চাওয়ার কিছু থাকেনা। প্রশ্ন থাকেনা, হৃদস্পন্ধন থেমে যায়না, বুক মোচড় দেয় না। কষ্ট হয়না। তাড়নার জঞ্জাল ভ্রু কুচকে ঝামেলা থেকে মুক্তি চায়না। ভালোবাসা মানে নিজের কাছে হার মানা নয়। নয় স্রেফ পছন্দ হয়েছে একজনকে তাই তাকে বশে আনা।
ভালোবাসা মানে একা থাকা। ভালোবাসা মানে অপেক্ষা করা। একদিন আয়নার মতো কাউকে খুঁজে পাওয়া। যাকে পেলে এমনিতেই মনের সব প্রশ্নের উত্তর মিলে যায়। প্রথম স্বপ্নের কথা মনে পড়ে। এক ঝলক স্বপ্ন। মনের মাঝে বয়ে চলা সব ভার এক পলকে আকাশে উড়ে যায়। নিজের মন সত্ত্বার প্রতিরূপ খুঁজে পেয়ে বিকশিত হয় হাসি। এই তো সে, যাকে পেতে নয়, নিজেকে দিয়ে দিতে এত বছর ধরে একা হাঁটছি।
আমি অপেক্ষা করছি তোমার জন্য। যদি তুমি আমায় ভালোবাসো, আমিও তোমায় সারা আকাশ ভেঙ্গে ভালোবাসা দেবো । আমি তোমায় ভালোবাসবো চোখে চোখ রেখে। ভালোবাসবো তোমায় আঙুলের স্পর্শে। সব দুর্নিবার দূরত্বের কষ্ট আমি উড়িয়ে দিবো বুকে চেপে ধরে। তোমার অস্থিরতা আমি শান্ত করবো। তোমার সব অতৃপ্ততা আমি ভালোবাসার আগুনে পুড়িয়ে দিবো। তোমার অভিমানে জল আমি ঠোঁটে ছুয়ে মুছে দিবো । তোমায় ভালোবাসবো আমি সঙ্গীতের মূর্ছনায়। আমি ভালোবাসবো তোমার সুগন্ধি। তোমার প্রতিটি মুহূর্ত কাটবে প্রথম মুহূর্তের পুনরাবির্ভাবের পুলকে। আমি বুঝে নিবো তোমার সব সুক্ষতা। আমি চিনে নিবো তোমার সব চাতুর্য। আমি বাস্তব করবো তোমার সব কল্পনা। মিটাবো তোমার সব উত্তেজনা। তোমার সব শীতলতা আমি উষ্ণ করে দিবো। তোমার আসক্তিতে আমি সবসময় স্পর্শ দিবো।তুমি খুশীতে হাসবে আমার কৌশলে।তোমায় কষ্ট কখনো খুজে পাবেনা। তুমি যদি অত্যাচারের তীব্রতা আর ঘৃনায় সুখ খুঁজতে চাও, তবে বৃস্টির জল দেখতে দেখতে তোমার নিয়ে আমি খেলবো। খেলতে খেলতে তোমায় অসহায় করবে না পাওয়ার যন্ত্রণা। তোমায় একা বইতে দিবো বিরহ। দ্রোহের যন্ত্রণায় কেমন লাল হয়ে যাও তুমি, আমি চেয়ে চেয়ে দেখবো। ক্রোধে বের হয়ে আসা তোমার কান্না আমি হাসিমুখে উপভোগ করবো। যদি হেরে যাও নিজের কাছে, আত্মসমর্পণ করে ফেলো, তবে ভালোবাসা জড়িয়ে দেবো তোমার পরতে পরতে। তোমার সব চিন্তা-ভাবনা- ইচ্ছা-কাজের আমি স্বীকৃতি দিবো। তোমার গোপন প্রকাশ্য সব রুচিতে আমি পাশে থাকবো। তোমায় ঘেরা প্রকৃতির সব অসমতায়, দুঃসংবাদে, সুসংবাদে ,শোকে, মৃত্যুতে,রোগে ব্যর্থতায়, বিচ্ছিন্নতায় আমি ছায়ার মতো থাকবো, তোমায় সঙ্গ দিবো সর্বদা।
তুমি আমার। কারন তুমি যদি আমার সে না হও, তবে কেন তোমাকে পেয়ে এতো ভালো লাগে। তবে কেন আমাদের হৃত্স্পন্দন একসাথে স্পন্দিত হয়। তুমি যদি আমার সে না হও, তবে কেন তোমার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে একা দাঁড়াতে দ্বিধা নেই আমার। আমি যদি তোমার জন্য না হই, তবে হৃদয় কেন বলে হ্যাঁ, আমি তোমার জন্য। আমার মস্তিস্কে কেন শুধু তুমি। কেন আমার স্বপ্নে শুধু তুমি। অদেখা ভবিষ্যৎ শুধু তুমি। আমার হৃদয় কেন অবিচল, সবসময়, তোমার পক্ষে।
আমি কখনো তোমার হাত ছুয়ে দেখিনি। কখনো একসাথে হাসিনি। কখনো একসাথে কাঁদিনি। একসাথে কখনো বৃষ্টিতে ভিজিনি।কখনো চুমু খাইনি তোমার ঠোঁটে। তবু তোমায় ভালোবাসি। কোনকিছু ছাড়াই ভালোবাসবো।মৃত্যু পর্যন্ত... মৃত্যুর পরেও...।
আমি তোমাকে ভালোবাসি। তুমি ভালো থেকো..........
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাঙ্কস সেলিম ভাই। অনেক সম্মানিত হলাম আপনাকে প্রথম কমেন্টে পেয়ে। অনেক ধন্যবাদ
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১২
বশর সিদ্দিকী বলেছেন: অনেক ভাল লাগল ভালবাসার এই চিঠিটি। এখন শুধু পোস্ট করার বাকি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫
অস্পিসাস প্রেইস বলেছেন:
কাকে! আমাদের জানান শিঘ্রি
ভালো থাকুন ব্রো ধন্যবাদ আমার ব্লগ বাড়িতে আসায়।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৫
টাইলার ডারডেন বলেছেন: বাহ !! সুন্দর লিখেছেন অনেক !!! আমি সামুতে লিখিনা অনেকদিন
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭
অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনি টাইলার ডারডেন! আমার ব্লগ বাড়িতে পেয়ে অনেক খুশি লাগছে। ভালো থাকুন নিরন্তর .......
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৭
আরজু পনি বলেছেন:
চিঠি বরাবরই আমাকে বড্ড টানে...
শুভেচ্ছা রইল ।।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
জানি সেটা, তাইতো আপনার অপেক্ষায় ছিলাম
শুভ কামনা আরজুপনি আপু। সম্মানিত হলাম।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনাকে পেয়েও আমার ভালো লাগলো, অনেক
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লিখেছেন তো,,,,,,,,,,,ভীষণ ভাল লাগলো
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০০
অস্পিসাস প্রেইস বলেছেন:
অনেক ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা
ব্লগিয়ের সার্থকতা এখানেই, যখন কারো ভালো লাগে।
শুভেচ্ছা ও শুভ কামনা
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩২
উজবুক ইশতি বলেছেন: আমি তোমাকে ভালোবাসি। আমার সবকিছু তুমি। তুমি ভালো থেকো...খুব সুন্দর চিঠি অনেক বেশি আবেগ । ভালো লাগল
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০১
অস্পিসাস প্রেইস বলেছেন:
ভাই আবেগ আনা বিরাট কস্টের কাজ :'( অনেক কস্টে আবেগ এনে লিখেছি
অনেক ধন্যবাদ ইশতি ভাই, নিরন্তর শুভ কামনা ...
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
নিশাত তাসনিম বলেছেন: ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার পোস্টে ব্লগ আজ মুখরিত। যেদিকে যাই সেদিকেই ভালোবাসার পোস্ট। কোনটা দুঃখের কোনটা সুখের।
ভালোবাসার দিনের ভালোবাসার চিঠিতে ১ম +
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
ভালোবাসার চিঠিতে ১ম + এ আমি সম্মানিত বোধ করছি নিশাত তাসনিম।
অনেক ধন্যবাদ।
আপনার জন্য আমার শুভ কামনা .......
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব ভালো লাগলো !
ভালোবাসায় থাকুন
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাঙ্কস অভি ভাই, আপনার প্রশংসা আমার জন্য বিশেষ কিছু। ভালো লাগছে খুব।
ভালো থাকুন নিরন্তর ........ শুভ কামনা।।
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক অনেক ভালো লেগেছে! চিঠির আবেদন কখনও কমার নয়!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
হ্যাঁ। চিঠির আবেদন কখনও কমার নয়!!
আর এটা একেতো চিঠি, তাও আবার ভালোবাসার!
আপনার উপস্থিতিতে সম্মানিত বোধ করছি কাল্পনিক_ভালোবাসা ভাই।
শুভ কামনা রইল। ভালো থাকুন নিরন্তর....
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬
ইউর হাইনেস বলেছেন: এত্ত এত্ত ভালবাসা ক্যারে,আমার ভালুবাসা কুতায় গেল,আমার আবেগ কই??? আমিও একটু আবেগিত হইতাআম চাই।।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১০
অস্পিসাস প্রেইস বলেছেন:
এই চিঠি কাট-পেস্ট করে পছন্দের মেয়েটিকে দিন, সে চিঠি পড়ে আবেগে ডুববে। তারপর আপনাকে আবেগে ফেলবে ইউর হাইনেস
ভালো থাকুন। ব্লগে আসায় কৃতজ্ঞতা
১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮
ত্রিশোনকু বলেছেন: ভালোবাসার গভীরতা আর কাব্যময়তা মুগ্ধ করলো।
অভিনন্দন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১১
অস্পিসাস প্রেইস বলেছেন:
অনেক ধন্যবাদ স্যার!
আপনাকে আমার ব্লগে পেয়ে খুশি লাগছে। অনেক ধন্যবাদ সময় দেয়ায়।
আপনাকে শুভেচ্ছা
১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৪
নৈঋত বলেছেন: অসাধারন... বলেছিলাম না m/ m/ m/
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬
অস্পিসাস প্রেইস বলেছেন:
হুম
থ্যাঙ্কস
১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪১
ইমরাজ কবির মুন বলেছেন:
খাইসে !
ভালবাসা টইটুম্বুর করতেসে দেখা যায় !
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭
অস্পিসাস প্রেইস বলেছেন:
ভালোবাসার আবেগ টইটুম্বুর করতেসে :#>
আমার ব্লগে আসায় খুশী হলাম মুন ভাই
১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫
রহস্যময়ী কন্যা বলেছেন: খুব সুন্দর চিঠি, মন ছু্ঁয়ে গেলো
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
যাক, চিঠিটা তাহলে কিছু সার্থকতা পেল!
অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। শুভ কামনা রইলো। ভালো থাকুন নিরন্তর!
১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮
খাটাস বলেছেন: দুর্দান্ত লাগল প্রেইস ভাই। প্রতিটা লাইনে এক অনন্যতা।
আপনার নারী ভক্ত কুল গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা দেখছি।
অনেক দিন পর আবার স্বাগতম।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯
অস্পিসাস প্রেইস বলেছেন: ওফ খাটাস ভাই, এলেন তবে!
আর নারী ভক্ত :!> এত সহজ!!
১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮
আদনান শাহ্িরয়ার বলেছেন: আহ প্রেম! ভালো লাগা!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাঙ্কস শাহরিয়ার ভাই। আসলেই! , আহ প্রেম! উফ ভালো লাগা! হি হি
আপনাকে বসন্তের শুভেচ্ছা
১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮
মামুন রশিদ বলেছেন: বড়ই আবেগময় এই ভালোবাসার চিঠি!
ভালো লেগেছে খুব
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪
অস্পিসাস প্রেইস বলেছেন: আমার ব্লগবাড়িতে আপনি আসায় অনেক সম্মানিত হলাম শ্রদ্ধেয় মামুন রশিদ ভাই। বড়ই আবেগময় তো এখন হচ্ছি আপনার উপস্থিতি পেয়ে!
অনেক ভালো লাগছে আপনি, সেলিম ভাই এবং সকল শ্রদ্ধেয়, প্রাঞ্জল ও অনন্য ব্লগারদের সাথে আবার ইন্টারেক্ট করতে পেরে
শুভ কামনা ও অশেষ ধন্যবাদ
১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭
চিরতার রস বলেছেন: গছিয়ে চিঠি লেখাটাও একটা শিল্প। ইলেকট্রনিক মিডিয়ার বাড়াবাড়িতে যে শিল্পের চর্চা আজ বিলুপ্তির পথে।
দারুণ লিখেছেন। ++++++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০১
অস্পিসাস প্রেইস বলেছেন:
অনেক ধন্যবাদ চিরতার রস ভাই। যখন পাঠক ছিলাম, তখন থেকে চিনি আপনার এই প্রোপিক। আপনার উপস্থিতিতে বড় ভালো লাগলো।
চিঠিটি আপনার ভালো লেগেছে, জেনে খুশী বাড়লো আমার! পছন্দের মানুষটিকে চটজলদি এই চিঠিটি পাঠিয়ে দিন, অনেক কাজে দিবে
২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩
বনলতা মুনিয়া বলেছেন: দারুন লিখেছেন, হৃদয়ের কথাগুলো ফুঁটিয়ে তুলেছেন।
ভালো থাকুন, ভালোবাসায় ডুবে ডুবে ভালো থাকুন।
ভালো লাগলো, শুভ কামনা থাকলো
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
হৃদয়ের কথাগুলো ভাষা খুজে পাক, সবসময় কাছে থাকুক কথাগুলো শোনানোর জন্য ভালোবাসার মানুষ!
সবাই ভালোবাসায় ডুবে ডুবে ভালো থাকুক সবসময়!
শুভ কামনায় কৃতজ্ঞতা।
ভালো থাকুন নিরন্তর.......
২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২০
জেরিফ বলেছেন: খাটাস বলেছেন: দুর্দান্ত লাগল প্রেইস ভাই। প্রতিটা লাইনে এক অনন্যতা।
আপনার নারী ভক্ত কুল গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা দেখছি।
এত্ত আবেগ আসে কোত্তেকে
চিঠিতে ভাললাগা ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ জেরিফ ভাই
হুম, এত আবেগ আনা সত্যি অনেক কষ্টের কাজ!
আমার ব্লগ বাড়িতে আসায় অশেষ ধন্যবাদ। চিঠিটি ভাললাগায় সার্থকতা পেলাম।
ভালো থাকুন নিরন্তর....
২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪
উঠতি বুদ্ধিজীবী বলেছেন: পুরাই ইমোশনাল পত্র।
কিন্তু প্রাপকটা ক্যাডা?????
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬
অস্পিসাস প্রেইস বলেছেন:
যাদের প্রাপক আছে তাদের জন্যই তো লেখা, কপি পেস্ট করে পাঠিয়ে দিন ভালোবাসার মানুষটিকে
ভালো থাকুন বুদ্ধিজীবী ভাই। অনেক শুভ কামনা
২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯
সুমন কর বলেছেন: কস্ট = কষ্ট হবে। ঠিক করে নিন।
সুন্দর চিঠি। নিজের মনে হারিয়ে যাবার মতো চিঠি। যদিও প্রথমে আর শেষে কিছুটা কমন কথার সমাহার। মোটামুটি লাগল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬
অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ সুমন কর ভাই। ঠিক করে নিয়েছি। আরো কিছু ভুল আছে হয়তো। আবার চেক করে নিবো।
সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।
২৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫
নিমচাঁদ বলেছেন: খুব কম বয়সের তীব্র আবেগের বেগ , সুনামীর চেয়েও ভয়ংকর এবং প্রলয়ংকরী ।সে আবেগে কেউ পুড়ে যায় , কী ভেসে যায় , কেউ ফিরে পায় ।দ্রোহের এই সময় সবাই পেরিয়েছে , হয়তো কেউ পেরুচ্ছে । তোমার আবেগ আমাকে স্পর্শ করেছে , ফিরে গেলাম ঠিক ১৬ বছর বয়সের মাঝখান টায় , মানুষ যখন ভুল এবং শুদ্ধের মাঝামাঝি বসবাস করে ।
ধন্যবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০১
অস্পিসাস প্রেইস বলেছেন:
স্বাগতম শ্রদ্ধেয় নিমচাঁদ ভাই। আপনার হাসিখুশি মজার ব্যক্তিত্বের দারুণ ভক্ত আমি!
আপনার মন্তব্যের কি উত্তর দিবো বুঝতে পারছিনা। মন্তব্য পড়ে আমিও কিছুটা ইমোশনে আক্রান্ত। আসলে ভাই সঠিক / ভুল / শুদ্ধ / অশুদ্ধ/ বয়স বুঝিনা, আমার মনে হয় লাইফে একবার না একবার, হয়তো সেই যখন ছিলো প্রথমবার, তখন এই আবেগটা আসে।
প্রকৃত ভালোবাসা নিঃস্বার্থ। প্রকৃত আবেগটা নিস্পাপ। এতে ভুল নেই। নিজের অস্তিত্বের অংশ হয়ে যায় সেটা। তা নিয়ে অনুশোচনা/ ক্রোধ এসব যেমন রাখার কিছু নেই, তেমনি সেটাকে জীবনের সাফল্য পথে বাঁধা দেবার সুযোগও দিতে নেই। বরং একটি স্মৃতিমধুর গুড ফিলিংস হিসেবে মাঝে সাঝে রোমন্থন করে উপভোগ করাই মজার!
আল্লাহ মালুম কি প্রতিউত্তর দিলাম! ভালো থাকুন ভাই, অনেক শুভেচ্ছা!!
২৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯
একজন আরমান বলেছেন:
দারুণ কিছু কথা মালা !
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
শুভেচ্ছা সুপ্রিয় আরমান ভাই আপনার জন্য অনেক অনেক শুভ কামনা
২৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩
আমি ইহতিব বলেছেন: আপনার নাম দেখেতো ভাবছিলাম এটাও একটা মেগা পোস্ট
ভালো লাগছে প্রেমময় চিঠি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭
অস্পিসাস প্রেইস বলেছেন:
ইয়ে, মানে ছোট পোস্ট দিয়ে একটু ওয়ার্ম আপ করলাম আরকি নিজেকে :!>
যদি সামনে ফিচার পোস্ট দেই, তবে সেটা অবশ্যই মেগা পোস্ট হবে ইনশাল্লাহ। কিন্তু বোন সাহিত্যে মেগা পোস্ট দেয়ার ক্ষমতা এখনো হয়নি আমার
অনেক ভালো থাকুন। অশেষ শুভেচ্ছা আমার পোস্টে আসায়। নিরন্তর শুভ কামনা আপনাকে ও আপনার পুরো পরিবার কে
২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪
অরুদ্ধ সকাল বলেছেন:
মুগ্ধ হইলাম
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
আহ! আর কি লাগে!!
সকাল ভাই, দুই শব্দে পুরো মন ভালো করে দিলেন আমার।
চির শুভ কামনা রইলো আপনার প্রতি
২৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
নিশ্চুপ আঁধার বলেছেন: অসম্ভব ভালো লিখেছেন । এর চেয়ে বেশী আর কি বলব!!
বিঃদ্রঃআপনার উচিত সিরিয়াসলি ব্লগিং করা। কেন যে সিরিয়াসলি ব্লগিং করেন না, কে জানে? এত গ্যাপ রেখে পোস্ট দিলে চলবে??? আপনার পাঠকদের কথাও তো আপনাকে মনে রাখতে হবে। নাকি???
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১
অস্পিসাস প্রেইস বলেছেন:
ভাই ড্রাফটে ৩/৪ টা পোস্ট আছে। ব্লগ ডে নিয়ে ডিসেম্বরে মজার গল্প লিখেও পোস্ট করিনি। একটি গল্প আছে, পোস্ট করিনি। ব্লগটাকে সিরিয়াসলি নেই বলেই নিজে হ্যাপি না হওয়া পর্যন্ত পোস্ট করিনা।
এই চিঠিটা কয়েকজন ব্লগারের চরম চাপাচাপিতে হুট করে পোস্ট এ দিয়েছি। মান নিয়ে ৪০% হ্যাপি ছিলাম। ফেসবুকে পোস্ট করবো ভাবছিলাম।
তবে এখন আপনাদের মন্তব্য পড়ে এখন মনে হচ্ছে ব্লগে দেয়াটা সার্থক!
অনেক অনেক ধন্যবাদ ভাই, উৎসাহ ও সাহস দিয়ে কৃতার্থ করলেন। নিরন্তর ভালো থাকুন
২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০০
জুন বলেছেন: চিঠি আমার সব সময়ই ভালোলাগে । তাই আপনার চিঠিও মন কেড়ে নিল। অনেক আবেগ দিয়ে লিখেছেন আপনি। তবে এই যুগে চিঠি যেন সেকেলে হয়ে পরেছে।কে শুনে কার কথা আজ, সবার বড্ড তাড়াহুড়ো। সবাই দু মিনিটেই সেল ফোনে কথা সেরে নেয়।
অনেক অনেক ভালোলাগা অস্পিসাস।
+
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
অস্পিসাস প্রেইস বলেছেন:
আমার ব্লগে স্বাগতম জুন আপু
আমার মনে হয় চিঠির ভেতর লেখা কথাগুলো সবার লাইফেই একবার না একবার কারো জন্য অনুভূত হয়। আর সেটা সম্পর্কে গড়ালে সবসময় বলে বা দেখিয়ে তা আর মেইন্টেইন করতে হয়না। চুপ থাকলেও ভালোবাসা দুজনের মাঝে প্রবল বিক্রমে বেঁচে থাকে।
তখন কাজের মাঝে দুমিনিট সেল ফোনে কথা সেরে নেয়, এইতো অনেক!
শুভেচ্ছা জানবেন আমার । নিরন্তর শুভ কামনা......
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
কিছু বানানের ভুল ইনবক্স করে জানানোয় ধন্যবাদ আপু
৩০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫
নাজিম-উদ-দৌলা বলেছেন:
আহা কি প্রেম!
চিঠির ভাষা চমৎকার লেগেছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
অস্পিসাস প্রেইস বলেছেন:
ভাইডি, প্রেমতো বরাবরই "আহা!", লুতুপুতু আর আহ্লাদে ভরা! :#P
কি আসে যায়, ফিলিংসটাতো মিথ্যে না
চিঠির ভাষা ভালো লেগেছে জেনে খুশী লাগছে, ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়, শুভেচ্ছা
৩১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১২
হাসান মাহবুব বলেছেন: সুন্দর হয়েছে লেখাটা। তবে বেশ কিছু বানান ভুল চোখে লাগছে। যেমন- কস্ট, স্পন্ধন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
আর যাই হোক, ভুল বানান অন্তত ব্লগে মানায় না। ধন্যবাদ মাহবুব ভাই। যতটা চোখে পড়ছে ঠিক করছি।
"সুন্দর হয়েছে লেখাটা।".... আপনার কাছ থেকে এটি শোনা আমার জন্য বিশেষ কিছু অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন
৩২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৫
অপ্রচলিত বলেছেন: ভালোবাসা দিবসে ভালোবাসায় পরিপূর্ণ আবেগী পত্রে মুগ্ধপাঠ।
তবে বানান ভুলগুলো সত্যিই দৃষ্টিকটু লাগছে। একটু সময় পেলে ঠিক করে নিয়েন।
নিরন্তর শুভেচ্ছা আর শুভ কামনা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
দৃষ্টিকটু বানান ভুলগুলো অনেকটাই সরিয়ে ফেলেছি ভাই। খুজে পেলে আরো এডিট করবো।
আপনাদের মুগ্ধপাঠেই সার্থকতা!
প্রিয় ব্লগার আপনাকেও নিরন্তর শুভেচ্ছা আর শুভ কামনা
৩৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৫
এহসান সাবির বলেছেন: যাক শেষ মেশ আপনার কাছ থেকে লেখা পেলাম.........!!
পোস্টে ভালোলাগা।
ফাগুনের শুভেচ্ছা রইল।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩১
অস্পিসাস প্রেইস বলেছেন:
এহসান সাবির ভাই! কি খবর আপনার, কেমন আছেন!!
সেই প্রথম থেকেই সাথে পাচ্ছি আপনাকে। আপনার উৎসাহ সবসময় টনিকের মতো কাজে লাগে ব্রো
পোস্টে ভালোলাগায় ভালো লাগলো। ফাগুনের শুভেচ্ছা গ্রহন করলাম। ধন্যবাদ!
আপনাকে আমার আগের পোস্টেই হ্যাপি রোজ ডে, কিস ডে, প্রপোজ ডে আর কি সব জানি আছে সেগুলো + ভ্যালেন্টাইন ডে আর প্রিয় পহেলা ফাল্গুনের শুভেচ্ছা দিয়ে এসেছি, এখানেও দিলাম । আমার পক্ষ থেকে আপনাকে সবগুলো দিবসের শুভেচ্ছা
৩৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩২
খেয়া ঘাট বলেছেন: Wৃow.wow post
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২১
অস্পিসাস প্রেইস বলেছেন:
Thanks bro! ভালো থাকুন সবসময়
৩৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১
মাসুম আহমদ ১৪ বলেছেন: আহা চিঠি, প্রিয় চিঠি !
ভালো লাগা
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
ভালো লাগায় সার্থক আমি সুপ্রিয় মাসুম আহমদ ভাই
আহা চিঠি, প্রিয় চিঠি ! হুম, চিঠির একটি আলাদা আবেদন আমাদের কাছে সবসময়ই থাকবে!
আপনাকে সালাম এবং নিরন্তর শুভেচ্ছা....
৩৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭
শান্তির দেবদূত বলেছেন: কত দিন চিঠি পাই না, চিঠি লেখি না! নষ্টালজিক হয়ে গেলাম ! অনেক ভালো লিখেছেন। শুভেচ্ছা রইল।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪০
অস্পিসাস প্রেইস বলেছেন:
কত দিন শান্তির দেবদূত ভাই ব্লগে সায়েন্স ফিকশন লিখেন না, কতদিন উনার লেখা নতুন সায়েন্স ফিকশন গল্প ব্লগে পাচ্ছিনা!
ভাই আপনার এই পোস্ট ভালো লেগেছে জেনে আমারো অনেক ভালো লাগলো। থ্যাঙ্কস!
আপনাকে ও আপনার পরিবারকেও অনেক শুভেচ্ছা। ভালো থাকুন নিরন্তর
৩৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৭
একলা ফড়িং বলেছেন: কতোদিন চিঠি পাইনা, দেইও না! ছোট্ট থাকতে এক ফ্রেন্ডের কাছ থেকে পাওয়া কিছু চিঠি অনেকদিন পর্যন্ত রেখে দিয়েছিলাম, মাঝে মাঝে পড়তাম! আর নস্টালজিক হয়ে যেতাম, কিছুদিন আগে সব একসাথে হারিয়ে ফেলেছি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
কোন ব্যাপার না! এটাই ভালো হয়েছে। পুরনো জিনিস আর কতদিন সাথে রাখবেন। চিঠি হোক বা যাই হোক, অনেকদিন হয়ে গেলে তা নস্টালজিক হবার জন্যও কাজে আসেনা
বরং এবার বন্ধুদের বা প্রিয় মানুষের জন্য নতুন করে চিঠি লিখুন, নতুন নতুন স্মৃতি তৈরি করুন
আমার ব্লগে আসায় অনেক ধন্য হলাম। ভালো থাকুন ফড়িং। নিরন্তর শুভেচ্ছা রইলো .....
৩৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯
বটবৃক্ষ~ বলেছেন:
অনেক সুন্দর লিখেছেন ভাইয়া!!!!
হায় পোড়া কপাল!! কেউ ইরাম পত্র প্রেরণ করলোনা !!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
হায়রে! গল্পকার ভাই এত চমৎকার লিখেন অথচ আপনার জন্য চিঠি লিখেন না!!
উনাকে সম্ভবত আপনার আরো শাসনে রাখা দরকার
টিংকু কে অনেক শুভেচ্ছা!
পোস্টে আসায় অনেক ধন্যবাদ। ভালো থাকুন। হাসি খুশী থাকুন। শুভ কামনা রইলো.......
৩৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অনেক সুন্দর
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮
অস্পিসাস প্রেইস বলেছেন: অনেক ধন্যবাদ শুভ্র ভাই।
আপনার দুঃখ কবিতাটিও বেশ লাগলো!
ভালো থাকুন সবসময়, শুভেচ্ছা রইলো!
৪০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: পড়ার জন্য অফুরন্ত ধন্যবাদ ভাল থাকবেন
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
ভাল থাকবেন
৪১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
পড়তে পড়তে শুধু মুগ্ধই হয়েছি... অনেক সুন্দর আর আবেগী চিঠি! আমি তো এত কিছু দেই না... একদম সাদামাটা ভাবে যা মনে আসে তাই দিয়ে লিখে ফেলি চিঠি! শুভ কামনা!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫০
অস্পিসাস প্রেইস বলেছেন:
"একদম সাদামাটা ভাবে যা মনে আসে তাই দিয়ে লিখে ফেলি চিঠি!"
এতেই আপনার লেখাগুলো যা চমৎকার হয়, সিরিয়াসলি লিখলে না জানি কি হতো!
"পড়তে পড়তে শুধু মুগ্ধই হয়েছি... " জেনে ভালো লাগলো
ভালো থাকুন..... অফুরন্ত শুভ কামনা!
৪২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৬
না পারভীন বলেছেন: চিঠিটা ঠিক যতখানি ভাল , এমন মানুষ ও কিন্তু আছে ।
নিঃশর্ত ভাবে অনেক কৃতজ্ঞতার সাথে দায়িত্বের সাথে ভালবেসে যান । আমি তাদেরকে দেখে ভেবেছি এরা বাই ব্রন এরকম ভাল ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
হুম, ভালোবাসায় স্বার্থ থাকতে নেই, আর স্বার্থহীন ভালোবাসাই প্রকৃত, এতে হারানোর কিছু থাকেনা। অনুভূতি সবসময় সুখের থাকে, কষ্টবোধ এখানে অবান্তর।
কিছু মানুষ মানুষদের জীবন আর নিজের পেশাকে ভালোবাসে বলেই মানবতা টিকে থাকে।
আপনাকে সম্মান ও শ্রদ্ধা। ভালো থাকুন নিরন্তর।
৪৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০
চানাচুর বলেছেন: ভালোবাসা হলো এক প্রকারের জেদ!! হঠাত হঠাত সেটা জেগে ওঠে
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
ভালোবাসা মানে অন্যের মাঝে সে কোয়ালিটি খুজে পাওয়া যা নিজের মাঝে নেই। অতঃপর তাকে ভালোবাসা।
৪৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২০
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: খুব খুব ভালো লাগলো
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫
অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ সুমন ভাই
ভালো থাকুন..... অফুরন্ত শুভ কামনা!
৪৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫২
এরিস বলেছেন: খাটাস বলেছেন: দুর্দান্ত লাগল প্রেইস ভাই। প্রতিটা লাইনে এক অনন্যতা।
আপনার নারী ভক্ত কুল গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা দেখছি।
)
)
)
অনেক দিন পর আবার স্বাগতম।
একদিন আয়নার মতো কাউকে খুঁজে পাওয়া। যাকে পেলে এমনিতেই মনের সব প্রশ্নের উত্তর মিলে যায়।
এই তো সে, যাকে পেতে নয়, নিজেকে দিয়ে দিতে এত বছর ধরে একা হাঁটছি।
এই কথা দুটো খুব ভাল লেগেছে। আপনি তো মারাত্মক চিঠি লেখেন!! আমিও লিখি তবে এভাবে লিখতে পারিনা।
প্রেরক কে পেলাম, প্রাপক কই??
সুন্দর চিঠি লেখা অব্যাহত থাকুক। ভাল লাগা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১
অস্পিসাস প্রেইস বলেছেন:
আবেগ আপ্লুত হচ্ছি সুপ্রিয় ব্লগার।
দিনের প্রথমে অনলাইনে এসে কোন সম্মানিত ব্লগারের এত ওয়ার্ম হৃদ্যতা পেলে, আর কি চাই সারা দিনে!
এমন ইমোশনাল চিঠি লিখতে যেয়ে নিজের উপর যেই ইমোশনাল টর্চার যায়, সেটা আর না বললাম :'(
আর প্রাপক কেউ নেই বলেই তো চিঠিতে এত এত সুইট সুইট কথা লেখার সময় তা মনের কথা মনে হয়েছে । কল্পনার মানুষ অলওয়েজ পারফেক্ট! হি হি হি
ভালো থাকুন এরিস!..... অফুরন্ত শুভ কামনা!
৪৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯
মায়াবী ছায়া বলেছেন: দারুন লিখেছেন ।।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
ভালো লাগলো আপনার প্রশংসা, অনেক ধন্যবাদ মায়াবী ছায়া
ভালো থাকুন..... অফুরন্ত শুভ কামনা!
৪৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০১
মঈনুদদীন বলেছেন: হুম... হুমমম... কি বলব!
একেবারে বাকরুদ্ধ!! ভাষার মাসে ভাষা খুঁজে পাইনা। কী প্রয়োজন ছিল এতও আয়োজন করে বলার। সরাসরি বললেই তো হয়...।
.................
কিন্তু তাতে তো ভালোবাসা থাকেনা। কেননা আবেগহীন ভালোবাসা সেতো ভালোবাসা নয়।
অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। আর অতি অবশ্যই ভালো থাক আপনার ভালোবাসা.........।+++......
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাঙ্কস প্রিয় মঈনুদদীন ভাই, সালাম নিবেন
হ্যাঁ, কাউকে ভালবাসলে আসলে সরাসরি বলাই বেস্ট, কিন্তু সে আরো বেশি কিছু ডিমান্ড করলে কি আর করা
ভাই সবাই মন্তব্যে শুভ কামনা দিয়েছেন, কেউ ভালোবাসা জানায়নি। থ্যাঙ্ক ইউ বস! আপনার জন্যও অনেক অনেক ভালোবাসা
এখন পর্যন্ত ভালোবাসা বলতে শুধু মা-বাবা কেই বুঝি। দোয়া করবেন উনারা যেন অতি অবশ্যই ভালো থাকেন।
আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অফুরন্ত শুভ কামনা রইলো আপনার ও আপনার আপন মানুষদের জন্য।।
৪৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালোবাসা মানে একা থাকা। ভালোবাসা মানে অপেক্ষা করা।
একদিন আয়নার মতো কাউকে খুঁজে পাওয়া।
অনেক অনেক ভালোলাগা আর মুগ্ধতা...!! ++
সময় হলে আমার ব্লগে আসবেন ।
ভালো থাকুন ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭
অস্পিসাস প্রেইস বলেছেন:
হাইইইইইইইই, অয়াতাসি অয়া প্রেইস দেসু, গাকুসে। আরিগাতোও ও ও
অনেক ধন্যবাদ আমাকে আপনার ব্লগে আমন্ত্রন করায় প্রিয় স্বপ্নচারী গ্রানমা ভাই। ঘুরে আসলাম মাত্র। সত্যিই অনেক ভালো লিখেন আপনি।
আপনার অন্ধকার,অতঃপর...!! টি দারুণ লাগলো! আর কেউ জানেনা-তবুও... পরিচিত হতে গিয়েছি। "অধিকারবোধের রাজ্যে জেনো ভালোবাসাই আইন"
..... চমৎকার!
সুন্দর থাকুন । নিরাপদে থাকুন..। কিপ স্মাইলিং..।
৪৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩
ধূসর পাণ্ডুলিপিকর বলেছেন: সুনদর লাগলো। মনে হলো নিজের মনের কথা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ প্রিয় ধূসর পাণ্ডুলিপিকর। হ্যাঁ, সরল মনে ভালোবাসার মনের কথা সবার জন্যই এক।
যেহেতু এটাই আপনার মনের কথা, তাই প্রকৃত সোনা বন্ধু খুজে পেলে এই চিঠিটা উনাকে কপি পেস্ট করতে পারেন
ভালো থাকুন..... অফুরন্ত শুভ কামনা!
৫০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০
ইমরাজ কবির মুন বলেছেন:
!~ ১০০ ~!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাংকস ব্রো :!> :!> :#>
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯
অস্পিসাস প্রেইস বলেছেন: এটা আপনার জন্য,আপনি ছাড়া কোন কিছুই পূর্ণ হয়না :#>
৫১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯
বৃতি বলেছেন: এতো আবেগী চিঠি!!!??? চিঠি পড়ে প্রাপিকার রিয়াকশন কি জানতে চাই
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
প্রাপিকা নেই, এই চিঠি একটি ওপেন ফায়ার
৫২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৪
আম্মানসুরা বলেছেন: ওরে!! কত ভালবাসা রে!!! অনেকেই এই চিঠি প্রেমিকাকে লিখে প্রেম কে আলোর মুখ দেখাতে পারবে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫
অস্পিসাস প্রেইস বলেছেন:
প্রেম কে আলোর মুখ দেখাতে যদি এই পোস্ট টর্চ লাইট হিসেবে কাজ করে, যদি এই চিঠি কারো জন্য লাইট এট দ্যা এন্ড অফ দ্যা প্রেমের টানেল হয়, তবে আমি সার্থক
৫৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: তুমি আমার। কারন তুমি যদি আমার সে না হও, তবে কেন তোমাকে পেয়ে এতো ভালো লাগে। তবে কেন আমাদের হৃত্স্পন্দন একসাথে স্পন্দিত হয়। তুমি যদি আমার সে না হও, তবে কেন তোমার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে একা দাঁড়াতে দ্বিধা নেই আমার। আমি যদি তোমার জন্য না হই, তবে হৃদয় কেন বলে হ্যাঁ, আমি তোমার জন্য। আমার মস্তিস্কে কেন শুধু তুমি। কেন আমার স্বপ্নে শুধু তুমি। অদেখা ভবিষ্যৎ শুধু তুমি। আমার হৃদয় কেন অবিচল, সবসময়, তোমার পক্ষে।
daroon likhechhen..........valobasha amontai hoi ba howa uchit
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪২
অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই
হুম, সত্যিকারের ভালোবাসা এরকমই হয় বা হওয়া উচিৎ।
ভালো থাকুন..... অফুরন্ত শুভ কামনা!
৫৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ++++++++++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস
ভালো থাকুন..... অফুরন্ত শুভ কামনা!
৫৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১১
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক আবেগময় চিঠি , সত্যি মুগ্ধ করল ।
চিঠি বরাবরই অনেক প্রিয় ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
হ্যাঁ, একটু বেশিই আবেগময়, আমি নিজেই পোস্ট করার এখন পর্যন্ত পুরোটা পড়তে পারিনি
ভালো থাকুন অদ্বিতীয়া আপনি..... অফুরন্ত শুভ কামনা
৫৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৩
টুম্পা মনি বলেছেন: খুব চমৎকার লিখেছেন। ছুঁয়ে গেলো।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ। আপনার বিলেত যাত্রা শুভ হোক
৫৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭
নাহিদ রুদ্রনীল বলেছেন: এতো ভালবাসা নিয়ে রাতে ক্যামনে ঘুমান?
০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৩৭
অস্পিসাস প্রেইস বলেছেন:
৫৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০
উদাস কিশোর বলেছেন: নাহিদ রুদ্রনীল বলেছেন: এতো ভালবাসা নিয়ে রাতে ক্যামনে ঘুমান?
হা হা প গে
০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
৫৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৪
রাসেলহাসান বলেছেন: দারুন লিখেছেন। ভালো লাগলো।।
০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪০
অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ রাসেল হাসান
ভালো থাকুন..... অফুরন্ত শুভ কামনা!
৬০| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
ইখতামিন বলেছেন:
সুন্দর
০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪০
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস
৬১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:১৫
আমি সাদমান সাদিক বলেছেন: চমৎকার লিখেছেন ।।
০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস সাদমান সাদিক। ব্লগে স্বাগতম
আপনার লেখা আম্মু তোকে মিস করছি বেশ ভালো লাগলো।
ভালো থাকুন..... অফুরন্ত শুভ কামনা!
৬২| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:৪০
একলা ফড়িং বলেছেন: লেখক বলেছেন:
প্রাপিকা নেই, এই চিঠি একটি ওপেন ফায়ার!!
ফায়ারে কয়জন আহত হলো? একেবারে নিহত হয়নি তো আবার কেউ!
১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৫
অস্পিসাস প্রেইস বলেছেন:
দুই একজন তো মনে হয় হতাহত হয়েছে। তবে এই চান্সে অন্যরা হতাহতদের চিকিৎসা করার দায়িত্ব নিয়ে নিজেদের ভাগ্য ফেরাচ্ছে!
যেমন একজন চ্যাটে জানালো সে নাকি এই চিঠি থেকে দুই চার লাইন করে করে এস এম এস করে তার পছন্দের মেয়েকে পটিয়ে ফেলেছে। অবশ্য সে মেয়েটিকে জানিয়েছে এটি তার নিজের লেখা, তার নিজের মনের কথা
৬৩| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এত্ত ভালোবাসা দিয়অ কি করবেন?
১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৪
অস্পিসাস প্রেইস বলেছেন: ঠোঙ্গায় করে বিক্রি করবো। ছোট ঠোঙা ৫ টাকা, বড় ঠোঙা ১০ টাকা
৬৪| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩০
শুঁটকি মাছ বলেছেন: ভালো হইছে!!!! আর কিছু লেখা লাগবো?
১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৩
অস্পিসাস প্রেইস বলেছেন: মাথা ঠাণ্ডা করুন
জীবনে এখনো কারো ভালোবাসা পাননি দেখে রাগ করে কি আর করবেন বলুন
৬৫| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালবাসার সনির্বন্ধ আয়োজন বেশ তো!
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:২০
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাংকস প্রফেসর!
এখনো ঘোরে আছি আপনার অনুবাদ গল্প: দা আলেফ (হোর্হে লুইস বোর্হেস) পড়ার পর থেকে। অসাধারণ অনুবাদ!
৬৬| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫২
ইমিনা বলেছেন: আমাকে কেউ চিঠি দেয় না
ভালোবাসার চিঠি তো আরো দূরের কথা
১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৫
অস্পিসাস প্রেইস বলেছেন:
৬৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০
এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।
২৫ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫১
অস্পিসাস প্রেইস বলেছেন: নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এহসান সাবির ভাই!
শুভ হোক নববর্ষ ১৪২১
৬৮| ০১ লা মে, ২০১৪ দুপুর ১২:০১
মশিকুর বলেছেন:
ভালোবাসার চিঠি রক্স
৬৯| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৬
রহস্যময়ী কন্যা বলেছেন: নতুন পোষ্ট দেখিনা কেন??
এক চিঠি লিখেই কোথায় ভ্যানিশ হলেন? :-&
৭০| ৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
অপ্সরা বলেছেন: কতদিন পর দেখলাম তোমাকে ভাইয়া!!!
৭১| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৭
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
৭২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: শুভ জন্মদিন
অস্পিসাস প্রেইস
৭৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালোবাসা মানে একা থাকা। ভালোবাসা মানে অপেক্ষা করা। একদিন আয়নার মতো কাউকে খুঁজে পাওয়া। যাকে পেলে এমনিতেই মনের সব প্রশ্নের উত্তর মিলে যায়। প্রথম স্বপ্নের কথা মনে পড়ে। এক ঝলক স্বপ্ন। মনের মাঝে বয়ে চলা সব ভার এক পলকে আকাশে উড়ে যায়। নিজের মন সত্ত্বার প্রতিরূপ খুঁজে পেয়ে বিকশিত হয় হাসি। এই তো সে, যাকে পেতে নয়, নিজেকে দিয়ে দিতে এত বছর ধরে একা হাঁটছি।
চমৎকার!
৭৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯
তানজীব তন্ময় বলেছেন: খুব ভাল লাগলো লেখাটা ।
৭৫| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১১
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
৭৬| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৩
কানিজ রিনা বলেছেন: প্রেমের মরা জলে ডুবে না আ আ আ।
ওপ্রেম গড়তে সাতদিন ভাংতে একদিন
এমন প্রিরিত কইরোনা প্রেমীক ----
সব মিলে বেশ লাগল চলে গেলাম তিন
যুগ আগে। স্মৃতিরা আর ফিরে আসেনা।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট +