![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রীতুলসী আরতি
নমো নমঃ তুলসী! কৃষ্ণপ্রেয়সী!
রাধাকৃষ্ণ সেবা পাব এই অভিলাষী।।
যে তোমার শরণলয়,তার বাঞ্ছা পূর্ণ হয়,
কৃপা করি কর তারে বৃন্দাবন বাসী।
মোর এই অভিলাষ, বিলাস -কুঞ্জে দিও বাস,
নয়নে হেরিব সদা যুগলরূপরাশি।।
এই নিবেদন ধর,সখীরা অনুগত কর,
সেবা অধিকার দিয়ে কর নিজ দাসী।
দীন কৃষ্ণ দাসে কয়,এই যেন মোর হয়,
শ্রীরাধাগোবিন্দ -প্রেমে সদা যে ভাসি।।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪
সাঈদ জামিল বলেছেন: ভাল লিখেছেন