![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখ জিনিসটা জিঞ্জিরা হোটেলের গরম সিঙ্গারা না যে, আমি হাত বাড়ালাম আর হোটেল বয় আমার হাতে দিয়ে দিলো।
"আমি দুঃখী, আমি দুঃখী"- না বলে আমার উচিৎ সুখের কাছে কিভাবে পৌঁছানো যায় সেই রাস্তা খোঁজা এবং সেই রাস্তা ধরে এগিয়ে যাওয়া।
সুখ'টাকে মনে লালন করতে হয়। সুখে থাকার স্বপ্ন দেখতে হয়। সুখ'কে ধাওয়া করতে হয়। একদিন না একদিন বিরক্ত/ক্লান্ত হয়ে সুখ নিজেই আমার ঘাড়ে চড়ে বসবে।
তবে হ্যাঁ, সেই সুখটুকুর ভার বহন করার মতো শক্তিও সাথে সাথে আমাকে অর্জন করতে হবে।
"দুঃখ আছে, দুঃখ থাকবেই"- এই কথাটাও মনে করার দরকার কি?
শুধু ভাবি যে, সুখ অপেক্ষা করছে আমার জন্যে কিংবা আমি সুখি।
বিঃদ্রঃ সুখে আছ তবুও নিজেরে শুধাই ......
©somewhere in net ltd.