![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নায়গ্রা ফলস্ ইউ এস এ আর কানাডার মাঝামাঝি হওয়াতে দুই দেশ থেকে এর সৌন্দর্য দেখা যায়। তবে কানাডার দিক থেকে অনেক বেশী সুন্দর। নিউইয়র্ক থেকে কানাডা বাসে যেতে সময় লাগে ১০ ঘন্টার মত ।
বাফেলো স্টেট পার হলেই কানাডা বর্ডার , নিউইয়র্ক থেকে রাতে রওয়ানা হয়ে পরদিন সকালে টরেন্টো। সেখানে সি এন টাওয়ার দেখে পরদিন নায়গ্রা ফলস্ দেখতে গেলাম। আসলে এবার ঈদ করতে ওখানে যাওয়া । ঈদের আগের দিন সকাল বেলাতে বের হলাম নায়গ্রা ফলস্ দেখতে গো ট্রেন এর টিকেট কেটে প্রথমে ট্রেন পরে বাস। ৪ ঘন্টার যাত্রা টরেন্টো থেকে । ওখানে পৌছে হাটা পথে ২৫ মিনিট লাগে ফলস্ এ পৌছাতে। অনেক লম্বা পথ হাটতে হয় পুরা ফলস্ এর সৌন্দর্য দেখার জন্য। পুরা ফলস্ দেখতে সময় লাগবে ২ ঘন্টা আর সাথে বোটের ভ্রমন করলে আরও ১ ঘন্টা । তবে বোটে উঠা উচিত, বোট অনেক দুর নিয়ে যায় যেখানে উপর থেকে অঝোর ধারাতে পানি পড়ছে । আর পানি এত জোরে পড়ে মনে হয় ওখানে মেঘের সৃষ্টি হচ্ছে । এ এক অসাধারন দৃশ্য। এর জন্যে পুরো এলাকাতে মনে হয় হালকা বৃস্টি ।
ফলস্ এর সৌন্দর্য দেখার জন্য দর্শনার্থীদের ভীড়।
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৩
এ্যরন বলেছেন: ধন্যবাদ
২| ১১ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৩২
ক্যপ্রিসিয়াস বলেছেন: চমৎকার সব ছবির আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২০
এ্যরন বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।
৩| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর ছবি ব্লগ।
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:০৭
এ্যরন বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৪| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৯
শাফি উদ্দীন বলেছেন: চমৎকার একটা পোষ্ট।
১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৫৯
এ্যরন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৫| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০০
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!
১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০০
এ্যরন বলেছেন: ধন্যবাদ
৬| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৩
সোহানী বলেছেন: অসাধারন.......++++
১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৩
এ্যরন বলেছেন: অনেক ধন্যবাদ
৭| ১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৫১
ফাহাদ আবদুল্লাহ বলেছেন: হানিমুনে যাওয়ার ইচ্ছে আছে। দোয়া করেন যাতে বিয়েটা দ্রুত করতে পারি
১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:১৯
এ্যরন বলেছেন: ভাল আইডিয়া .... ধন্যবাদ আপনাকে ।
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনি কি জানেন, গত তিন মাস যাবত ব্যাক্তিগত উদ্যোগে আমি একটা মাসিক ভ্রমণ সংকলন করছি। SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -আগস্ট ২০১৪ (ভ্রমণ সংকলন -আগস্ট ২০১৪) 'তে আপনার এই লেখাটি সেরা তালিকায় স্থান পেয়েছে। আপনি চাইলে পোস্টটি দেখে আসতে পারেন।
বিঃদ্রঃ এটা কোন পোস্ট পাবলিসিটি বা মার্কেটিং নয়, সহ-ব্লগার এবং পোস্টদাতা হিসেবে দায়বদ্ধতা।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:০২
রাজিব বলেছেন: দারুণ সব ছবি